Solution
Correct Answer: Option C
মীর আবদুস শুকুর আল মাহমুদ (১১ জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯) যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার উল্লেখযোগ্য রচনাবলী গুলো হলো-লোক লোকান্তর,কালের কলস,সোনালি কাবিন,মায়াবী পর্দা দুলে উঠো,কাবিলের বোন (উপন্যাস),পানকৌড়ির রক্ত (গল্পগ্রন্থ) ।