The Post Modern Period [1939-present] (170 টি প্রশ্ন )
- University Wits ছিল late 16th-century এক group of English playwrights and writers যারা বেশিরভাগই Oxford বা Cambridge থেকে university-educated ছিল এবং Elizabethan theatre-এ সক্রিয় ছিলেন। Robert Greene নিজেও Cambridge-এ পড়াশোনা করেছিলেন এবং এই University Wits এর একজন প্রধান সদস্য ছিলেন।

William Shakespeare university-educated ছিলেন না, আর Thomas Gray ও John Dryden ছিলেন অনেক পরে (18th-century / Restoration–early 18th-century) — তাই তারা এই গোষ্ঠীর অংশ নয়।

- The Ministry of Utmost Happiness একটি উপন্যাস। 
- এটি রচনা করেছেন Suzanna Arundhati Roy।.
- তিনি ছিলেন একজন ভারতীয় ঔপন্যাসিক ,সাংবাদিক। 
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম -The Cost of Living, The God of Small Things .


- The Return of the Native ব্রিটিশ লেখক Thomas Hardy এর লেখা উপন্যাস।
- Things Fall Apart হচ্ছে নাইজেরিয়ান লেখক Chinua Achebe .
- Heart of Darkness হচ্ছে Polish-British লেখক Joseph Conrad এর লেখা একটি ছোট উপন্যাস।
- Doris Lessing ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক , নাট্যকার ও ছোট গল্প লেখক ।
- তিনি The Golden Notebook উপন্যাসের জন্য ২০০৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
- তাঁর উলেখযোগ্য সাহিত্যকর্ম হল -The Grass is singing , Children of Violence , The Four-Garden City .
- Harlod Pinter ছিলেন একজন ইংরেজ অভিনেতা ,চিত্রনাট্য লেখক ও পরিচালক ।
- তিনি ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
(i) The Room
(ii) The Birthday Party
(iii) No Man‘s Land
(iv) The Dumb Waiter
(v) The Caretaker
(vi) The Homecoming
- Chinua Achebe  ছিলেন একজন খ্যাতনামা নাইজেরীয় ঔপন্যাসিক,কবি, অধ্যাপক ও সমালোচক ।
- তিনি ২০০৭ সালে Man Booker International Prize লাভ করেন ।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল - Things Fall Apart, No longer at Ease, Arrow of God etc.
- Harlod Pinter ছিলেন একজন ইংরেজ অভিনেতা ,চিত্রনাট্য লেখক ও পরিচালক ।
- তিনি ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
- তাঁর উল্লেখযোগ্য নাটক হল: The Birthday Party, The Homecoming, Betrayal .
- Gabriel Garcia Marquez হলেন Colombian writer / Novelist
- তিনি ১৭ এপ্রিল ২০১৪, Mexico তে মৃত্যুবরণ করেন।
- তিনি ১৯৮২ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাকে ল্যাটিন আমেরিকার বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক মনে করা হয়।
- তার রচিত উপন্যাস: Love in the time of Cholera, Autumn of the Patriarch, One Hundred Years of Solitude
-Samuel Beckett ছিলেন The Post Modern Period এর একজন উল্লেখযোগ্য সাহিত্যিক ।
-Samuel Beckett ইংলিশ এবং ফ্রেন্স ভাষায় লেখালেখি করতেন।
-তিনি ১৯৬৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল Murphy, Wating for Godot,Catastrophe
• Zoo Laureate: Ted Hughes
- Ted Hughes ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্রিটিশ কবি।
- তিনি "Zoo Laureate" নামে পরিচিত কারণ তার কবিতায় প্রাণী ও প্রকৃতির গভীর উপস্থিতি ছিল।
- Hughes-এর কাজগুলো প্রায়ই পশুদের এবং তাদের আচরণের প্রতীকী চিত্রায়নকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেমন "Hawk Roosting" এবং "The Jaguar"।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- Gabriel Garcia Marquez হলেন Colombian writer / Novelist
- তিনি ১৭ এপ্রিল ২০১৪, Mexico তে মৃত্যুবরণ করেন।
- তিনি ১৯৮২ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
- তাকে ল্যাটিন আমেরিকার বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক মনে করা হয়।
- তার রচিত উপন্যাস: Love in the time of Cholera, Autumn of the Patriarch, One Hundred Years of Solitude
- Harlod Pinter ছিলেন একজন ইংরেজ অভিনেতা ,চিত্রনাট্য লেখক ও পরিচালক ।
- তিনি ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ।
- তাঁর উল্লেখযোগ্য নাটক হল: The Birthday Party, The Homecoming, Betrayal .
- Anthony Mascarenhas একজন Post Modern Period এর কবি।
- তিনি একজন বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক ও লেখক।
- তিনি মুক্তিযুদ্ধে বাংলাদেশি হত্যা নিয়ে Genocide নামে একটি বিখ্যাত article প্রকাশ করেছিলেন।
- তার রচিত বই: The Rape of Bangladesh, Bangladesh : A Legacy of Blood
- 'The girl on the Train' হলো post modern যুগের novelist Paula Hawkins এর একটি novel।

