পৃথিবীর কোন দেশে বাঘ নাই?

A ভারত

B শ্রীলংকা

C মায়ানমার

D থাইল্যান্ড

Solution

Correct Answer: Option B

- শ্রীলংকাতে বাঘ নাই। 

- বর্তমানে পৃথিবীতে মাত্র ১৩টি দেশে বাঘের অস্তিত্ব রয়েছে।
- এই দেশগুলোকে 'টাইগার রেঞ্জ কান্ট্রি' বলা হয়।

বাঘ সমৃদ্ধ দেশসমূহ:
- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভুটান, নেপাল ও রাশিয়া।

বাঘের উপ-প্রজাতি:
- বর্তমানে ৫টি উপ-প্রজাতির বাঘ টিকে আছে:
- বেঙ্গল টাইগার,
- সাইবেরিয়ান টাইগার,
- সুমাত্রান টাইগার,
- সাউথ চায়না টাইগার এবং ইন্দো-চায়না টাইগার। 

বিশ্ব বাঘ দিবস:
- ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions