স্থান,কাল,পাত্র ভেদে কোনটির পরিবর্তন হয় না?
A রাষ্ট্রীয় আইন
B সুনির্দিষ্ট মূল্যবোধ
C পারিবারিক আইন
D নৈতিক বিধিমালা
Solution
Correct Answer: Option D
ন্যায়-নীতি, সততা, মূল্যবোধ প্রভৃতি নৈতিক বিধিমালার উল্লেখযোগ্য উপাদান। পৃথিবীর প্রায় সকল সমাজে এই গুণাবলীগুলো আদর্শ হিসেবে স্বীকৃত। স্থান,কাল,পাত্র ভেদে তাই নৈতিক বিধিমালার কোনো পরিবর্তন হয় না।