IFIC Bank Ltd. - Trainee Assistant Officer - 2018 (97 টি প্রশ্ন )

Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, 100 এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলকে 10 থেকে 15 এর মধ্যে যে মৌলিক

সংখ্যাগুলি রয়েছে সেগুলি দ্বারা নিঃশেষে ভাগ করা যায় ? 

 10 থেকে 15 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 11 এবং 13 

 এখানে, 11 এবং 13 ল. সা. গু .= 11 \( \times \) 13 = 143  

 এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি 11 এবং 13 দ্বারা বিভাজ্য হতে হলে তা কমপক্ষে 100 এর সাথে 43 যোগ করতে হবে । 

কিন্তু উওর অপশনে তা না থাকায় সঠিক উত্তর পাওয়া গেল না । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, x একটি পূর্ণসংখ্যা যা 5 দ্বারা বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয় । এখন প্রশ্ন হলো, উত্তরের কোন অপশনটি 

কখনো পূর্ণ সংখ্যা হবে না ? 

 x = 15 ধরি, কারণ 15 সংখ্যাটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয় । 

এবার, আসুন অপশনগুলি Check করিঃ 

 অপশন a) এর \(\frac{{x + 1}}{2} = \frac{{15 + 1}}{2} = \frac{{16}}{2} = 8\); যা পূর্ণ সংখ্যা, তাই এটি বাদ । 

 অপশন b) এর \(\frac{{\;{x^3}}}{3} = \frac{{{{(15)}^3}}}{3} = \frac{{15 \times {{15}^{2\;}}}}{3} = 5 \times 225\); এই অপশনটিও পূর্ণ সংখ্যা তাই এটি বাদ । 

অপশন c) এর \(\frac{{{x^{2\;}}}}{3} = \frac{{{{(15)}^{2\;}}}}{3} = \frac{{15 \times 15}}{3} = 75\); পূর্ণ সংখ্যা, তাই এটি বাদ । 

অপশন d) এর \(\frac{x}{6} = \frac{{15}}{6} = \frac{5}{2}\); এই অপশনটি পূর্ণ সংখ্যা নয়, তাই এটিই উত্তর হবে । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, মুজাহিদ একটি কাজ করে 8 দিনে । অন্যদিকে আসাদ কাজটি করে 12 দিনে এবং মিথুন করে 16 

দিনে । মুজাহিদ ও আসাদ একত্রে কাজ শুরুর কিছু দিন পর কাজ ছেড়ে আসাদ চলে গেল । বাকি কাজ মুজাহিদ ও মিখুন 2 

দিনে শেষ করলো । পুরো কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল ? 

(মুজাহিদ + মিথুন) এর 1 দিনের কাজ = \((\frac{1}{8} + \frac{1}{{16}}) = \frac{{2 + 1}}{{16}} = \frac{3}{{16}}\) অংশ 

(মুজাহিদ + মিথুন) এর 2 দিনের কাজ = \((\frac{3}{{16}} \times 2) = \frac{3}{8}\) অংশ 

 মুজাহিদ + আসাদ কাজ করে = \((1 - \frac{3}{8}) = \frac{{8 - 3}}{8} = \frac{5}{8}\) অংশ 

এখন, (মুজাহিদ + আসাদ) এর 1 দিনের কাজ = \((\frac{1}{8} + \frac{1}{{12}}) = \frac{{3 + 2}}{{24}} = \frac{5}{{24}}\) অংশ 

অর্থাৎ (মুজাহিদ + আসাদ) একত্রে 5/24 অংশ কাজ করে = 1 দিনে 

 (মুজাহিদ + আসাদ) একত্রে 5/8 অংশ কাজ করে = \(\frac{{24 \times 5}}{{5 \times 8}}\) = 3 দিনে 

     মোট কাজ হয়েছিল = 2 + 3 = 5 দিন । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, মঞ্জুর সিয়াদের চেয়ে 20 বছরের বড় । তবে 5 বছর পূর্বে মঞ্জুরের বয়স সিয়াদের বয়সের দ্বিগুণ ছিল । 

বর্তমানে মঞ্জুরের বয়স কত ? 

 ধরি, সিয়াদের বর্তমান বয়স x বছর 

 মঞ্জুরের বর্তমান বয়স = (x + 20) 

 প্রশ্নমতে, x + 20 - 5 = 2 (x - 5) 

    => x + 15 = 2x - 10 

   => 2x - x = 15 + 10 = 25 

     x = 25 

   সিয়াদের বয়স 25 বছর 

         এবং মঞ্জুরের বয়স = 25 + 20 = 45 বছর । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, ABC ত্রিভূজে \(\angle \)B = \(\angle \)C এবং BC বাহুর উপর D একটি বিন্দু । অপশনের কোনটি সত্য হবে ? 

 শর্তানুযায়ী চিত্র আঁকি । 

   

আমরা জানি, ত্রিভূজের যেকোন দুই কোন সমান হলে তাদের সন্নিহিত বাহু দুটিও সমান হবে । 

 যেহেতু, \(\angle \)B = \(\angle \)C 

 AB = AC হবে । তাই অপশন a) এবং b) বাদ । 

 AB \( \bot \) BC এবং \(\angle \)ACD একটি সমকোণী ত্রিভুজ । 

এই ত্রিভুজে AC অতিভূজ বলে AC > AD. 

আবার, BC বাহুর উপর D একটি বিন্দু । কাজেই 


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে, যে দুটো চেয়ারের প্রত্যেকটি 3,600 টাকা দরে বিক্রয় করা হলো । একটিতে 20% লাভ হলো এবং অপরটি 

বিক্রয় করে 20% ক্ষতি হলো । মোটের উপর কত লাভ বা ক্ষতি হলো ? 

মোট বিক্রয়মূল্য = 3,600 \( \times \) 2 = 7,200 টাকা 

 20% লাভে একটি চেয়ারের 

বিক্রয়মূল্য 120 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা 

বিক্রয়মূল্য 3,600 টাকা হলে ক্রয়মূল্য = \(\frac{{100 \times 3600}}{{120}}\) = 3,000 টাকা 

আবার, 20% ক্ষতিতে অপর চেয়ারের, 

          বিক্রয়মূল্য 80 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা 

   বিক্রয়মূল্য 3,600 টাকা হলে ক্রয়মূল্য = \(\frac{{100 \times 3600}}{{80}}\) = 4,500 টাকা 

 চেয়ার দূটি ক্রয়মূল্য = 3,000 + 4,500 = 7,500 টাকা 

    ক্ষতি হলো = 7,500 - 7,200 = 300 টাকা । 

 Shortcut: 

 সমমূল্যের দুটি জিনিসের একই % লাভ এবং ক্ষতি হলে Net এ ক্ষতি হবে = লাভ% \( \times \) ক্ষতি%/ ১০০ = 20 \( \times \) 20 / 100 = 4%  

     এখন, 4% ক্ষতিতে (100 - 4 ) বা 96 টাকায় ক্ষতি হয় = 4 টাকা 

           (3,600 + 3,600) বা 720 টাকায় ক্ষতি হয় = \(\frac{4}{{96}} \times 7,200\) = 300 টাকা 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, 6 জন লোকের গড় ওজন 75 Kg. যদি 50 Kg ওজনের একজন লোক ঐ দল হতে চলে যায় তবে বাকি 

লোকগুলোর গড় ওজন কত হবে ? 

