১৭ এপ্রিল ,১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের পর গঠিত মন্ত্রীসভার সদস্য ৬ জন ।
যথা ঃ
- প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাজউদ্দিন আহমেদ। - রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। - উপ-রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। - অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। - স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং - পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
উল্লেখ্যযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাঃ
- মুজিবনগর সরকার গঠন। - বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা। - স্বাধীনতার সংবিধানিক ঘোষণা। - আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা। - প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ। - বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা। - প্রথম মন্ত্রিসভা গঠন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের পৌরসভার জাকিরাবাদ এলাকায় ১৪৬ একর জমিতে সরকার IT village স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই IT village স্থাপনের প্রকল্পটি বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ।
প্রথম সমাজতান্ত্রিক ও ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১১ জানুয়ারি ,১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে । দেশ --------------------সময় পূর্ব জার্মানি -----------১১ জানুয়ারি ,১৯৭২ আয়ারল্যান্ড ---------১১ ফেব্রুয়ারি ,১৯৭২ বুলগেরিয়া ----------১২ জানুয়ারি ,১৯৭২ সোভিয়েত ইউনিয়ন -------২৪ জানুয়ারি ,১৯৭২
মূল্য সংযোজন কর (মুসক) একটি পরোক্ষ কর ,যা ভোক্তার নিকট হতে আদায় যোগ্য ।বাংলাদেশে ভোগকৃত পণ্য বা সেবার মূল্যের উপর ১৫% হারে এই কর আরোপিত. ১ জুলাই, ১৯৯১ সালে বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর চালু করে
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলা ডা. সিতারা বেগম এবং তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। ক্যাপ্টেন ডা. সিতারা বেগম যুদ্ধ করেন ২ নং সেক্টরে। তারামন বিবির যুদ্ধ করেন ১১ নং সেক্টরে। তিনি ১৯৫৭ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুরে জন্মগ্রহণ করেন। উল্লেখ্য, মোট ৪২৬ জন ব্যক্তিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
দেশের আর্থিক লেনদেন পরিচালনার জন্য যেসব ঋণদানকারী আর্থিক প্রতিষ্ঠান স্বল্পমেয়াদী ঋণ হিসেবে অর্থে লেনদেন কার্যক্রম যে বাজারে করে থাকে তাকে Money Market বলে ।মুদ্রা বাজার বিল অব এক্সচেঞ্জ ,প্রতিজ্ঞাপত্র ,ট্রেজারি বিল ও স্বল্পমেয়াদী ঋণ নিয়ে কারবার করে।মুদ্রাবাজারের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বাণিজ্যিক ব্যাংক ও বীমা কোম্পানি ।অন্যদিকে Capital Market দীর্ঘমেয়াদি ঋণের লেনদেন নিয়ে কাজ করে ।এ মার্কেট শেয়ার ডিবেঞ্চার নিয়ে কারবার করে ।Capital Market এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান হল বিনিয়োগ ব্যাংক ,শিল্প ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ প্রভৃতি ।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।