নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি হলো --
A পরিবার
B রাষ্ট্র
C সমাজ
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
- নীতির সাথে সম্পর্ককেই নৈতিকতা বলে অভিহিত করার রীতি সমাজে প্রচলিত।
- ব্যক্তির সামাজিক দায় এই সামাজিক নৈতিকতার সারবস্তু।
- সমাজ থেকেই একজন ব্যক্তি নীতিবোধ এবং মূল্যবোধের শিক্ষা পেয়ে থাকে। নৈতিকতা ও ঔচিত্যবোধের বিকাশভূমি হলো সমাজ।