Mutual Trust Bank Ltd. - Management Trainee - 2017 (49 টি প্রশ্ন )

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, কোন Company তে লোক নিয়োগের ক্ষেত্রে Interview একটি গুরুত্বপূর্ণ ধাপ । কেননা এটাতে

চাকরীর জন্য প্রয়োজনীয় ব্যক্তিত্ব না থাকলে তাকে বাদ দেয়া হয় । উপরের এই বক্তব্যটি নিচের কোন Assumption বা 

ধারণার সাথে যায় ? 

অপশন a) তে বলা হচ্ছে যে, লোকবল নিয়োগের ক্ষেত্রে Interview থাকলে সেটা একটা সফল Hiring program 

হবে । এটা ঠিক নয় কারণ Interview থাকলেই কেবল Hiring program  সফল হয় না, যোগ্য লোকবল নিয়োগের ব্যবস্থাও 

থাকতে হবে । তাই এটা বাদ । 

অপশন b) তে বলা হচ্ছে যে, চাকরীর বৃত্তান্তর চেয়ে Successful hiring program বেশি Interview. এটা ঠিক নয়, 

কারণ এখানে Job description এর চেয়ে Interview কে বেশি Focus করা হয়েছে । 

অপশন c) তে বলা হচ্ছে যে, যাদের Personality ঐ চাকরীর সাথে যায় না শুধু তাদেরকেই বাছাই করে । হ্যাঁ এটা 

সঠিক উত্তর হতে পারে । কেননা শুধু অযোগ্যদের বাছাই করাই Interviewer দের কাজ যার মাধ্যমে ভালোগুলো

Automatically বাছাই করা হয়ে যাবে । 

অপশন d) তে বলা হচ্ছে যে, চাকরী প্রত্যাশীদের যোগ্যতা ঐ প্রাসঙ্গিক চাকুরীর সাথে যায় কিনা তা যাচাই করাই 

Interviewer দের উদ্দেশ্য ।এটাই একমাত্র উদ্দেশ্য হবে না । তাই এটাও বাদ । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, Raw wool এর পাইকারী দাম না কমলেও গত বছর Raw cotton এর পাইকারী দাম অনেক কমেছে । তাই যদিও Cotton

দিয়ে তৈরী পোশাকের Retail বা খুচরামূল্য এখনও কমেনি, তবে নিশ্চিতভাবে এটা কমে যাবে । 

এখন প্রশ্ন হলো নিচের কোন কথাটি সত্য হলে তা উপরের বক্তব্যকে দুর্বল করে । 

a) তে আছে, গত বছর Raw cotton এ Processing খরচ বাড়ার জন্য Raw cotton এর দাম কমলেও মোট খরচ পূর্বের মতো বা আরো বেড়ে যাবে । 

এজন্য খুচরা কাপড়ের দাম নাও কমতে পারে । হ্যাঁ এটি উপরের বক্তব্যের বিরুদ্ধে যায়, তাই এটি উত্তর হতে পারে । 

b) তে আছে, Raw wool এর পাইকারী মূল্য Raw cotton এর পাইকারী মূল্যের চেয়ে বেশি । এটি বক্তব্যের সাথে Consistent . তাই এটি উত্তর হবে না । 

c) তে আছে, খুচরা দোকনগুলোর গড় খরচ বছরব্যাপী স্থির ছিল । এটিও হবে না । কারণ এটি প্রাসঙ্গিক নয় । 

d) তে আছে, পাইকারি মূল্যের চেয়ে খুচরা মূল্য কম ছিল । এটিও উত্তর হতে পারে না । কারণ প্রশ্নে ফলাফল হিসেবে 

এটা বলা হয়েছে । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, কৃষি জমিতে নিয়মিত ব্যাপক পরিমাণ কীটনাশক ব্যবহারের দুটি মন্দ দিক রয়েছে। প্রথমত, এই কীটনাশক প্রকৃতির জন্য বা ফসলের জন্য উপকারী 

কীটপতঙ্গগুলোকে ধ্বংস করে । দ্বিতীয়ত, এটি অজ্ঞাতসারেই কীটপতঙ্গ বিনাশী প্রতিরোধক বালাই বৃদ্ধি করে । কারণ এই পতঙ্গগুলি একটি নির্দিষ্ট পতঙ্গবিনাশী ঔষধ ব্যবহার 

করলেও প্রকৃতিতে টিকে থাকতে পারে এবং বংশ বৃদ্ধিও করতে পারে । বড় আকারে কৃষি জমিতে পতঙ্গবিনাশী ঔষধ ব্যবহারের কার্যকারিতা নিচের কোন কাজটির মাধ্যমে সম্প্রসারণ করা যেতে পারে ? 

