The number of applicants ... compared to last year.
Solution
Correct Answer: Option B
- 'The number of' শব্দগুচ্ছটি কোন বাক্যের শুরুতে থাকলে এরপর Noun টি Plural হলেও Verb টি Singular হয়।
- এখানে 'applicants' শব্দটি Plural হলেও 'The number of' এর কারণে Subjet টি Singular হিসেবে গণ্য হবে।
- তাই প্রদত্ত বাক্যে 'have' এর পরিবর্তে 'has' বসবে।
- অপশনগুলোর মধ্যে 'raise' হলো Transitive Verb যার পরে অবজেক্ট লাগে, কিন্তু এই বাক্যে কোনো অবজেক্ট নেই।
- অন্যদিকে 'rise' হলো Intransitive Verb যার পরে অবজেক্ট লাগে না, বরং নিজে নিজে বৃদ্ধি পাওয়া বোঝায়।
- তাই সব নিয়ম মেনে সঠিক উত্তর হবে 'has risen'.