প্রশ্নে বলা হচ্ছে, কৃষি জমিতে নিয়মিত ব্যাপক পরিমাণ কীটনাশক ব্যবহারের দুটি মন্দ দিক রয়েছে। প্রথমত, এই কীটনাশক প্রকৃতির জন্য বা ফসলের জন্য উপকারী
কীটপতঙ্গগুলোকে ধ্বংস করে । দ্বিতীয়ত, এটি অজ্ঞাতসারেই কীটপতঙ্গ বিনাশী প্রতিরোধক বালাই বৃদ্ধি করে । কারণ এই পতঙ্গগুলি একটি নির্দিষ্ট পতঙ্গবিনাশী ঔষধ ব্যবহার
করলেও প্রকৃতিতে টিকে থাকতে পারে এবং বংশ বৃদ্ধিও করতে পারে । বড় আকারে কৃষি জমিতে পতঙ্গবিনাশী ঔষধ ব্যবহারের কার্যকারিতা নিচের কোন কাজটির মাধ্যমে সম্প্রসারণ করা যেতে পারে ?
অপশন b) তে আছে, সময়ে সময়ে কীটপতঙ্গ বিনাশী ঔষধ ব্যবহারে পরিবর্তন আনয়নের মাধ্যমে এটা করা যেতে পারে ।
কিন্তু অপশন a) এবং c) তে শুধু রাসায়নিক পর্দাথ বেশি ব্যবহারের কথা বলা হয়েছে যা দ্বারা উপরে উল্লিখিত ক্ষতির পরিমাণটা বাড়বে । আর অন্যদিকে
অপশন d) তে বলা হচ্ছে প্রতি বছর কিছু জমি পতিত রাখতে । এর দ্বারাও ঔষধ ব্যবহারে কার্যকারিতা বাড়ানো সম্ভব নয় । তাই সঠিক উত্তর b).
একজন Researcher এটা আবিষ্কার করেছেন যে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মানসিক স্বাস্থ্য ততটা ভালো নয় ।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা Sickness এর বিরুদ্ধে কাজ করে এবং এটি রোগ-জীবাণুর বিরুদ্ধেও কাজ
করে । এখন প্রশ্ন হলো নিচের কোন অপশনটির উপর Researcher এর বক্তব্য নির্ভর করে ।
উপরের বক্তব্য হতে আমরা পাই যে, Low levels of immune-system -> Bad mental health. কিন্তু Bad
mental health এর কারণে Immune-system খারাপ হয় না । বরং Immune-system খারাপ হলে Mental health
খারাপ হয় । তাই সঠিক উত্তর d).
Passage :
In an office there are exactly seven employees - N, P, Q, R, S, T and U. An employee can pass along any memoranda written by that employee as well as any memoranda received from others, but only according to specific rule "Mumoranda can be passed in either dircetion between P and Q, is either direction between R and U, and is either direction between S and T. "Momoranda can be paused from N to S, from Q to R, from S to P, form U to N and from U to Q."
প্রশ্নে বলা হচ্ছে, একটি সমতলীয় স্থানাঙ্কে k রেখাটি মূল বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হলো 2. এখন (3, y) এবং (x, 4) বিন্দু দুটি k রেখার উপর অবস্থিত হলে x + y = ?
আমরাজানি, সরল রেখার সমীকরণ হলো y = mx + c
এখানে, m = ঢাল = 2; c হলো y অক্ষকে ছেদকারী বিন্দু যার মান 0.
এখন, রেখাটি (3, y) বিন্দু দিয়ে গেলে y = mx + c সমীকরণে (3, y) বসালে পাই,
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।