Solution
Correct Answer: Option C
- 'By dint of' একটি phrase, যার অর্থ 'কোনো কিছুর বদৌলতে' বা 'সাহায্যে'।
- এটি কোনো কাজ সম্পাদনের উপায় বা মাধ্যমকে (means) নির্দেশ করে।
- যেমন - "He succeeded by dint of hard work" অর্থাৎ "সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে"।
- তাই, এর সঠিক অর্থ হলো 'By means of' বা 'উপায় দ্বারা'।