- তিনি 1972 সালের 26 আগস্ট Salisbury, Rhodesia তে জন্মগ্রহণ করেন।

- এই বইটি The New York Times এর প্রতিবেদন অনুযায়ী 2015 সালে Fiction Best Seller Book এ প্রথম হয়েছিলো।
Barak Obama:
• কেনীয় বংশোদ্ভুত বারাক (হোসেন) ওবামা হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট তিনি ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।
• ২০০৯ সালে তিনি ৪৪ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং একই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
• মনে রাখুন: বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের মোট ৪ জন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পান । অন্যরা হলেন-
• ১। থিউডর রুজভেল্ট (১৯০১ সালে তিনি হোয়াইট হাউজের নামকরণ করেন)
• ২। ড. উড্রো উইলসন (USA এর একমাত্র ডক্টরেট ডিগ্রিধারী প্রেসিডেন্ট)
• ৩। জিমি কার্টার (তিনি হোয়াট হাউজ ডায়েরি গ্রন্থটি লিখেছেন)
• বারাক ওবামার বিখ্যাত গ্রন্থ :
(i)The Audacity of Hope (প্রত্যাশার স্পর্ধা)
(ii) Dreams From My Father
(iii) It Takes A Nation
(iv) Change We Can Believe In
(v) Of Thee I Sing: A Letter to My Daughters
(তবে A Prayer for My Daughter নামে বিখ্যাত কবিতা লিখেছেন WB Yeats)
Amartya Sen : (অমর্ত্য সেন)
• জন্ম: ৩ নভেম্বর, ১৯৩৩
• একজন নোবেল পুরস্কার বিজয়ী (১৯৯৮) বাংলাদেশী-ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক।
• অমর্ত্য সেনের জন্ম বাংলাদেশের মানিকগঞ্জে।
• তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারীতে। |
• কথিত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন অমর্ত্য- যার অর্থ অমর বা অবিনশ্বর।
• তিনি বর্তমানে টমাস ডব্লিও লমেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
• তিনি জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য “মানব উন্নয়ন সূচক” আবিষ্কার করেন।
• অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি বিবিসি জরিপে ১৪ তম শ্রেষ্ঠ বাঙ্গালী।

• তার উল্লেখযোগ্য গ্রন্থ:
(a) Poverty and Famines: An Essay on Entittlement and Deprivation
(b) On Ethics and Economics
(c) Development as Freedom
(d) An Uncertain Glory : India and its Contradiction
(e) The Country of First Boys
(f) The Country of First Boys
- Winston Churchill ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
- তিনি ছিলেন The Modern Period এর লেখক
- তিনি ১৯৪০-৪৫ এবং ১৯৫১-৫৫ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা নিয়ে রচিত গ্রন্থ History of the Second World War এর জন্য ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন ।
- তার আরেকটি বিখ্যাত গদ্যগ্রন্থ  History of the Second World War
- 'The girl on the Train' হলো post modern যুগের novelist Paula Hawkins এর একটি novel।
- তিনি 1972 সালের 26 আগস্ট Salisbury, Rhodesia তে জন্মগ্রহণ করেন।
- এই বইটি The New York Times এর প্রতিবেদন অনুযায়ী 2015 সালে Fiction Best Seller Book এ প্রথম হয়েছিলো।
Dr. Zivago লিখেছেন Boris Pasternak.
- Dr. Zivago এর রচনাকাল ১৯৫৭।
- ১৯০৫ সালের রাশিয়ান বিপ্লব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে সংঘটিত একটি উপন্যাস।
- USSR প্রকাশের জন্য Dr. Zivago প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু পাণ্ডুলিপিটি প্রকাশের জন্য ইতালিতে পাচার করা হয়েছিল।
- Boris Pasternak ১৯৫৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
সৈয়দ আমীর আলী (১৮৪৯-১৯২৯) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আইনশাস্ত্রের গবেষণায় অগাধ পাণ্ডিত্যের পরিচয় দেন । Spirit of Islam ,History of saracens , Ethics of Islam তার ইতিহাস বিষয়ক গ্রন্থ ।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
The two terms, "The Drama of Ideas" and "The Problem Play", are both used to describe a type of play that emerged in the late 19th and early 20th centuries. These plays are characterized by their focus on social and political issues, and they often use a realistic style to depict the challenges faced by modern individuals.

