Sonali Bank- 2010 (Sr.Officer) (110 টি প্রশ্ন )
 

Commend-প্রশংসা করা

 

 

Prodigal-অমিতব্যয়ী

 

 

শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য। ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তাঁরই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে পুথিটি প্রকাশিত হয়।

 


 

মুনীর চৌধুরী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে পাকিস্তান সরকারের হাতে বন্দী হন। বন্দী থাকা অবস্থায় তিনি তাঁর বিখ্যাত নাটক কবর রচনা করেন (১৯৫৩)।

 

 

পঞ্চতন্ত্র সংস্কৃত ভাষায় রচিত একটি প্রাচীন গ্রন্থ ৷ রচয়িতা কবি বিষ্ণু শর্মা ৷

 

- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়।
- আরেক ফাল্গুন উপন্যাসের চরিত্রসমূহ: মুমিন, আসাদ, রসুল, সালমা ।

তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০),
- 'তৃষ্ণা' (১৯৬২),
- ‘হাজার বছর ধরে' (১৯৬৪),
- ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)।
- ‘আরেক ফাল্গুন' (১৯৬৮),
- ‘বরফ গলা নদী’ (১৯৬৯)
- ‘আর কত দিন’ (১৯৭০),
- ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)।
 

sum of 0.15,0.10 and 0.65 = .90 = 9/10

 

 

In his pocket, a boy has 3 red marbles, 4 blue marbles, and 4 green marbles. 

If he takes out 3 balls, they can all be red.

If he takes out 4 balls they can all be green or blue.

if he takes out 7 balls they can all be red and blue.

if he takes out 8 balls they can all be green and blue.

but if he takes out 9 balls, he must have balls from each color

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

Let original price be X

10% discount = 0.9X taka

15% discount on 0.9X taka = 85*0.9X/100 = 0.765X

 

0.765X = 306

X = 306/0.765 = 400 taka

 

 

Population of Chittagong = 100

Population of Barisal = 50

Population of Barisal and Chittagong = 100 + 50 = 150

 

Thus,

Percentage of Population of Barisal against Population of Barisal and Chittagong = 50*100/150

                      = 331/3%

 

 

স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্করেণ-কেনচিৎ-পথিক ছদ্মনামে। যদিও এই নাটকই তাঁকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করে। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, নীলদর্পণ নাটক প্রকাশিত হলে এবং এর ইংরেজি অনুবাদ প্রচারিত হলে একদিনেই এ নাটক বাঙালিমহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গমহলে ঠিক ততটাই ঘৃণিত হয়েছিল। এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে আধুনিক গবেষকগণ এই বিষয়ে একমত নন। এই অনুবাদ Nil Durpan, or The Indigo Planting Mirror নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লঙ। এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লঙের জরিমানা ও কারাদণ্ড হয়। জরিমানার টাকা আদালতেই দিয়ে দে 


 

১০০০ মিটার রাস্তায় ১০০ মিটার অন্তর লাম্পপোষ্ট বসালে মনে হবে ১০০০/১০০ টি লাম্পপোষ্ট বসানো যাবে।

কিন্তু আসলে প্রথমে একটি লাম্পপোষ্ট বসিয়ে হিসাব শুরু করা হয় যা উপরের নিয়মে ধরা হয় না। সুতরাং লাম্পপোষ্ট বসানো যাবে = [(১০০০/১০০) + ১] টি

                                 = ১১ টি

রাস্তায় সারির সংখ্যা = ৪ টি

সুতরাং, পার্শ্ব তৈরি  হবে = ৫ টি

সুতরাং, লাম্পপোষ্ট বসানো যাবে = ৫*১১ টি

                                  = ৫৫ টি

 

 

২ক + ৩খ = ৭/৮

বা, ২ক + ৩(ক/২) = ৭/৮

বা, ৪ক + ৩ক = ১৪/৮ = ৭/৪

বা, ৭ক = ৭/৪

বা, ক = ৭/(৪*৭) = ১/৪

 

 

৬০% কর্মচারী পুরুষ হলে মহিলা কর্মচারী রয়েছে (১০০-৬০) বা ৪০%

পুরুষের ক্ষেত্রে,

১০০ জন পুরুষের মধ্যে বনভোজনে গিয়েছে ৭০ জন

৬০ জন পুরুষের মধ্যে বনভোজনে গিয়েছে ৭০*৬০/১০০ জন

                                           = ৪২ জন

মহিলার ক্ষেত্রে,

১০০ জন মহিলার মধ্যে বনভোজনে গিয়েছে ৯০ জন

৪০ জন মহিলার মধ্যে বনভোজনে গিয়েছে ৯০*৪০/১০০ জন

                                           = ৩৬ জন

সুতরাং, মোট ১০০% কর্মচারীর মধ্যে যাচ্ছে (৪২+৩৬)% বা, ৭৮%

 

 

সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০০

অপর দুই কোণ মিলে ৯০০ হবে। 

একটি কোণ ৪০ হলে অপরটি হবে ৫০০। 

 

 

সংলগ্ন দুইটি কোণের সমষ্টি ৯০০ হলে একটিকে অপরটির পূরক কোণ বলে । 

570 পূরক কোণ 330

 

 

 

৯০০ এর ছোট কোণকে সূক্ষ কোণ বলে। 

৯০০ থেকে বড় কিন্তু ১৮০০ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে।

১৮০০ থেকে বড় কিন্তু ৩৬০০ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

(a-b)(a-b) = (a-b)2 

= a2-2ab+b2

 

 

4√x X x1/4

=x1/4 X x1/4

= x1/4 + 1/4

=x1/2

=√x

 

 

4n = 64

একই বেস করার চেষ্টা করুন।

64= 43

4n = 43

n=3

 

 

x/y = y-4 

=>x/y = 1/y4

=> x= y/y4

=> x=1/y3=y-3 

 

 

পাওয়ারে (-) থাকলে লবে ১ রেখে পুরো সংখ্যাটি নিচে নিতে হবে; 

3-3 = 1/33 =1/27

 

 পানি>জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়
 
 

Acute- তীক্ষ্ণ , Chronic- দীর্ঘস্থায়ী , Ditty - গান বিশেষ , Impute - আরোপ করা 

 

Holocaust এর আরেকটি নাম হচ্ছে shoah
-Holocaust হচ্ছে গণহত্যা ।বৃহৎ পরিসরে ধ্বংসলীলা চালানো এবং গণহত্যা কে বলা হয় Holocaust
-দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যাকে বলা হয় Holocaust


 

Sage - জ্ঞানী, Imbecile - মূর্খ, Dullard- বোকা লোক 

 

 

Pusillanimous - ভীরু , Plucky - সাহসী, Valorous- সাহসী

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0