United Commercial Bank Ltd. - Probationary Officer - 2016 (65 টি প্রশ্ন )

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, নিচের কোন বক্তব্যটি সত্য হতে পারে না ? 

অপশন a) তে বলা হচ্ছে যে, Taraq কিংবা Galib কেউ-ই অন্য কারো সাথে গাড়ি Share করে না । 

এখানে Taraq ও Galib প্রত্যেকেই যদি একটি করে গাড়িতে উঠে এবং অন্য করো সাথে Share না করে 

তবে Pavel ও Jamil এর জন্য Luna'র পাশে মাত্র একটি সীট থাকে । তাই Taraq ও Galib প্রত্যেকেই Share 

না করে যদি একজন ব্যক্তি একটি গাড়িতে চড়ে তবে অন্যদের জন্য গাড়ির সংকুলান হবে না । তাই এটি সম্ভব নয় । 

পাঠক, আমরা প্রথমেই উত্তর পেয়ে গেলাম । তাই অন্য অপশনগুলো দিয়ে আর চেষ্ঠা না করলাম । সঠিক উত্তর a). 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Pavel যদি 2 নং গাড়িতে বসে তবে নিচের কোনটি সত্য হবে ? 

Galib কে 3 নং গাড়িতে রাখলে Mark কে 5 নং গাড়িতে রাখা যায় । ফলে শর্তানুযায়ী 4 নং 

গাড়ি খালি থাকবে, ফলে অপশন c) বাদ যাবে । 4 নং শর্ত অনুযায়ী অপশন a) সঠিক এবং 

Taraq 1 নং গাড়িতেই চড়বে বলে অপশন b) ও সঠিক । অতএব উত্তর হবে অপশন d). 


Passage :

An amusement park roller coaster includes five cars, numbered 1 through 5 from front to back. Each car accommodates up to two riders, seated side by side. Six people - Tareq, Galib, Luna, Mark, Parvel and Jamil - are riding the coaster at the same time. 

1) Luna is sharing a car. 

2) Mark is not sharing a car and is seated immediately behind an empty car. 

3) Tareq is not sharing a car with either Galib or Pavel. 

4) Galib is riding in either the third or fourth car. 

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Galib যদি Luna'র গাড়ির পেছনের গাড়িতে এবং Tareq এর গাড়ির সামনের গাড়িতে বসে তবে নিচের কোনটি অবশ্যই 

সত্য নাও হতে পারে ? 

Luna কে 3 নং গাড়ি এবং Taraq কে 5 নং গাড়িতে রেখে Galib কে 4 নং গাড়িতে বসাতে শর্তগত কোনো সমস্যা নেই । তাই উত্তর a) হতে পারে । 

ঠিক একই কারণে c) ও d) অপশন দুটিও সঠিক । 

কিন্তু Pavel কে 3 নং গাড়িতে না রেখে 4 নং গাড়িতে Galib এর সাথেও চড়তে পারে তাই এটি Must be true নয়, বরং May be true. তাই সঠিক 

উত্তর b). 


Solution: 

 প্রশ্ন হচ্ছে, নিচের কোন Group টি দ্বিতীয় গাড়িতে উঠতে পারবে ? 

 1) নং 

শর্তানুসারে 

 a) বাদ 

 3) নং 

শর্তানুসারে 

  b) বাদ 

 2) নং 

 শর্তানুসারে 

  c) বাদ 

  সঠিক 

 উত্তর 

  d). 


Solution: 

 প্রশ্নটিতে বলা হয়েছে যে, Rehan must be a cricketer; আর এর পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে যে, I saw 

him with a cricket bat. আপনাকে উত্তর অপশনের কোন তথ্যটি সত্য হলে প্রশ্নের Conclusion অর্থাৎ Rehan must 

be a cricketer সত্যি হবে তা বের করতে হবে । 

যেহেতু, একজনের কাছে Cricket Bat আছে বলেই সে একজন Cricketer এই সিদ্ধান্তে আসা হচ্ছে তাই ঐ বক্তব্যটি তখনই 

সত্যি হবে যখন Cricketer ছাড়া অন্য কারও কাছেই Cricket Bat থাকবে না । অর্থাৎ শুধুমাত্র Cricketer দের কাছেই Cricket Bat 

থাকবে । আর এটাই কাছে অপশন d) এর Only cricketers hold cricket bats তে । 


Solution: 

অনুবাদঃ দুটি বাদে সবগুলোই গোলাপ, দুটি বাদে সবগুলোই টিউলিপ এবং দুটি বাদে সবগুলোই ডেইজি ফুল 

হলে ঐখানে মোট কয়টি ফুল রয়েছে ? 

  দুটি বাদে 

 সবগুলো Rose  

  দুটি বাদে 

 সবগুলো Tulip  

  দুটি বাদে 

  সবগুলো 

   Daisy 

 উপরের তিনটি তথ্যকে একসাথে করলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মোট ফুল তিনটি এবং প্রতি প্রকারের 

ফুল রয়েছে 1 টি করে । আর সেগুলো হলো Rose, Tulip এবং Daisy. 


Solution: 

 প্রশ্নে বলা হয়েছে, একটি ঝুড়িতে চারটি বল আছে; বলগুলো White, red, black এবং Green এই ভিন্ন চার রঙ্গয়ের । 

এই বলগুলোকে Rajib, Litu, Simu এবং Rida এই চারজনের মধ্যে প্রশ্নে প্রদত্ত শর্তানুসারে ভাগ করে দিলে অপশনের কোনটি 

অবশ্যই সত্য হবে ? 

প্রশ্নের শর্তগুলোকে প্রথমে নিচের মতো করে সাজাইঃ 

Rajib অবশ্যই White বল পাবে, 

অর্থাৎ Rajib -> White. 

বাকি থাকলো Red, Black এবং Green. 

আর Simu যেহেতু Black বা Green বল এর কোনটাই পাবে না, 

তাই Simu পাবে Red বল । এখন বাকি থাকলো Black এবং Green. আর Statement অনুযায়ী Rida পাবে Green. 

বাকি থাকল Black বল, যা অবশ্যই Litu পাবে । সুতরাং দেখা যাচ্ছে যে উত্তর অপশনের সবগুলোই সত্য । 


Solution: 

 অনুবাদঃ A একটি পার্টিতে আসলে B আসবে না । A ও D উভয়েই উপস্থিত থাকলে কেবল C উপস্থিত থাকে । B ও D উভয়েই 

উপস্থিত থাকলে কেবল E উপস্থিত থাকবে । অন্য তিনজন উপস্থিত থাকলে F উপস্থিত থাকবে । ঐ 6 জনের মধ্যে একটি Program 

এ তুমি সর্বোচ্চ কয়জনকে এক সাথে পাওয়ার আশা করে ? 

প্রথমে আসুন প্রশ্নে প্রদও কয়জনকে নিচের মতো করে সাজাইঃ 

 1. A উপস্থিত হলে B উপস্থিত হবে না, অর্থাৎ 

   A B   

2. C যাবে তখনই, যদি A ও D উভয়েই Attend করে, অর্থাৎ 

 C -> A + D 

3. E যাবে তখনই, যদি B ও D উভয়েই Attend করে, অর্থাৎ 

 E -> B + D 

 4. F যাবে তখনই, যদি অন্য যেকোনো তিনজন Attend করে অর্থাৎ 

 F -> Another three   

অর্থাৎ ADC ও হতে পারে অথবা BDE ও হতে পারে অর্থাৎ 

 F -> ADC  

 বা 

 F -> BDE 

যেহেতু , প্রথম শর্তমতে বিরোধী অবস্থান শুধুমাত্র A ও B এর ক্ষেত্রে; তাই A গেলে যাবে 

ACDF আর B গেলে যাবে BDEF. অর্থাৎ A বা B এর মধ্যে যেই যাক না কেন সর্বোচ্চ যাবে 4 জন ।  

 


Solution: 

 অনুবাদঃ Anis Babu এর চাইতে ছোট কিন্তু ক্যামেলিয়ার চাইতে বড় । Doli Anis এর চাইতে ছোট 

কিন্তু Cemelia এর চাইতে বড় । Emon Babu এর চাইতে ছোট কিন্তু Anis এর চাইতে বড় । প্রশ্ন হলো, 

উচ্চতার দিক দিয়ে কে মাঝামাঝি অবস্থানে আছে ? 

