জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে-

A নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা

B সরকারি আমলাদের জন্য কৌশলপত্র

C নিরাপত্তা বাহিনীর আচার আচরণ বিধিমালা

D দুর্নীতি দমনে কৌশলপত্র

Solution

Correct Answer: Option A

-শুদ্ধাচার বলতে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা বোঝায়। 
-শুদ্ধাচার হল এমন একটি গুণ যা একটি ব্যক্তিকে সঠিক ও নৈতিক আচরণ করতে উৎসাহিত করে। শুদ্ধাচারী ব্যক্তিরা সর্বদা সৎ, নিষ্ঠাবান ও ন্যায়পরায়ণ। 
 
শুদ্ধাচারের কিছু উদাহরণ হল: 
-সত্য কথা বলা 
-প্রতিশ্রুতি রক্ষা করা 
-অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া 
-ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions