Solution
Correct Answer: Option A
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববতী ব্যঞ্জনের সাথে যুক্ত হয় । যেমনঃ
- অ+ও = ঔ । বন+ওষধি = বনৌষধি,
- আ+ও = ঔ । মহা+ওষধি = মহৌষধি ।
- পরম + ঔষধি = পরমৌষধি
- মহা + ঔৎসুক্য= মহৌৎসুক্য