এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ৯০ মিনিটে ৩ কি. মি. যায়। নদীতে স্রোতের বেগ ঘণ্টায় ২ কি. মি. হলে, স্রোতের অনুকূলে ফিরে আসতে ঐ ব্যক্তির কত সময় লাগবে?

A ৩০ মিনিট

B ২০ মিনিট

C ২৫ মিনিট

D ৪০ মিনিট

Solution

Correct Answer: Option A

স্রোতের প্রতিকূলে, 
৯০ মিনিটে যায় = ৩ কি.মি.
১ মিনিটে যায় = ৩/৯০ কি.মি.
৬০ মিনিটে যায় = (৩ × ৬০)/৯০ কি.মি.
                    = ২ কি.মি.

নৌকার বেগ - স্রোতের বেগ = ২ কি.মি.
নৌকার বেগ - ২ কি.মি. = ২ কি.মি.
নৌকার বেগ = (২ + ২) কি.মি.
নৌকার বেগ = ৪ কি.মি.

স্রোতের অনুকূলে বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ
                            = (৪ + ২) কি.মি.
                            = ৬ কি.মি.

স্রোতের অনুকূলে ৬ কি.মি. যেতে সময় লাগে ৬০ মিনিট
স্রোতের অনুকূলে ১ কি.মি. যেতে সময় লাগে ৬০/৬ মিনিট
স্রোতের অনুকূলে ৩ কি.মি. যেতে সময় লাগে (৬০ × ৩)/৬ মিনিট
                                                    = ৩০ মিনিট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions