৫ টাকায় তিনটি লেবু কিনে পাঁচটি ৯ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে?
Solution
Correct Answer: Option C
৩টি লেবুর ক্রয়মূল্য ৫ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ৫/৩ টাকা
আবার,
৫টি লেবুর বিক্রয়মূল্য ৯ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ৯/৫ টাকা
লাভ হয় = (৯/৫) - (৫/৩) টাকা
=(২৭ - ২৫)/১৫
= ২/১৫ টাকা
৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
১ টাকায় লাভ হয় (২/১৫) × (৩/৫) টাকা
১০০ টাকায় লাভ হয় {(২/১৫) × (৩/৫) × ১০০} টাকা
= ৮ টাকা