অপশন b) তে আছে, সময়ে সময়ে কীটপতঙ্গ বিনাশী ঔষধ ব্যবহারে পরিবর্তন আনয়নের মাধ্যমে এটা করা যেতে পারে । 

কিন্তু অপশন a) এবং c) তে শুধু রাসায়নিক পর্দাথ বেশি ব্যবহারের কথা বলা হয়েছে যা দ্বারা উপরে উল্লিখিত ক্ষতির পরিমাণটা বাড়বে । আর অন্যদিকে 

অপশন d) তে বলা হচ্ছে প্রতি বছর কিছু জমি পতিত রাখতে । এর দ্বারাও ঔষধ ব্যবহারে কার্যকারিতা বাড়ানো সম্ভব নয় । তাই সঠিক উত্তর b). 


Solution: 

 একজন Researcher এটা আবিষ্কার করেছেন যে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মানসিক স্বাস্থ্য ততটা ভালো নয় । 

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা Sickness এর বিরুদ্ধে কাজ করে এবং এটি রোগ-জীবাণুর বিরুদ্ধেও কাজ 

করে । এখন প্রশ্ন হলো নিচের কোন অপশনটির উপর Researcher এর বক্তব্য নির্ভর করে । 

উপরের বক্তব্য হতে আমরা পাই যে, Low levels of immune-system -> Bad mental health. কিন্তু Bad 

mental health এর কারণে Immune-system খারাপ হয় না । বরং Immune-system খারাপ হলে Mental health 

খারাপ হয় । তাই সঠিক উত্তর d). 


Passage :

In an office there are exactly seven employees - N, P, Q, R, S, T and U. An employee can pass along any memoranda written by that employee as well as any memoranda received from others, but only according to specific rule "Mumoranda can be passed in either dircetion between P and Q, is either direction between R and U, and is either direction between S and T. "Momoranda can be paused from N to S, from Q to R, from S to P, form U to N and from U to Q." 

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, P কর্তৃক লিখিত একটি Memoranda S এর নিকট পৌঁছাবে । প্রয়োজন ছাড়া এটি অন্য কর্মীর হাত দিয়ে 

যাবে না । এখন প্রশ্ন হলো P এবং S ছাড়া এটি আর কয়জনের হাত দিয়ে S এর নিকট পৌছাবে ? 

এখানে, P থেকে Q -> R -> U -> N এর মাধ্যমে S এর নিকট পৌছাতে পারে । অর্থাৎ P এবং S ছাড়া মোট চারজনের 

মধ্য দিয়ে যাবে । তাই উত্তর হবে অপশন d) এর 4. 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, একটি Memoranda দুটি বিকল্প পথে Pass হতে পারে যেখানে Common কোন কর্মী নেই । যে Memoranda প্রদান 

করবে ও যে গ্রহণ করবে শুধু তারাই থাকবে - এরকম দু'জন কর্মী কে হতে পারে ? 

41 নং প্রশ্নের উত্তরের Diagram হতে দেখা যায় যে, U থেকে P তে যাওয়ায় Route হলো U -> Q -> P 

অন্য বিকল্প Route হলো U -> N -> S -> P. অর্থাৎ আমরা পেলাম U and P. 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, S যদি একদিন অফিসে অনুপস্থিত থাকে, তবে কোন কর্মী ঐ দিন কোন Memoranda receive 

করতে পারবে না ? 

41 নং প্রশ্নের উত্তরের Diagram হতে দেখা যায় যে, T তে পৌছানোর একমাত্র রাস্তা হলো S. তাই S যদি অফিসে 

অনুপস্থিত থাকে, তবে T কোন Memoranda গ্রহন করতে পারবে না । তাই উত্তর d) এর T. 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, R যদি একদিন অফিসে না আসে তবে একটি Memoranda নিচের কোন Route এর মাধ্যমে 

pass হতে পারে ? 

 41 নং প্রশ্নের উত্তরের Diagram হতে স্পষ্ঠই দেখা যায় যে, 

 N -> S -> P -> Q এই Route এর মাধ্যমেই কেবল Memoranda pass হতে পারে । আর অন্য যেকোন Route এর 

মাধ্যমে Memoranda pass করতে R কে দরকার হবে । তাই উত্তর a) এর N to Q. 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, Q থেকে একটি Memoranda T এর নিকট যাবে তবে তা নিচের কোন জনের মাধ্যমে যাবে না ? 

নিচের মতো করে Q হতে Memoranda T এর নিকট পৌঁছাবে । এটি 41 নং প্রশ্নের Diagram টি Follow করলেও বুঝা যাবে- 

 Q -> R -> U -> N -> S -> T. অতএব উত্তর b). 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

নিচের কে সবচেয়ে বেশি জনের মধ্যে Memoranda pass করতে পারবে ? 