 

ধরি, Anis = A; Babu = B; Cemelia = C; Doli = D & Emon = E 

  Anis is shorter than Babu, but taller than Cemelia => B > A > C 

 Doli is Shorter than Anis but taller than Camelia => A > D > C 

 Emon is shorter than Babu but taller than Anis => B > E > A 

 উচ্চতার ক্রমে সাজিয়ে পাই B > E > A > D > C 

 মধ্যবর্তী (Middle) স্থানে আছে আনিস (Anis). 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 অনুবাদঃ জুয়া খেলা নিয়ে প্রশ্নটি করা হয়েছে । তাই আসুন আগে আমরা প্রশ্নটি বুঝি । Topu ও Niloy প্রতি 

Game এর জন্য 50 টাকা করে বাজি ধরে তাস খেলছে । Topu 36 টি খেলায় জিতেছে এবং Niloy সকল Game 

খেলে Net 1,250 টাকা লাভ করেছে । যদি কোনো Game ties না হয়, তবে তারা মোট কয়টি Game খেলেছে ? 

যেহেতু, কোনো Game ই Ties বা ড্র হয়নি, তাই Topu প্রথমে 36 টিতে জয়ী হলে Niloy ঐ 36 টি Game হেরেছে । 

এখন Niloy নিট 1,250 টাকা পায় বলে সে প্রথমে হারা 36 টি Game এ পরবর্তীতে জিতেছে । 

মোট Game সংখ্যা = Topu'র প্রথমে জয়ী 36টি Game + পরবর্তীতে Niloy'র জয়ী 36 টি Game = 72 টি । 

এখন ধরুন এই 72 টি Game হওয়ার পর তাদের কারো হাতে আসলে কোনো টাকা নেই । এরপর Niloy নিট 1,250 

টাকা পায় বলে প্রতি Game এ 50 টাকা হলে 1,250 টাকা পেতে Niloy কে জিততে হবে = 1250/50 = 25 টি Game. 

     মোট Game সংখ্যা হবে = 72 + 25 = 97 টি । 


Solution: 

অনুবাদঃ X এবং Y এই দুইজন মিলে একটি কাজ করবে । X একা কাজটি 1/3 অংশ করে Y কে কাজের 

বাকি অংশ করার জন্য বললো । Y বাকি কাজের অর্ধেক করে Z কে ভাড়া করলো । এরপর বাকি কাজ দুইজনে 

সমান সমান করবে বলে চুক্তি করলো । তাহলে নিচের কোনটি সঠিক হবে ? 

  X একাকী 1/3 অংশ করার পর বাকী কাজ = \(1 - \frac{1}{3}\) 

                                                      = \(\frac{2}{3}\) অংশ 

 যেহেতু Y করে অবশিষ্টাংশের অর্ধেক, 

  তাই Y একাকী করে = \(\frac{2}{3} \times \frac{1}{2} = \frac{1}{3}\) অংশ; 

  কাজ বাকী থাকে = \(\frac{2}{3} - \frac{1}{3} = \frac{1}{3}\) অংশ, 

  যেটুকু Y এবং Z সমানভাবে করে শেষ করে । 

 অর্থাৎ 1/3 অংশ কাজের মধ্যে Y এবং Z প্রত্যেকে করে = \(\frac{1}{3} \times \frac{1}{2} = \frac{1}{6}\) অংশ; 

  তাহলে X করে 1/3 অংশ; Y মোট করে \(\frac{1}{3} + \frac{1}{6} = \frac{1}{2}\) অংশ এবং Z করে 1/6 অংশ । 

  Y এর 1/2 অংশ কাজ যা X এবং Z এর একত্রিত কাজের সমান যা অপশন b) তে আছে ঃ Y did as much as X and Y did 

  Individually. 