6 জন লোকের ওজনের সমষ্টি = 6 \( \times \) 75 = 450 কেজি 

50 কেজি ওজনের 1 জন চলে গেলে বাকি 5 জনের ওজনের সমষ্টি হবে  = 450 - 50 = 400 কেজি 

 ঐ 5 জনের ওজনের গড় হবে = 400/5 = 80 কেজি । 

 Exam Shortcut : \(\frac{{(75 \times 6) - 50}}{5} = 80\) কেজি 


Solution: 

 দেওয়া আছে, \(\frac{Q}{P} = \frac{2}{3}\) 

  => \(\frac{Q}{P} = \frac{3}{2}\)     => \(\frac{{P + Q}}{{P - Q}} = \frac{{3 + 2}}{{3 - 2}} = \frac{5}{1} = 5\)    [যোজন বিয়োজন করে ] 

        \\frac{{P + Q}}{{P - Q}}\) = 5 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, একটি আয়তাকৃতির কক্ষের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ । কক্ষটির ক্ষেত্রফল 512 বর্গইঞ্চি হলে তার পরিসীমা কত ? 

ধরি, কক্ষের প্রস্থ x ইঞ্চি 

কক্ষের দৈর্ঘ্য 2x ইঞ্চি 

প্রশ্নমতে, 2x \( \times \) x = 512 

  => 2x = 512 

 => x = 512/2 

 => x = 256 

 => x = \(\sqrt {{{(16)}^{2\;}}} \)  = 16 

   x = 16 

 অর্থাৎ কক্ষটির প্রস্থ 16 ইঞ্চি 

কক্ষটির দৈর্ঘ্য = 2 \( \times \) 16 = 32 ইঞ্চি 

অর্থাৎ পরিসীমা = 2(32 + 16) = 2 \( \times \) 48 = 96 ইঞ্চি = 96/12 ফুট = 8 ফুট 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 40% নারী । ঐ পরীক্ষায় নারী পরীক্ষার্থীর 40% এবং পুরুষ পরীক্ষার্থী 30% 

পাস করল । শতকরা পাসের হার কত ? 

দেয়া আছে, নারী পরীক্ষার্থীর সংখ্যা 40 জন 

পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা = 100 - 40 = 60 জন 

এখন, নারী পরীক্ষার্থী পাস করে = (40 এর 40%) = \(40 \times \frac{{40}}{{100}}\) = 16 জন 

এবং পুরুষ পরীক্ষার্থী পাস করে = (60 এর 30%) = \(60 \times \frac{{30}}{{100}}\) = 18 জন 

       মোট পরীক্ষার্থী পাস করে = 16 + 18 = 34 জন 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল বিজোড় হবার সম্ভাবনা কত যখন সংখ্যাগুলোকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর 

মধ্যে থেকে Randomly select করা হয় । 

 Shortcut:  আমরা জানি, Probability = অনুকূল ফলাফল সংখ্যা/মোট ফলাফল সংখ্যা  

যেকোন সংখ্যাকে জোড় দিয়ে গুণ করলে জোড়ই পাওয়া যাবে, তাই দুটি সংখ্যাই বিজোড় হবে । 

এখানে অনুকূল ফলাফল সংখ্যা = 1 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা = 20 টি । 

পরপর দুইবার বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা = \(\frac{{10}}{{20}} \times \frac{{10}}{{20}} = \frac{1}{4}\)


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে 3, 9 এবং 4 সংখ্যাগুলোর চতুর্থ সমানুপাতী কত হবে ? 

 আমরা জানি, ১ম রাশি/২য় রাশি = ৩য় রাশি/৪র্থ রাশি 

     => 3/9 = 4/৪র্থ রাশি 

     ৪র্থ রাশি = 12 


Solution: 

সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি? 

একমাত্র অপশন d) ই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত হবে 

কারণ এটি পিথাগোরাসের সূত্রটির সমর্থন করে । 

কেননা, আমরাজানি, (অতিভুজ) = (ভূমি) + (লম্ব) 

 => (13) = (12) + (5) 

অর্থাৎ 169 = 144 + 25 = 169  

কিন্তু অন্য কোন অপশন দ্বারা এই সূত্র প্রতিপাদন করা যায় না । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, 20m দীর্ঘ এবং 15m প্রস্থ একটি পানির ট্যাংকে 30 জন লোক গোসল করল । প্রত্যেক লোক কর্তৃক 

গড়ে অপসারিত পানির পরিমাণ 2m3 হলে ট্যাংকে পানির উচ্চতা কত ?  