(2) নং শর্তানুযায়ী নিচের মতো করে চিত্র আঁকি ঃ 

 

 উপরের Diagram হতে দেখা যাচ্ছে U সর্বোচ্চ তিনজনের কাছে Memoranda pass করতে পারবে । 


Solution: 

অনুবাদঃ 6 জন ব্যক্তি একটি বৃত্তের উপর দাঁড়িয়ে আছে । F ও C এর মধ্যে আছে B, E ও D এর মধ্যে আছে A এবং F 

এর D ঠিক বামেই আছে । তাহলে A ও F এই দুই জনের মধ্যে কে আছে ? 

এই প্রশ্নে সমাধানের জন্য একটি বৃত্ত আঁকতে হবে, তারপর শর্তানুযায়ী সাজাতে হবে । 

 

   দেখা যাচ্ছে A ও F এই দুইজনের মধ্যে D রয়েছে, তাই সঠিক উত্তর d). 


Solution: 

 প্রদত্ত শর্তগুলোকে Teller অনুযায়ী সাজিয়ে পাই, P > D; G > P অর্থাৎ G > P > D. 

 Shortest হলো অপশন b) এর D. 


Solution: 

 দেওয়া আছে, Camera ও Case এর দাম একত্রে 120 টাকা । 

ধরি, Case এর দাম x টাকা 

 Camera এর দাম (x + 100) টাকা 

 (x + 100) + x = 120     => 2x = 20    x = 10 

অর্থাৎ Case এর দাম = 10 + 100 = 110 টাকা । 


Solution: 

 10th  odd number 19   20th  odd number 39   50th  odd number 99 
 100th  odd number 199   150th  odd number 299   200th  odd number 399 

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, উত্তর অপশনের কোনটি Diamond এর সাথে যুক্ত । শুধুমাত্র অপশন a) এর Hardness বা কঠোরতা 

Diamond এর সাথে যুক্ত । কারণ Diamond এর প্রধান বৈশিষ্ট্যই হলো Hardness বা কঠোরতা । 


Solution: 

 একটি বইয়ের সবসময়ই Page থাকে । কারণ Page বা পৃষ্ঠা ছাড়া বই তৈরি করা যায় না । 


Solution: 

প্রতিটি কলামের প্রথম এবং দ্বিতীয় সংখ্যার যোগফল থেকে কলামের তৃতীয় সংখ্যা 1 কম । অর্থাৎ 

 (6 + 3) - 1 = 8; (4 + 2) - 1 = 5; (5 + 1) - 1 = 5. 


Solution: 

 এখানে FACETIOUS শব্দটির অক্ষরগুলোকে Alphabetical order এ সাজালে হয় ACEFIOSTU. তাই এই 

শব্দটির মধ্যম অক্ষর হলো L. 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, Code গুলো কিভাবে হল তা বিশ্লেষণ করা হলোঃ 

 P   E    N    S    I   O    N   
 N   E     I    S    N    O    P 

এখানে মূল শব্দের প্রথম এবং শেষ অক্ষরটি জায়গা পরিবর্তন করে Code word এর প্রথম এবং শেষ অক্ষর হয়েছে । 

দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অক্ষরটির কোনো জায়গা পরিবর্তন হয়নি । আবার, মূল তৃতীয় এবং পঞ্চম অক্ষরের জায়গা 

পরিবর্তন করে Code word এর তৃতীয় ও পঞ্চম অক্ষর হয়েছে । তাই অনুরূপভাবে FOLLAGE শব্দটি পরিবর্তন হয়ে 

 EOAILGF হয়েছে । 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, EXACTLY শব্দটি থেকে উত্তর অপশনের কোন শব্দটি তৈরি করা যাবে না । এখানে শুধুমাত্র অপশন 

c) এর Lake শব্দটি EXACTLY থেকে তৈরি করা যাবে না । কারণ K বর্ণটি EXACTLY শব্দটির মধ্যে নেই । 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে,1050  - 74  হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যার ভিত্তি হচ্ছে 10.প্রশ্ন হলো ঐ পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত ? 

সংখ্যাটির 1050 এ মোট অঙ্ক আছে 51 টি কারণ 1 এর ডানে 50 টি শূন্য (0) হবে । 

এখন, (1050  - 74) এর মধ্যে 9 অংকটি আছে 48 বার এবং শেষের দুটি অঙ্ক হবে (100 - 74 ) = 26 

   (1050  - 74) এর অঙ্কগুলোর যোগফল = প্রথম 48 টি অংক হলো 9+ শেষের দুটি অংক হলো 2 এবং 6 

                                      = (48 \( \times \) 9) + 2 + 6 = 432 + 8 = 440  


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, একটি সমতলীয় স্থানাঙ্কে k রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হলো 2. এখন (3, y) এবং (x, 4) বিন্দু দুটি k রেখার উপর অবস্থিত হলে x + y = ? 

