What is the first epic in English Literature?
Solution
Correct Answer: Option D
- ইংরেজি সাহিত্যের আদিযুগ অর্থাৎ Old English Period (৪৫০-১০৬৬ খ্রি.) এর একমাত্র মহাকাব্য হলো 'Beowulf'।
- এটি ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম এবং প্রাচীনতম মহাকাব্য হিসেবে স্বীকৃত।
- মহাকাব্যটির রচয়িতার নাম জানা যায়নি, অর্থাৎ এটি একটি অজ্ঞাতনামা লেখকের সৃষ্টি।
- ৩১৮২ লাইনের এই দীর্ঘ কবিতাটি স্ক্যান্ডিনেভিয়ার প্রেক্ষাপটে রচিত, যেখানে নায়ক বেউলফ দানব গ্রেন্ডেলের বিরুদ্ধে লড়াই করেন।
- অন্যদিকে 'Paradise Lost' হলো জন মিল্টন রচিত আধুনিক ইংরেজি মহাকাব্য এবং 'The Faerie Queene' এডমন্ড স্পেন্সারের লেখা একটি বিখ্যাত মহাকাব্য।