Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
The train was---from leaving because of a signal failure.

A forbidden

B detained

C cancelled

D prevented

Solution

Correct Answer: Option D

forbidden=নিষিদ্ধ, detained=আটক,cancelled=বাতিল হয়েছিল,prevented=বাঁধা দেয়া হয়েছিল।সবগুলো একই অর্থ বহন করলেও বাক্যের অর্থসংগতি রক্ষার্থে prevented হবে।সবগুলো অপশনের অর্থ কাছাকাছি হলেও খেয়াল রাখতে হবে কোন শব্দ বসালে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ পায়।
বাক্যটি simple past tense এর passive voice এ আছে।past tense=sub+verb এর past form +object.past tense কে passive করার নিয়ম-object হয়ে যাবে subject+was/were+verb এর past participle form+by+sub হয়ে যাবে obj.কোন কোন ক্ষেত্রে passive voice করার সময় object উহ্য থাকে।
sentence টির active form=The stationmaster prevented the train from leaving because of singnal failure.Passive form এ object টি উহ্য আছে।
prevented বসালে অর্থ হয়-"সিগন্যাল ব্যর্থতার কারণে ট্রেনটিকে ছেড়ে যাওয়া থেকে বাধা দেওয়া হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions