মানুষের কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়?
Solution
Correct Answer: Option A
- হেপাটাইটিস বলতে সাধারণত যকৃতের প্রদাহকে বুঝায়। ভাইরাস দ্বারা যকৃতের প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে।
- সাধারণত ৫ ধরনের হেপাটাইটিস ভাইরাস দ্বারা যকৃতে প্রদাহ হয়ে থাকে।
- এগুলো হচ্ছে হেপাটাইটিস ‘এ’ (HAV), 'বি' (HBV), 'সি' (HCV), ‘ডি' (HDV) ‘ই’ (HEV)।