Solution: 

 অনুবাদঃ Rehana Jamila এর চেয়ে এক বছরের বড় কিন্তু Faria এর চেয়ে দুই বছরের ছোট । 

Amina Jamila এর চেয়ে এক বছরের বড় । প্রশ্ন হলো, নিচের কোন বক্তব্যটি সঠিক ? 

 Rehana, Jamila'র চেয়ে 1 বছরের Senior, অর্থাৎ 

 Rehana = Jamila + 1 ........................(1) 

 Rehana, Faria'র চেয়ে 2 বছরের Junior, অর্থাৎ 

 Faria = Rehana + 2 ........................(2) 

Amina, Jamila'র চেয়ে 1 বছরের Senior, অর্থাৎ

Amina = Jamila + 1 .......................(3) 

তাহলে, 1. ও 3. নং অনুসারে Rehana = Amina 

 এবং (Rehana = Amina) > Jamila .......... (4) 

 আর 2. ও 4. নং অনুসারে Faria > (Rehana = 

 Amina) > Jamila ................................ (5) 

 5) শর্তানুযায়ী দেখা যায় যে, Faria সবচেয়ে বড় এবং 

 Jamila সবচেয়ে ছোট । 


Solution: 

 অনুবাদঃ Laura আপেল পছন্দ করে কিন্তু কলা পছন্দ করে না । অন্যদিকে John আম ও কলা পছন্দ করে । 

Kim আম পছন্দ করে কিন্তু আপেল পছন্দ করে না । Jim কলা পছন্দ করে কিন্তু আম পছন্দ করে না । যদি 

প্রত্যেকেই ঐ তিনটি ফলের যেকোনো দুটি পছন্দ করে তবে John এর পছন্দের সাথে কার পছন্দের মিল রয়েছে ? 

     Laura   John      Kim       Jim 
 Apple     \(\sqrt {} \)    \( \times \)   
 Banana    \( \times \)   \(\sqrt {} \)     \(\sqrt {} \) 
 Mango     \(\sqrt {} \)   \(\sqrt {} \)   \( \times \) 

Solution: 

 

 1st 

 সংখ্যা  

 2nd  

 সংখ্যা 

 3rd  

 সংখ্যা 

 4th  

 সংখ্যা 

 পরের 

সংখ্যাটি 

আগের 

সংখ্যাটির 

 অঙ্কের

 যোগফল  

 88 এর

 পরের 

 সংখ্যা  

 23 

 5 = 2

 + 3  

 48 

 12 = 

 4 + 8  

 8 + 8 

  = 16 


Solution: 

 অনুবাদঃ একটি বালক সিনেমা হলে গিয়ে তার এক আত্নীয়ের সাথে দেখা হলো । লোকটি তার মায়ের বোনের স্বামী । 

ছেলেটির সাথে লোকটির কি সম্পর্ক রয়েছে ? 

 Husband of the sister of his mother দ্বারা ছেলেটির মায়ের বোনের স্বামী অর্থাৎ ছেলেটির খালুকে নির্দেশ করা হচ্ছে 

বলে লোকটি হবে ছেলেটির Uncle. 


Passage :

The Sani are an indigenous people living in the northern parts of Norway, Sweden, Finland, and Russia's Kola Peninsula. Originally, the Sami religion was animistic; that is, for them, nature and natural objects had a conscious life, a spirit. Therefore, one was expected to move quietly in the wilderness and avoid making a disturbance out of courtesy to these spirits. Ghengis Khan is said to have declared that the Sami were one people he would never try to fight again. Because the Sami were not warriors and did not believe in war, they simply disappeared in times of conflict. They were known as "peaceful retreaters."  

Solution: 

 পুরো Passage টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে বোঝা যায় যে, লেখক এখানে Sami People দের 

বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য ও মূল্যবোধ নিয়ে আলোচনা করেছেন । তাই Passage টির Title হতে পারে 

অপশন d) এর Characteristics and principles of the Sami people. 


