Solution
Correct Answer: Option D
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য (্য) ফলা হয়।
- য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
- যেমন: অতি-উচ্চ (ই+উ = য্+উ) = অত্যুচ্চ, অগ্নি+উৎপাত = অগ্ন্যুৎপাত; অভি+উত্থান = অভ্যুত্থান।
- তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে, ই-কার কিংবা ঈ- কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়; দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
- যেমন: অতি+ইত (ই+ই = ঈ) = অতীত।