 30 জন লোক কর্তৃক মোট অপসারিত পানির পরিমাণ = 2 \( \times \) 30 = 60m 

  ট্যাংকে পানির উচ্চতা = \(\frac{{60}}{{20 \times 15}} = \frac{1}{5}m = \frac{1}{5} \times 100cm\) = 20 cm 


Solution: 

আমাদেরকে বের করতে হবে, \({x^{2\;}} - \frac{1}{{{x^{2\;}}}}\) = \((x + \frac{1}{x})(x - \frac{1}{x})\) .......... (1) 

 অর্থাৎ আমরা \((x + \frac{1}{x})\) এবং \((x - \frac{1}{x})\) এর মান নিচের সমীকরণের সাহায্যে বের করবো ।

    x - 3x + 1 = 0 

 => \(\frac{{{x^2}}}{x} - \frac{{3x}}{x} + \frac{1}{x} = \frac{0}{x}\)         [x দ্বারা ভাগ করে ] 

 => \(x - 3 + \frac{1}{x} = 0\)

=> \(x + \frac{1}{x} = 3\)                  [পক্ষান্তর করে ] ......... (2) 

=>  \({(x + \frac{1}{x})^{2\;}} = {(3)^{2\;}}\)         [ বর্গ করে ]  

=> \({(x - \frac{1}{x})^{2\;}} + 4 \times x \times \frac{1}{x} = 9\)

=> \({(x - \frac{1}{x})^{2\;}} + 4 = 9\)

=> \({(x - \frac{1}{x})^{2\;}} = 9 - 4\)

=> \({(x - \frac{1}{x})^{2\;}} = 5\) 

        \((x - \frac{1}{x}) = \sqrt 5 \)        [বর্গমূল করে ] .......... (3) 

 অর্থাৎ আমরা পেলাম \((x + \frac{1}{x}) = 3\) এবং \((x - \frac{1}{x}) = \sqrt 5 \) 

      \({x^2} - \frac{1}{{{x^2}}} = (x + \frac{1}{x})(x - \frac{1}{x}) = 3 \times \sqrt 5  = 3\sqrt 5 \)


Solution:  

 প্রশ্নে বলা হয়েছে যে, দুটি অংক দিয়ে যে সংখ্যা হবে, তা ঐ সংখ্যার  \(\frac{5}{6}\) অংশ হবে যখন অংক দুটি স্থান পরিবর্তন করবে ।

 যদি অংক দুটির পার্থক্য 1 হয় তবে সংখ্যাটি বের করতে হবে ?  

ধরি, একক স্থানীয় অংক = x এবং দশক স্থানীয় অংক = y

 সংখ্যাটি = 10y + x

 ১ম শর্তানুসারে, সংখ্যাটির \(\frac{5}{6}\) অংশ হবে যখন অংশ দুটি স্থান পরিবর্তন করবে ।  

সুতরাং \(\frac{5}{6}\) (10y +x ) = y + 10x  => y = \(\frac{5}{4}x\) ............. (1) 

 ২য় শর্তানুসারে, অংক দুটির পার্থক্য হবে = 1 

 সুতরাং x - y = 1  => x = 4                 [ y = \(\frac{5}{4}x\) বসিয়ে ] 

 (1) নং সমীকরণ হতে y = 5             [ x = 4 বসিয়ে ] 

 সুতরাং সংখ্যাটি হবে = 10y +x = 10 \( \times \) 5 + 4 = 54  

 Alternative Solution: 

 সংখ্যাটিকে উল্টালে Reversed সংখ্যা মূল সংখ্যার \(\frac{5}{6}\) অংশ হবে অর্থাৎ ছোট হবে । সেই হিসেবে অপশন a) ও c) বাদ ।

এরপর মূল সংখ্যার \(\frac{5}{6}\) অংশ Reversed সংখ্যা । তাই মূল সংখ্যাকে অবশ্যই 6 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে । 

তাই অপশন d) বাদ । অপশন b) এর 45 হবে কারণ \(54 \times \frac{5}{6} = 45\)  


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে যে, সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ঐ সরলরেখার \(\frac{1}{3}\)  অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ ?

মনেকরি, সরলরেখার দৈর্ঘ্য 3a একক

ঐ সরলরেখার \(\frac{1}{3}\) অংশ হলো = (3a এর \(\frac{1}{3}\) ) = a একক

এখানে সরলরেখার দৈর্ঘ্য (3a) ই হবে বর্গক্ষেত্রের একবাহু ।  আবার সরলরেখার \(\frac{1}{3}\)  অংশ বা a এর উপর বর্গক্ষেত্র আঁকলে

 সেক্ষেত্রে বর্গক্ষেত্রের একবাহু হবে a.  

তাই সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (3a)= 9a বর্গ একক

সরলরেখার \(\frac{1}{3}\) অংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a = a বর্গ একক  

অতএব দেখা যাচ্ছে যে, সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর \(\frac{1}{3}\) অংশের অঙ্কিত বর্গক্ষেত্রের 9 গুণ ।  


Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত ? 

 আমরাজানি, \(I = \frac{{\Pr n}}{{100}}\)     [ এখানে P = আসল; r = সুদের হার; n = বছর ] 

      তাই, \(\frac{{500 \times r \times 4}}{{100}} + \frac{{600 \times r \times 5}}{{100}}\) = 500 

       => 20r + 30r = 500 

       => 50r = 500 

           r = \(\frac{{500}}{{50}}\) = 10 

    Alternative: 500 টাকার 4 বছরের সুদ = (500 \( \times \) 4) বা, 2,000 টাকার 1 বছরের সুদ  

                      600 টাকার 5 বছরের সুদ = (600 \( \times \) 5) বা, 3,000 টাকার 1 বছরের সুদ 

                    2,000 + 3,000 = 5,000 টাকার 1 বছরের সুদ = 500 টাকা 

                                 1 টাকার 1 বছরের সুদ = \(\frac{{500}}{{5000}}\) টাকা 

                                 100 টাকার 1 বছরের সুদ = \(\frac{{500 \times 100}}{{5000}} = 10\) টাকা 

                      


 প্রশ্নে বলা হচ্ছে, একটি নদীর স্রোতের গতিবেগ 4 mph. একটি নির্দিষ্ট দূরত্ব যেয়ে আবার ফিরে আসতে স্রোতের অনুকূলে

একটি নৌকা যে সময় নেয়, প্রতিকূলে নৌকাটি তার দ্বিগুণ সময় নেয় । স্থির পানিতে নৌকার বেগ বের করতে হবে । 

ধরি, স্থির পানিতে নৌকার বেগ x mph 

অতএব, স্রোতের অনুকূলে নৌকার বেগ = ( x + 4) mph 

এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (x - 4) mph 

যেহেতু, অনুকূলের গতিবেগ = 2 \( \times \) প্রতিকূলের গতিবেগ । সেহেতু  

প্রশ্নমতে, x + 4 = 2 \( \times \) (x - 4) 

      => x + 4 = 2x - 8 

     => 2x - x = 8 + 4 

                x = 12 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

      x - 7x + 12 < 0 

=> x - 4x - 3x + 12 < 0 

=> x (x - 4) - 3 (x - 4) < 0 

=> (x - 4) (x - 3) < 0 

 এখন, (x - 4) এবং (x - 3) শূন্য হতে ছোট হওয়ায় 

 এদের গুণফল Negative হবে । 

 অর্থাৎ (x - 4) এবং (x - 3) রাশি দুটির উভয়েই 

Positive বা Negative হতে পারে না । 

এখানে হয় (x - 4) (x - 3) রাশি দুটির একটি ধনাত্মক এবং 

অন্যটি ঋণাত্মক হলেই কেবল মাত্র রাশি দুটির গুণফল 0 এর থেকে ছোট 

বা ঋণাত্মক হবে । 

(x - 4) < 0 অর্থাৎ (x - 4) ঋণত্মক হলে 

x < 4 

তাহলে x - 3 > 0 

 x > 4 

 ণির্ণেয় সমাধানঃ 3 < x < 4 

আবার, (x - 4) ধনাত্মক হলে (x - 3) ঋণাত্মক হবে । তখন ভিন্ন উত্তর হবে । কিন্তু যেহেতু উত্তর মিলে গেছে তাই আর 

হিসেব করতে হবে না । 

 x এর মানকে নিম্নরূপে প্রকাশ করা যাবে 3 < x < 4. 


Solution: 

 Fragrance, Incense এবং Aroma এগুলো সুগন্ধ বা সুবাসের সাথে সম্পর্কিত । কিন্তু A foul smell মানে দুর্গন্ধ । 


Solution: 

উৎপাদন অপরিবর্তিত অবস্থায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিকেই Inflation বলে । 


Solution: 

 প্রশ্নে বলা হচ্ছে, রেহানা বললেন যে কামালের বাবার বাবা আমার বাবা । প্রশ্ন হলো রেহানার সাথে কামালের সম্পর্ক কি ? 

 রেহেনা হলেন কামালের Aunt. 

কারণ, রেহেনার ভাইয়ের ছেলে যদি কামাল হয়, তবে কামালের বাবা হবে রেহানার ভাই । আর রেহানার ভাইকেও বাবা তো রেহানার বাবাই হবে ।

রেহানা কামালকে বলতে পারেন যে তোমার বাবার বাবা হলেন আমার বাবা । তাই রেহানা হলেন কামালের Aunt বা ফুফু । 


Solution: 

 ইংরেজি বর্ণের ১ম এবং 26 তম Alphabet AZ.   ইংরেজি বর্ণের ৩য় এবং 24 তম Alphabet CX.  
 ইংরেজি বর্ণের ২য় এবং 25 তম Alphabet BY.    ইংরেজি বর্ণের ৪র্থ এবং 23 তম Alphabet DW.  

Solution: 

 Sun (সূর্য) থেকে Light (আলো) পাওয়া যায় । আর Fire (আগুন) থেকে Heat (তাপ) পাওয়া যায় । 


Solution: 

 9 + 6 \( \times \) 3 = 9 + 18 = 27 


Solution: 

 9 ব্যতীত সকলেই মৌলিক সংখ্যা । 


Solution: 

    Victory - জয়; বিজয়      Examination - পরীক্ষা      Appear - দৃশ্যমান হওয়া 
 Success - সাফল্য; সফলতা      Attempt - চেষ্ঠা করা; প্রবৃত্ত হওয়া        Preparation - প্রস্তুতি         

Match (খেলা) এ ভালো করলে Victory (জয়) পাওয়া যায় । আর Examination (পরীক্ষায়) এ ভালো করলে Success (সফলতা) পাওয়া যায় । 


Solution: 

 আপনাকে উওরের 27 মিলাতে হবে । তাই শেষের 6 \( \times \) 3 করলে 18 পাবেন । আর এর সাথে 9 যোগ করলে 27 পাবেন । 

 অর্থাৎ 5 \( \times \) 4 - 6  \( \div \) 3 + 1 = 20 - 2 + 1 = 21 - 2 = 19 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 Father, Mother কিংবা Children ছাড়াও পরিবার গঠিত হতে পারে । কিন্তু পরিবারের সদস্য ছাড়া পরিবার গঠিত হতে পারে না । 


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0