কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনও ‘ণ’ হয় না?

A ক - বর্গীয়

B চ - বর্গীয়

C ত - বর্গীয়

D প - বর্গীয়

Solution

Correct Answer: Option C

- যে বিধি অনুসারে তৎসম শব্দে 'ণ' এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে 'ণ' এর ব্যবহার না হয়ে 'ন' এর ব্যবহার হয়, তাকে ণ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধান বলে।
- ত- বর্গীয় বর্ণের সঙ্গে 'ন' হয়।
- যেমন: অন্ত, গ্রন্থ, অন্দর, বন্দি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions