Solution
Correct Answer: Option B
- নৈতিকতার উদ্ভব ও বিকাশ হয় মানুষের মনে। মানুষের মনেই নৈতিকতাবোধের বিকাশ ঘটে।
- নৈতিকতাবোধ হল এমন একটি ধারণা যা মানুষকে ভাল ও মন্দ, ঠিক ও বেঠিক, ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শেখায়।
নৈতিকতার উদ্ভব ও বিকাশের ক্ষেত্রে বিভিন্ন কারণ জড়িত। এর মধ্যে উল্লেখযোগ্য হল:
-প্রকৃতি
-সংস্কৃতি।
-ধর্ম।