Solution: 

 Sami people'রা Conflict এর সময় Disappear কি কারণে হয় তা বুঝতে হলে Passage টির শেষ বাক্যটি পড়তে হবে ।

সেখানে আছে Because the Sami were not warriors and did not believe in war, they simply disappeared 

in times of conflict. যা দ্বারা বোঝা যায় যে, Sami people'রা যুদ্ধ-বিগ্রহে বিশ্বাস করত না । অর্থাৎ যুদ্ধ-বিগ্রহ ছিল তাদের 

নীতিবিরুদ্ধ । আর এটিই অপশন d) এর Fighting was against their principle তে বলা আছে । 


Solution: 

 Passage টিতে লেখক Courtesy শব্দ দ্বারা কি বুঝিয়েছেন তা বুঝতে হলে Passage এর তৃতীয় বাক্যটি পড়তে হবে । 

সেখানে আছে Therefore, one was expected to move quietly in the wilderness and avoid making a disturbance 

out of courtesy to these spirits. আর এখানে Courtesy শব্দ দ্বারা বোঝানো হয়েছে শিষ্টাচার; সৌজন্য বা সম্মান দেখানো কে । 

আর এর সমার্থক ইংরেজি প্রতিশব্দ হলো Respect যা অপশন c) তে আছে । 


Solution: 

 Passage টিতে লেখক Animistic শব্দ দ্বারা কি বুঝিয়েছেন তা বুঝতে হলে Passage এর দ্বিতীয় 

বাক্যটি পড়তে হবে । সেখানে আছে Originally, the Sami religion was animistic; that is, for them,

nature and natural objects had a conscious life, a spirit. দেখুন Animistic এর পরে লেখক that is 

দ্বারা শব্দটি দিয়ে তিনি কি বুঝিয়েছেন তার ব্যাখ্যা দিয়েছেন এভাবেঃ Nature and natural objects had a conscious 

life, a spirit অর্থাৎ প্রকৃতি এবং প্রাকৃতিক বস্তুগুলোর একটি সচেতন জীবন বা আত্মা রয়েছে । আর এটি Sami People 

দের একটি ধর্মীয় বিশ্বাসকে প্রকাশ করছে বলে উত্তর হবে অপশন b) এর The belief that animals and plants have souls. 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Admire - মুগ্ধদৃষ্টিতে তাকানো; শ্রদ্ধাবোধ করা । Intimidate - ভীতিপ্রর্দশন করা; ত্রাসিত করা । 

Contemptuous - ঘৃণা বা অবজ্ঞা করে এমন; ধৃষ্ট । Patronize - পৃষ্ঠপোষকতা করা; উৎসাহ প্রদান করা 

Passage টিতে লেখক Sami People দের জীবন দর্শনের বেশ কিছু ভালো দিক তুলে ধরেছেন । যেমনঃ Sami 

People'রা জাতি হিসেবে শান্তিপ্রিয় । তারা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং যুদ্ধের ঘোর বিরোধী । তাই Sami People 

দের প্রতি লেখকের বিবৃতি হবে প্রশংসাসূচক অর্থাৎ Admiring যা আছে অপশন a) তে । এক্ষেত্রে অপশন b) এর 

Intimidating এবং অপশন c) এর Contemptuous শব্দ দুটি নেতিবাচক অর্থ প্রকাশ করছে বলে বাদ । আর এখানে 

Sami People দের কোন কিছুকে পৃষ্ঠপোষকতা করছেন না বলে অপশন d) এর Patronizing হবে না । 


Solution: 

 Interest - আগ্রহ । obsession - আবিষ্টতা । Weep - ক্রন্দন করা; কান্না । Sadness - বিষাদ; বিষণ্নতা । 

Dream - স্বপ্ন । Fantasy - অলীক কল্পনা অতিরিক্ত Interest হলো Obsession. আর অতিরিক্ত Dream হলো 

 Fantasy. 


