“Brevity is the soul of wit” — Who is the speaker of this line?
Solution
Correct Answer: Option B
- এই বিখ্যাত উক্তিটি শেক্সপিয়রের Hamlet নাটকের (Act 2, Scene 2)।
- হ্যামলেটের প্রেমিকা ওফেলিয়ার বাবা Polonius রাজা ক্লডিয়াস এবং রানি গারট্রুডকে হ্যামলেটের পাগলামির কারণ ব্যাখ্যা করার সময় এই কথাটি বলেন।
- এর অর্থ হলো— "সংক্ষিপ্ততাই বুদ্ধিমত্তার প্রাণ"।
- নাটকটিতে পোলোনিয়াস চরিত্রটি নিজে খুব বেশি কথা বলেন, তাই তার মুখে সংক্ষিপ্ততার গুণগান করাটা শেক্সপিয়রের একটি সূক্ষ্ম পরিহাস (Irony)।