‘Moby Dick’ উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি?
Solution
Correct Answer: Option B
- 'Moby Dick' উপন্যাসের প্রধান চরিত্র হলেন ক্যাপ্টেন আহাব (Captain Ahab)।
- তিনি 'পিকোড' (Pequod) নামক তিমি শিকারী জাহাজের একনায়ক এবং (obsessed) ক্যাপ্টেন।
- উপন্যাসের মূল কাহিনী ক্যাপ্টেন আহাবের প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
- তিনি দানবীয় সাদা তিমি 'মবি ডিক'-কে হত্যা করতে চান, কারণ এই তিমিটিই তার এক পা কেড়ে নিয়েছিল।
- যদিও ইসমাইল (Ishmael) উপন্যাসের বর্ণনাকারী, কিন্তু কাহিনীর মূল চালিকাশক্তি এবং প্রোটাগনিস্ট হলেন ক্যাপ্টেন আহাব।
- উপন্যাসটি আমেরিকান লেখক হারমান মেলভিল ১৮৫১ সালে রচনা করেন।