সুশাসনের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে কার ওপর?
A সরকারের সদিচ্ছার ওপর
B জনগণের সদিচ্ছার ওপর
C স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সদিচ্ছার ওপর
D বিদেশিদের সদিচ্ছার ওপর
Solution
Correct Answer: Option A
- সুশাসন হল এমন একটি শাসনব্যবস্থা যেখানে রাষ্ট্রের শাসন ক্ষমতা আইনের অধীনে পরিচালিত হয়। এই শাসনব্যবস্থায় নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকে।
- সুশাসনের ভবিষ্যৎ নির্ভর করে রাষ্ট্রের শাসনব্যবস্থার ওপর।
- সরকার হল রাষ্ট্রের শাসনব্যবস্থার প্রধান বাহক।
- সরকার যদি সুশাসনের জন্য সদিচ্ছা প্রদর্শন করে, তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।