NRBC(এনআরবিসি) ব্যাংক (ট্রেইনি অফিসার) - ১৩.০৪.২০২২ (60 টি প্রশ্ন )
১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
যথা ঃ
  - প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
   - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
   - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
   - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী।
   - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং
   - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।

উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাঃ

- মুজিবনগর সরকার গঠন। 
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা।
- স্বাধীনতার সংবিধানিক ঘোষণা।
- আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা।
- প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ।
- বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা। 
- প্রথম মন্ত্রিসভা গঠন। 



৩ নভেম্বর ,১৯৫৭ সালে সোভিয়েত মহাকাশযান স্পুটনিক -২ এ পৃথিবীর প্রথম জীব হিসেবে লাইকা নামক একটি কুকুর পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণ করে ।
-প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ।
- এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে। 
-বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। 
-দক্ষিণ-পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন 'চন্দ্রদ্বীপ' নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের পৌরসভার জাকিরাবাদ এলাকায় ১৪৬ একর জমিতে সরকার IT village স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই IT village স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ।
প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ,১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ।
দেশ --------------------সময়
পূর্ব জার্মানি -----------১১ জানুয়ারি ,১৯৭২
আয়ারল্যান্ড ---------১১ ফেব্রুয়ারি ,১৯৭২
বুলগেরিয়া ----------১২ জানুয়ারি ,১৯৭২
সোভিয়েত ইউনিয়ন -------২৪ জানুয়ারি ,১৯৭২
মূল্য সংযোজন কর (মুসক) একটি পরোক্ষ কর ,যা ভোক্তার নিকট হতে আদায় যোগ্য ।বাংলাদেশে ভোগকৃত পণ্য বা সেবার মূল্যের উপর ১৫% হারে এই কর আরোপিত. ১ জুলাই, ১৯৯১ সালে বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর চালু করে
Global System for Mobile Communications (GSMA) হল মোবাইল অপারেটদের সংগঠন। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর লন্ডনে অবস্থিত।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে। তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে। তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
দেশের সীমানা পেরিয়ে দুটি দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় (আমদানি -রপ্তানি ) হলে তাকে দ্বি - পাক্ষিক বাণিজ্য বলে
দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থে লেনদেন কার্যক্রম যে বাজারে করে থাকে তাকে Money Market বলে ।মুদ্রা বাজার বিল অব এক্সচেঞ্জ ,প্রতিজ্ঞাপত্র ,ট্রেজারি বিল ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কারবার করে।মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বাণিজ্যিক ব্যাংক ও বীমা কোম্পানি ।অন্যদিকে Capital Market দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন নিয়ে কাজ করে ।এ মার্কেট শেয়ার ডিবেঞ্চার নিয়ে কারবার করে ।Capital Market এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বিনিয়োগ ব্যাংক ,শিল্প ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ প্রভৃতি ।


মধ্যবর্তী কোণ =। (11M-60H)/2।⁰
                      =।( 11×20-60×4)/2। ⁰
                      =। (220-240)/2।⁰
                       =। -20/2।⁰ -।-10⁰।
                       =10⁰


1×1+1=2
2×2+2=6
6×3+3=21
21×4+4=88
88×5+5=445


লোকটির বাবা
 ↓
লোকটি
 ↓
লোকটির ছেলে
অতএব ছবিটি লোকটির ছেলের
এখানে ,
22-7=15 যা 5 এর একটি গুণিতক
33-8=25  "  5  "          "      "
37-12=25 " 5  "       "         "
46-15=31 " 5 এর গুণিতক নয়
অতএব ,15:46 আলাদা
মনে করি ,সংখ্যাটি =x
প্রশ্নমতে ,x/4 + 9=15
          বা, x/4=15-9
         বা, x/4=6
          বা,x=24

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
যেহেতু আগামীকালের ২ দিন পর বৃহস্পতিবার সেহেতু আজকে সোমবার ।তাহলে গতকালের ২ দিন পূর্বে শুক্রবার হবে ।
এখানে ,Damage শব্দটি Demonstration শব্দের অক্ষর গুলো দ্বারা গঠন করা সম্ভব নয়

South⟶North-west
West⟶North-east
South এর পর দুইটা দিক নিলে, North-west আসে, এর পর একইভাবে দুইটা দিক নিলে West এর পর North-east আসে।
White ⟶black
black⟶red
red⟶yellow
yellow⟶green
green⟶blue
blue⟶violet
violet⟶orange
red হবে yellow
এখানে ,Ra<Ro<P
এবং Ro<T<P
 বা, Ra<Ro<T<P
অতএব ,রবিন,রাহুল থেকে বড় এবং টাবেবা থেকে ছোট ।
 (1-1/2)² (1-1/3)²
{(2-1)/2)² {(3-1)/3)²
=(1/2)² (2/3)²
=1/4 × 4/9
=1/9
বিক্রয়মূল্যের পার্থক্য =350-340
                                =10 টাকা

এখন ,5%=10 টাকা
         1% =10/5 টাকা
অতএব, 100%=(10× 100)/5 =200 টাকা
এখানে ,
x =3 +2√2
বা,x=2+2√2+1
বা,x=(√2)²+2√2+(1))²
বা,x=(√2+1)²

অতএব , 1/√x =1/(√2+1)
                       =(√2-1)/(√2+1)(√2-1)
                        =(√2-1)/(√2)² -(1))²
                         =(√2-1)/2-1
                        =(√2-1)/1
                        =(√2-1)
অতএব ,√x -1/√x  = √2+1 -(√2-1)
                              =√2+1 -√2-1
                               =2
এখানে ,
  x+5+6+1+2 =24
 বা ,x+14=24
বা, x =10
মনে করি ,
আসল =100 টাকা
সুদাসল =5×100 =500 টাকা
      সুদ =500-100=400 টাকা
      সময়=10 বছর
        হার =?
আমরা জানি , হার = (100× সুদ ) /(আসল × সময় )
                              =(100×400)/(100×10)
                              =40 টাকা
অতএব ,সুদের হার =40%

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
A,B,C একত্রে 1 দিনে করে (1/14+1/6+1/12) অংশ
                                      =(6+14+7)/84        "
                                      =27/84                "
অতএব ,একত্রে 27/84 অংশ করে 1 দিনে
 "                 "     1         "        "  84/27 "
                                             =28/9 দিনে
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0