Joint Recruitment Test for 7 Banks and 1 Financial Institutions - (Senior Officers/General) - 27.11.2021 (100 টি প্রশ্ন )
Computer Numerical Control (CNC) মেশিন হল একটি স্বয়ংক্রিয় কম্পিউটার সংখ্যা সূচক নিয়ন্ত্রণ মেশিন টুল যা একটি স্টোরেজ মিডিয়াম এনকোড করা সুনির্দিস্ট program কমান্ড দ্বারা পরিচালিত হয়।
দেওয়া আছে , f(x)=2x-1
ধরি, y=f(x)
y=2x-1
⇒ 2x-1=y
⇒ 2x=y+1
⇒ x=(y+1)/2
⇒  f-1 (y)=(y+1)/2 
    
[∴ y=f(x) f-1(y)=x]

so, f-1(x)=(x+1)/2 

(2⁴)²-1
=(2⁴)²-1²
=(2⁴ +1) (2⁴ -1)
=(16+1)(16-1)
=17×15
=17× 5×3
বৃহত্তম সংখ্যা 17
এখানে,
sec (x-30⁰ )=2/√3
                 =sec (x-30⁰ )
                 =sec 30⁰
⇒ x-30⁰ =30⁰
x=60⁰
tanx=tan60⁰=√3
পূর্বপদে অব্যয়যোগে নিস্পন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে ,তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে ।
অব্যয়ীভাব সমাস পূর্বপদ প্রধান সমাস । যেমন -জানু পর্যন্ত লম্বিত (পর্যন্ত শব্দের অব্যয় 'আ') =আজানুলম্বিত ।
পশ্চাৎ তাপ =অনুতাপ ।
অন্তর্গত অপ যার = অন্তরীপ (নিপাতনে সিদ্ধ বহুব্রীহি),
দু দিকে অপ যার = দ্বীপ (নিপাতনে সিদ্ধ বহুব্রীহি),
নেই পয় যার = অপয়া
Basic Input Output System হল এক ধরনের Chip বা Hardware যেখানে কিছু Special Instruction বা Program load করা থাকে ।BIOS- এ সংরক্ষিত Data যেখানে জমা থাকে তার নাম Complementary Oxide Semi Conductor (CMOS)
ই কমার্স ব্যবস্থাপনা সুন্দর ও সুচারুরুপ পরিচালনা ও ডিজিটাল ক্রয় বিক্রয়ে ক্রেত-বিক্রেতার স্বার্থ সংরক্ষনের জন্য জাতীয় কমার্স নীতিমালা ২০২০ জারি করা হয় ।এ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কেউ ডিজিটাল মাধ্যমে কোন ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবে না ।
- ই -কমার্স পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই Unique Business Identification Number গ্রহণ করতে হবে এবং এটি তার মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া পেজে প্রদর্শন করতে হবে ।
Scanner একটি optical input device,যার সাহায্যে যেকোন ধরনের চিত্র বা লেখাকে optical পদ্ধতিতে ডিজিটাল ডেটায় রুপান্তর করা হয় ।কয়েকটি scanner হল -Flatbed,Sheetfed ও Handheld আর Daisy-wheel হল printer .

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Data হল তথ্যের ক্ষুদ্রতম একক ।Data কে process করার পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিত সুশৃঙ্খলা যে ফলাফল পাওয়া যায় তাকে information বলে
মনিটর একটি Output Device ,একে Visual Display Unit বলা হয় ।রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ (লাল,সবুজ ও আসমানি ) থাকে
Power Point -এ তৈরিকৃত প্রেসেন্টেশনকে ৬ ভাবে দেখানো যায়। যেমনঃ
Normal view, Slide sorter view, Notes view, Reading view, Slides view, Outline view.
Macros হল কিছু নির্দেশনাবলি যা একটি নির্দেশ হিসেবে সংরক্ষিত করে রাখা যায় এবং পরবর্তীতে একটি নির্দেশ দিয়ে অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা যায় ।সাধারণভাবে যেকোন কাজ করার জন্য পরপর অনেকগুলো কমান্ড দিতে হয় ।এভাবে একই ধরনের কোন কাজ বারবার করতে হলে একই ধরনের অনেকগুলো কমান্ড বারবার দিয়ে হয় ।এতে অনেক সময় অপচয় হয় ।

