Solution
Correct Answer: Option A
- 'ভিটায় ঘুঘু চড়ানো' বাগধারাটির অর্থ সর্বনাশ করা, নিঃস করা।
• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- যক্ষের ধন বাগধারাটির অর্থ- কৃপণের ধন,
- ঘুঘু চরানো বাগধারাটির অর্থ- সর্বনাশ করা,
- 'লেফাফা দুরস্ত' বাগধারাটির অর্থ- 'বাইরে পরিপাটি',
- চাঁদের হাট বাগধারাটির অর্থ - সুখের সংসার,
- 'হাতেখড়ি' বাগধারাটির অর্থ- 'শিক্ষার শুরু',
- 'ছা- পোষা' বাগধারাটির অর্থ- 'অত্যন্ত গরিব'।