 আমরাজানি, সরল রেখার সমীকরণ হলো y = mx + c 

এখানে, m = ঢাল = 2; c হলো y অক্ষকে ছেদকারী বিন্দু যার মান 0. 

এখন, রেখাটি (3, y) বিন্দু দিয়ে গেলে y = mx + c সমীকরণে (3, y) বসালে পাই, 

 => y = (2 \( \times \) 3) + 0 

       y = 6 পাই । 

   আবার, রেখাটি (x, 4) বিন্দু দিয়ে অতিক্রম করলে, y = mx +c সমীকরণে (x, 4) বসালে পাই, 

  => 4 = 2x + 0    => 2x = 4          x = 2 

    অতএব, x + y = 6 + 2 = 8. 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, 120 টি মেশিন যন্ত্রাংশের মধ্যে 5% defective এবং 80 টি মেশিন যন্ত্রাংশের মধ্যে 10% defective

 তাহলে মোট যন্ত্রাংশের মধ্যে কত শতাংশ Defective যন্ত্রাংশ রয়েছে ? 

120 টি মেশিন Defective রয়েছে = 120 \( \times \) 5% = \(\frac{{120 \times 5}}{{100}}\) = 6 টি 

80 টি মেশিন Defective রয়েছে = 80 \( \times \) 10% = \(\frac{{80 \times 10}}{{100}}\) = 8 টি 

Defective মেশিনের শতকরা পরিমাণ = \((\frac{{6 + 8}}{{120 + 80}} \times 100)\%  = (\frac{{14}}{{200}} \times 100)\% \) = 7% 

 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, শেয়ারের মূল্য শতকরা 1 এর মধ্যে 0.25 অংশ বেড়ে গেলে ঐ দিন শেয়ারের মূল্য কত অংশ বৃদ্ধি পেল ? 

শেয়ারের মূল্য বাড়লো = 0.25 of 1 percent = 0.25 \( \times \) 1% = \(\frac{{25}}{{100}} \times \frac{1}{{100}} = \frac{1}{4} \times \frac{1}{{100}} = \frac{1}{{400}}\) অংশ 


 প্রশ্নে বলা হচ্ছে, S = {0, 4, 5, 2, 11, 8} হলে ঐ সেটের মধ্যকের চেয়ে গড় কত বেশি ? 

 প্রথমে সেটটিকে ঊর্ধ্বক্রমে সাজাই, S = {0, 2, 4, 5, 8, 11} 

 যেহেতু সেটের উপাদান সংখ্যা জোড়, তাই মধ্যক = \(\frac{{4 + 5}}{2} = \frac{9}{2}\) = 4.5 

 এবং গড় = \(\frac{{0 + 2 + 4 + 5 + 8 + 11}}{6} = \frac{{30}}{6}\) = 5 

 অতএব, মধ্যকের চেয়ে গড় বেশি = 5 - 4.5 = 0.5 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, d কে শতাংশে Rounding করলে d পাওয়া যায় । (d - d) এর মান বের করতে হবে । 

 d = 2.0453 কে শতাংশে Rounding করলে পাই, d*   = 2.0500 

 d - d = 2.0500 - 2.0453 = 0.0047 


Solution: 

 (t - 8) যেহেতু (t - kt - 48) এর একটি উৎপাদক, তাই (t - 8) = 0             => t = 8 হবে । 

  অতএব, t - kt - 48 = 0      => 8 - 8k - 48 = 0      => 8k = 64 - 48 = 16      k = 2 

 


 দেয়া আছে, (2) (4) = 16 

     => 2. 22s  = 16 

     => 2r+2s  = 2 

     =>  r + 2s = 4 

 এখন, r = 2 এবং s = 1 হলে, 

 r + 2s = 2 + 2.1 = 4 হয় । 

    অতএব, 2r + s 

= 2.2 + 1 

= 4 + 1 

= 5  


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, কোন সংখ্যাকে \(\frac{4}{7}\) দ্বারা গুণ করলে গুণফল \(\frac{6}{7}\) হয় ? 

ধরি, সংখ্যাটি x 

প্রশ্নমতে, \(\frac{4}{7} \times x = \frac{6}{7}\)       => x = \(\frac{6}{4} = \frac{3}{2}\)      x = \(\frac{3}{2}\) 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, 24 feet দীর্ঘ একটি তার থেকে \(1\frac{1}{4}\) বা \(\frac{5}{4}\) feet করে সর্বোচ্চ কত টুকরা করা যাবে ? 

সর্বোচ্চ সংখ্যক টুকরা হবে = \(\frac{{24}}{{\frac{5}{4}}} = (24 \times \frac{4}{5}) = 19.2 \approx 19\) টি 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0