ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্রী শারমিন আক্তার ক্লাসের দিকে যাচ্ছিল ,এমন সময় সে লক্ষ্য করল কিছু বখাটে ছাত্র তার ডিপার্টমেন্টের স্যারকে পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়ার অজুহাতে অপমান করছে ।এমতাবস্থায় সে তাদের গিয়ে বলল ,'তোমরা যা করছো তা অন্যায় ও নৈতিকতা বর্জিত কাজ ।' শারমিনের এ উক্তির মধ্য দিয়ে গুরুত্ব প্রকাশ পেয়েছে -
A আইনের শাসন
B মূল্যবোধের শিক্ষা
C সুশাসন
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B