কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
A পরিভ্রমণ
B প্রভাব
C উদ্বেল
D ক + গ
Solution
Correct Answer: Option D
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ (প্রাদি সমাস ও অব্যয়ীভাব);
- বেলাকে অতিক্রান্ত = উদ্বেল (প্রাদি ও অব্যয়ীভাব);
- প্রকৃষ্ট ভাব = প্রভাব (প্রাদি সমাস);