Solution: 

 Phobic - তীব্র অপছন্দ বা ভীতি প্রদর্শন করে এমন । Fearful - ভীতিকর; ভয়ানক; শঙ্কিত  । Finicky - আহার; পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে । 

Fussy - অস্থির; খুঁতখুঁতে । Cautious - সতর্ক । Emotion - আবেগ; অনুভূতি । Envious - হিংসুক; পরশ্রীকাতর । Ridicule - ব্যঙ্গ-বিদ্রুপ । 

Phobic ও Fearful সমার্থক শব্দ । আর Finicky ও Fussy সমার্থক শব্দ । 


Solution: 

 Trot - মাঝামাঝি গতিতে চলা । Drizzle - হালকাভাবে বৃষ্টি । Jog - ব্যায়ামের জন্য আস্তে আস্তে দৌড়ানো । Race - প্রতিযোগিতা । 

 Run এর গতি বাড়লে Jog হয় । আর Drizzle এর গতি বাড়লে Rain হয় । 


Solution: 

 Frame - কাঠামো । Fence - বেড়া । Backyard - বাড়ির পিছন দিকের উঠান । Refrigerator - 

হিমায়নতন্ত্র । Shelf - তাক । Hammer - হাতুড়ি । picture এর চারিদিকে Frame থাকে । আর 

 Backyard এর চারদিকে Fence থাকে । 


Solution: 

 Relinquish - ত্যাগ করা । Defend - আত্মরক্ষা করা । Delay - বিলম্ব করা । Yield - ত্যাগ করা । 

বাক্যের অর্থঃ পেছনে গিয়ে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য লাইনে আমার জায়গা ছেড়ে দিলাম । 


Solution: 

 Jostle - কুনই দিয়ে ধাক্কা দেয়া । Mug - ছিনতাই করা । Bump - কোন কিছুর সাথে ধাক্কা খাওয়া । 

 Assail - প্রচণ্ড শক্তিতে আক্রমণ করা । 

বাক্যের অর্থঃ চোরটি ভিড়ের মধ্যে আমাকে ধাক্কা দিল এবং এভাবে আমার পকেট মারতে সক্ষম হলো । 


Solution: 

 Apathetic - উদাসীন; আগ্রহহীন । Verdict - রায় । 

 Enrage - রাগানো; ক্রুদ্ধ করা । Indifferent - উদাসীন । 

Suspicious - সন্দেহজনক । Sadden - বিষণ্ন করা  । 

 বাক্যের অর্থঃ সাধারণ লোকদের বিচারটির ব্যাপারে কোনো আগ্রহ ছিল না এবং 

 রায়টির ব্যাপারে তারা উদাসীন ছিল । 


Solution: 

 বাক্যটির দাগ দেয়া অংশটি সঠিক বলে উত্তর হবে অপশন a). 

বাক্যের অর্থঃ ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র হওয়ার কারণে সে এই খারাপ 

রেজাল্ট দ্বারা তার শিক্ষকগণকে হতাশ করলো এই সময়ে । 


Solution: 

 বাক্যেটির প্রথম অংশ Had দ্বারা শুরু হয়েছে । তাই পরের অংশে Would have থাকবে । একারণে অপশন a) 

 এবং d) বাদ । অপশন c) বাদ কারণ Have এর পরে অতিরিক্ত একটি Had এসেছে এবং এর পরে Verb হিসেবে আছে 

Allowed; তাই সঠিক উত্তর হবে অপশন b). 

 বাক্যের অর্থঃ আমি যদি তার সত্যিকারের মনোভাব জানতাম, তবে আমি তাকে এখানে আসার অনুমতি দিতাম না । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 বাক্যটিতে Who এর আগে বসা Few students হলো Plural; তাই এর সাথে মিল রেখে 

 Auxiliary verb হিসেবে Have বসবে যা শুধুমাত্র অপশন c) তে আছে । 

বাক্যের অর্থঃ Mary অল্প কয়েকজন ছাত্রছাত্রীদের মাঝে একজন যারা কলেজের জন্যে সত্যিকারের 

সম্মান নিয়ে এসেছে । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0