'সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র ; উক্তিটি কার ?

A এরিস্টটল

B বার্জেস

C লাস্কি

D মেকাইভার

Solution

Correct Answer: Option C

অধ্যাপক লাস্কি বলেছেন, “সরকার হলাে রাষ্ট্রের মুখপাত্র। সরকার হলাে একটি যন্ত্রবিশেষ। যার মাধ্যমে রাষ্ট্র তার কার্যাবলি সুসম্পন্ন করে
থাকে।”
অধ্যাপক লাস্কির উক্তিগুলোঃ
  - সাম্য হল এরূপ সুযোগ-সুবিধার ব্যবস্থা যাতে কোন ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের ব্যক্তিগত সুবিধার বেদীমূলে বিসর্জন দিতে না হয়।
  - প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions