The British and Irish Ombudsman Association কর্তৃক কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য কয়টি নীতির কথা বলা হয়েছে ?
A ৩ টি
B ৪ টি
C ৫ টি
D ৬ টি
Solution
Correct Answer: Option D
-The British and Irish Ombudsman Association (BIA) কর্তৃক কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার জন্য ছয়টি নীতির কথা বলা হয়েছে।
-এগুলি হল:
১. ন্যায়পরায়ন
২. দক্ষতা
৩. প্রচ্ছন্নতা
৪. দায়িত্বশীলতা
৫. প্রভাবশালীতা
৬. সমন্বয়।