The term "The Drama of Ideas" was coined by the Irish playwright George Bernard Shaw. Shaw was one of the leading figures in the movement of problem plays, and he wrote several plays that are considered classics of the genre, such as "Mrs. Warren's Profession" and "Major Barbara".
Pariah and other poems লিখেছেন Kaiser Haq
-Kaiser Haq এর পুরো নাম Kaiser Hamidul Haq  ।
-তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন ।
-তিনি ২০১৪ সালে 'বাংলা একাডেমী ' এবং South Asian Literary Association  পুরস্কার লাভ করেন ।
-তাঁর উল্লখযোগ্য সাহিত্যকর্ম হল - Starting Lines, Black Orchid, A Little Ado etc.
'More Die of Heartbreak' হচ্ছে একটি উপন্যাস
-এটি লিখেছেন The post modern period এর লেখক Saul Bellow.
-তিনি ছিলেন Jewish Canadian-American Writer.
-তিনি Pulitzer Prize পেয়েছেন।
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছেঃ Seize the Day, Dangling Man, Henderson the Rain King.
Mercy হচ্ছে একটি উপন্যাস
-এটি রচনা করেছনে The Post modern Period এর লেখক Toni Morrison
-Toni Morrison একজন আমেরিকান ঔপন্যাসিক ,প্রবন্ধকার ,সম্পাদক ।তিনি মূলত The Post Modern Period এর ।
-তাঁর original নাম ছিল Chloe Anthony
-Beloved নামক উপন্যাসের জন্য তিনি 1988 সালে  Pulitzer Prize  এবং American Book Award লাভ করেন ।
-১৯৯৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
-তাঁর উলেখযোগ্য উপন্যাস হল - Beloved, Tar Baby,Sula etc
Of Mice and Men হচ্ছে একটি ছোট উপন্যাস ।
-এটি লিখেছেন John Steinbeck
-তিনি ছিলেন একজন আমেরিকান লেখক।
-Realistic এবংImaginative writings এর জন্য তাকে ১৯৬২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়।
-তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে East and Eden,The Graphs of Wrath


Inferno হচ্ছে একটি উপন্যাস
-এটি রচনা করেছেন Dan Brown
-তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক এবং সংগীতশিল্পী
-তাঁর উপন্যাস হচ্ছে ঃ The Da Vinci Code,Angels and Demon ,Deception Point
- Human Chain হচ্ছে একটি কবিতার সংগ্রহ ।
- এটি লিখেছেন The Post Modern Period এর লেখক Seamus Heaney
- তিনি একজন আইরিশ কবি, নাট্যকার  ও অনুবাদক
- তাঁর সাহিত্য কর্ম হচ্ছে -Death of Naturalist, Field Work ,Digging.
Numero Zero হচ্ছে একটি উপন্যাস
-এটি রচনা করেন Umberto Eco .
-তিনি ছিলেন একজন ইতালীয় ঔপন্যাসিক ,সাহিত্য সমালোচক ও দার্শনিক ।
-The Name of the Rose নামক উপন্যাসের জন্য তিনি পৃথিবী বিখ্যাত হয়ে আছেন
'The Lying Days' হচ্ছে একটি উপন্যাস
-এটি  লিখেছেন The Post Modern Period এর একটি Nadine Gordimer
-তিনি ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান লেখক ও রাজনৈতিক কর্মী
-তিনি ১৯৯১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Burger's Daughter,The Conservationist,July's People,The House Gun .


Pnin হচ্ছে একটি উপন্যাস
-এটি রচনা করেছেন The post modern period এর লেখক Vladimir Nabokov
-তিনি ছিলেন একজন রুশ আমেরিকান ঔপন্যাসিক ,অনুবাদক ।
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে The Defence ,The Gift,Bend Sinister,Lolita


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
Seamus Heaney ছিলেন একজন আইরিশ কবি ,নাট্যকার ও অনুবাদক ।
-তিনি ১৯৯৫ সালে চতুর্থ আইরিশ সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন ।
-তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল -Death of Naturalist, Field Work,Beowulf,Human Chain,Digging .


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0