Alt+S=Opens the reference Tab
Ctrl+S=Save the current presentation
Ctrl+R =Refresh the page in a browser
Alt+W=Open the View Tab in a Office Program
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২০২০ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক পদক 'পদ্মভূষণ' প্রদান করা হয় ।
- তিনি ২০১৪-২০১৯ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ১৯৫৪ সালে পদ্মভূষণ পুরষ্কার প্রবর্তন করা হয় ।
- কাজী নজরুল ইসলামকেও এই পুরষ্কার দেওয়া হয়। 
2021 সালে অনুষ্ঠিত ২২ তম এশিয়ান আচারি চ্যাম্পিয়ন শিপের মিক্সড রিকার্ভ বিভাগে বাংলাদেশের আরচার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী রৌপ পদক জয় করে ।
লালবাগ কেল্লা পুরান ঢাকার লালবাগে অবস্থিত একটি দুর্গ ।মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে শাহজাদা আযম শাহ ১৬৭৮ সালে এর নির্মাণ শুরু করেন এবং সুবেদার শায়েস্তা খানের আমলেও এর নির্মাণ কাজ বন্ধ থাকে .১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত এর মৃত্যু হলে শায়েস্তা খান এর নির্মাণ কাজ বন্ধ করে দেন ।এ কেল্লার ভিতরে পরিবিবির মাজার অবস্থিত .১৯৬২ সালে প্রত্নতত্ত্ব বিভাগ লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত পরিবিবির মাজারসহ সকল স্থাপত্য নিদর্শন রক্ষাণাবেক্ষণের দায়িত্ব লাভ করে
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১০ বছর মেয়াদি ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সুবর্ণজয়ন্তী ফান্ড নামে একটি মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন দিয়েছে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ।Capital Market Stabilization Fund এর পৃষ্ঠপোষকতায় ICB অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এ ফান্ড গঠনের অনুমোদন দেয়া হয় ।এ ফান্ডটিতে CMSF উদ্যোক্তা হিসেবে প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন ,কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ছয় ক্যাটাগরিতে ১৯ টি শিল্প প্রতিষ্ঠানকে ২০২১ সালে প্রেসিডেন্টের শিল্প উন্নয়ন পুরষ্কার -২০১৯ প্রদান করা হয় ।উল্লেখ্য ,২০১৫ সাল থেকে শিল্প মন্ত্রণালয় এ পুরষ্কার প্রদান করে আসছে ।
জাতীয় রাজস্ব বোর্ড ২০২১ সালে দেশের সেরা করদাতা হিসেবে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সংসদ সদস্য ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে পুরষ্কার প্রদান করে ।
9 সেপ্টেম্বর ,১৯৭১ সালে মুক্তিজুদ্ধকে বেগবান করার জন্য সমমনা পাঁচটি দলের প্রতিনিধিদের নিয়ে আওয়ামী লীগ ৬ সদস্যের সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করে ।
তাজউদ্দীন আহমদকে আহ্বায়ক করে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় ।
অন্য সদস্যরা হলেনঃ
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ,
- মণি সিং ,
- অধ্যাপক মোজাফফর আহমদ ,
- মনোরঞ্জন ধর ,
- খন্দকার মোশতাক আহমদ ।
৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে EU প্রতিষ্ঠিত হয়।
 - এর কার্যকরী রাজধানী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত।
 - বর্তমানে এর সদস্যরাষ্ট্র ২৭ টি।

ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা ইউরো প্রথম চালু হয় ১ জানুয়ারি ,১৯৯৯ সালে ।এ মুদ্রার জনক রবার্ট মুণ্ডেল ।বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯ টি দেশসহ ২৫ টি দেশে ইউরো মুদ্রা চালু আছে


শ্রম অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন ডেভিড কার্ড ।প্রাকৃতিক পরীক্ষার কারণ ও প্রভাব থেকে কতটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে গবেষণা করে ডেভিড কার্ডের সাথে যৌথভাবে জোশুয়া ডি আঙ্গরিষ্ট এবং গুইডো ডব্লিউ ইমবেস অর্থনীতিতে নোবেল পুরষ্কার লাভ করেন ।
অর্থনীতিতে Average fixed cost হল উৎপাদনের নির্দিষ্ট ব্যয়কে উৎপাদিত আউটপুটের পরিমাণ দ্বারা বিভক্ত করে ,যা উৎপাদনের আউটপুট স্তর নির্বিশেষ স্থির পরিমাণে বহন করতে হবে ।Average fixed cost বের করার সুত্র হল -
(AFC)=Total Fixed Cost/Quantity of Out put
Actuarial Science বিজ্ঞানের একটি শাখা ,যেখানে গণিত ও পরিসংখ্যানের পদ্ধতিসমূহ ব্যবহার করে বীমা ,অর্থায়ন ও এ সংক্রান্ত শিল্পের ঝুঁকি নির্ণয় করা হয়ে থাকে ।
যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ মলনুপিরাভির তৈরি করে । করোনাভাইরাসের চিকিৎসায় এই ঔষধটি দিনে দুইবার ঝুঁকিপূর্ণ রোগীদেরকে দেয়া হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তৎকালীন পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের গোপন নথি নিয়ে The Secret Documents of Intelligence Branch On The Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman শীর্ষক ১৪ খণ্ডে বই আকারে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে ।এরই ধারাবাহিকভাবে ২০১৮ সালে ভাষা আন্দোলনসহ বাঙালির স্বাধীনতার ধারাবাহিক আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত বইয়ের প্রথম খণ্ডের প্রকাশ করা হয় ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও বিজয় দিবস পালন উপলক্ষ্য ১৫ ডিসেম্বর ,২০২১ সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করেন ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
ভিটামিন ডি একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। এটি অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ এবং ক্যালসিয়াম হোমিওস্টাসিস নিয়ন্ত্রণ এর সাথে জড়িত। ভিটামিন ডি শরীরের জন্য জরুরি একটি ভিটামিন ।এটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ,যা হাড় ,দাঁত ও মাংস পেশির স্বাস্থ্য রক্ষায় ভূমিকা পালন করে । 
- এছাড়া এটি সংক্রমণ ঠেকাতে এবং শরীরে প্রতিরোধী ব্যবস্থাকে জোরদার করে তুলতে ভূমিকা রাখে ।
- ভিটামিন ডি এর উৎস সূর্যরশ্নি যকৃত, সামুদ্রিক মাছ ।

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0