গনতন্ত্রের মূলমন্ত্র কী ?

A সাম্য ,স্বাধীনতা ও নিরাপত্তা

B সাম্য ,স্বাধীনতা ও অধিকার

C সাম্য ,স্বাধীনতা ও ভ্রাতৃত্ব

D অধিকার ,কর্তব্য ও দায়িত্ব

Solution

Correct Answer: Option C

গনতন্ত্রের মূলমন্ত্র হল সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। এই তিনটি মূলমন্ত্র গণতন্ত্রের মূল ভিত্তি।
- সাম্য বলতে সকল মানুষের সমান অধিকার ও সুযোগ-সুবিধাকে বোঝায়। গনতন্ত্রে সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমান।
- স্বাধীনতা বলতে সকল মানুষের নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপনের অধিকারকে বোঝায়। গনতন্ত্রে সকল মানুষের কথা বলার, লেখার, প্রকাশের, সমাবেশের, ধর্মীয় অনুষ্ঠানের, পেশার, মতাদর্শের, ভ্রমণের স্বাধীনতা রয়েছে।
- ভ্রাতৃত্ব বলতে সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে বোঝায়। গনতন্ত্রে সকল মানুষ একে অপরের প্রতি সহনশীল ও সম্মানশীল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions