নৈতিকতা (Morality) শব্দের উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?
Solution
Correct Answer: Option A
Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
-দৈনন্দিন কাজকর্ম ও সামাজিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য মানুষ যে সকল নীতি, আদর্শ এবং সামাজিক, ধর্মীয় ও আইনগত অনুশাসন মেনে চলে তার সমষ্টিকে নৈতিকতা বলে।