Bangladesh Krishi Bank 2015 (Officer) (78 টি প্রশ্ন )

 

S = n*(1 + 49)/2 = 49*(1+49)/2 = 49*50/2 = 1225

 


 

টায়ালিন  

 

 

বর্গের বাহু = ২

বর্গের কর্ণ = √2 * বাহু = √2 * 2 = 2√2

অর্থাৎ, বৃত্তের ব্যাস = 2√2

ব্যাসার্ধ = √2

বৃত্তের ক্ষেত্রফল = π*(√2)2 = 2π

 

 

১৬ জন করতে পারে ২৭ দিনে

১ জন করতে পারে ২৭*১৬ দিনে

১২ জন করতে পারে ২৭*১৬/১২ দিনে = ৩৬ দিনে

দিন বেশি লাগবে = ৩৬ - ২৭ = ৯ দিন

এখন,

প্রথমের, ২৭ দিনে বেশি লাগে ৯ দিন

১ দিনে বেশি লাগবে ৯/২৭ দিন

১০০ দিনে বেশি লাগবে ৯*১০০/২৭ দিন = ৩৩.৩৪%

 

 

ধরি, সবথেকে ছোট সংখ্যাটি x

তাহলে অপর সংখ্যা দুটি (x+2) এবং (x+4)

প্রশ্নমতে,  (x+4)*3 - 40 = x
⇒ 3x + 12 -40 = x
⇒ 2x = 40 - 12
⇒ x = 28/2 = 14
⇒ x = 14
∴ বৃহত্তম সংখ্যাটি, x + 4 = 14 + 4 = 18  
 
 

প্রদত্ত দৈর্ঘ্যত্রয় দ্বারা ত্রিভুজ অংকন করা সম্ভব নয় ।

 

 

বিক্রয় মুল্য ১০০ টাকা হলে, লিখিত মুল্য ১৩০ টাকা

১০% ছাড়ে,

১০০ টাকায় ছাড় ১০ টাকা

১ টাকায় ছাড় ১০/১০০ টাকা

১৩০ টাকায় ছাড় ১০*১৩০/১০০ টাকা = ১৩ টাকা

ছাড়ের পর বিক্রয় মুল্য = ১৩০ - ১৩ টাকা = ১১৭ টাকা

 

পূর্বের শতকরা মুল্যের ক্ষেত্রে লাভ = ১১৭ -১০০ =১৭%

 

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

১ বার বেশি ঘুরবে ২০ মি. গেলে

২০০ বার বেশিঘুরবে ২০*২০০ মি. = ৪০০০ মি. বা ৪ কি.মি গেলে

 

 

তিনটি মেশিনের মধ্যে দুইটি দ্রুততম মেশিন হল যে দুইটি ৪ এবং ৫ ঘণ্টায় পুরো কাজ করতে পারে।

সুতরাং, ১ ঘণ্টায় এই দুই মেশিন কাজ করতে পারবে = ১/৪ + ১/৫ = (৫+৪)/২০ = ৯/২০ অংশ

 

 

1.2/2000 = 0.0006 km = 0.0006 * 1000 m = 0.6 m = 0.6*100 cm = 60 cm

 

 

2000 + 2000*3/2 + (2000*3/2)*6/5

= 2000 + 3000 + 3000*6/5

= 2000 + 3000 + 3600

= 8600

 

 

পুর্নবর্গ হতে হলে P কে হতে হবে = √4 x √9 x 2 = 2 x 3 x 2 = 12

 

দুই যুগ ধরে অর্থাৎ ১৯৬৫ সাল পর্যন্ত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিলো ১১টি। ৫টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী। ১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর গৃহিত জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/1991(XVIII) রেজ্যুলেশনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ৬টি থেকে ১০টিতে উন্নীত করা হয়। এটি কার্যকর হয় ১৯৬৫ সালের ৩১ আগস্ট।

 

ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তাঁর পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে। উল্লেখ, প্রাচীন ভারতবর্ষের ব্রজভূমি (অধুনা উত্তর প্রদেশ) অঞ্চলে ব্রজভাষা নামের একটি ভাষা রয়েছে। ধারণা করা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত সে ভাষায়ই কথা বলত

 

Meditative -ধ্যানশীল
Tepid-অল্প
Categorical -নিঃশর্ত
Confusing-বিভ্রান্তিকর
বাক্যটির প্রথম অংশ অনেক গুরুত্বপূর্ণ ।সেখানে বলা হয়েছে সংবাদটির জন্য বাক্যটির  ব্যক্তিটি অনেক দিন অপেক্ষা করেছে ।কিন্তু অনেক দিন অপেক্ষা করার Link করে শুরুতেই বলা হয়েছে Considering.এই
Considering শব্দটি দ্বারা বুঝা যায় অনেক দিন অপেক্ষা করলে একজন ব্যক্তির যে অনেক উৎফুল্ল বা উৎসাহব্যঞ্জক প্রতিক্রিয়া হওয়ার কথা ,তার উল্টা প্রতিক্রিয়া হবে ।তাই উত্তর হবে কম উৎসাহব্যঞ্জক বা Tepid .
বাক্যের অর্থঃযতক্ষণ ধরে খবরটির জন্য অপেক্ষা করছো,সে হিসেবে তোমার প্রতিক্রিয়া ছিল খুব অল্প ।



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন










ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0