৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৩ মি চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

A ২৬১ বর্গ মিটার

B ২৪০ বর্গ মিটার

C ৪২০ বর্গ মিটার

D ১২০ বর্গ মিটার

Solution

Correct Answer: Option A

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৫০ × ৩) বর্গমিটার
                                    = ১৫০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৪০ - ৩) × ৩ বর্গমিটার
                                  = ৩৭ × ৩ বর্গমিটার
                                  = ১১১ বর্গমিটার

রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল = (১৫০ + ১১১) বর্গমিটার
                                  = ২৬১ বর্গমিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions