সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) নতুন চেয়ারম্যানের নাম কী? 
    Ans: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।
    Last Updated: 10-11-2024
  • ১ অক্টোবর ২০২৪ আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে কার নাম ঘোষণা করে? 
    Ans: ডা. শাহাদাত হোসেন।
    Last Updated: 10-11-2024
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হন? 
    Ans: ৭৩৫ জন (৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত)।
    Last Updated: 10-11-2024
  • Marine Biodiversity of Areas Beyond National Jurisdiction (BBNJ) চুক্তির নথি বাংলাদেশ জাতিসংঘে কবে জমা দেয়? 
    Ans: ২৬ সেপ্টেম্বর ২০২৪।
    Last Updated: 10-11-2024
  • বর্তমানে Bangladesh Standards and Testing Institution (BSTI) অনুমোদিত পণ্যের সংখ্যা কতটি? 
    Ans: ২৯৯টি।
    Last Updated: 10-11-2024
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে? 
    Ans: ক্যাপ্টেন তাসমিন দোজা।
    Last Updated: 10-11-2024
  • ১৭ অক্টোবর ২০২৪ ন্যায্যমূল্যে অত্যাবশকীয় কৃষিজাত পণ্য বিক্রির জন্যে কোন অ্যাপ চালু করা হয়? 
    Ans: ফসল ডট কম।
    Last Updated: 10-11-2024
  • বড় জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত চার প্রার্থী-
    Ans: যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়জয়কারের মধ্যে চার বাংলাদেশি- আমেরিকানেরও বিপুল বিজয় হয়েছে। তাঁরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (যুক্তরাষ্ট্র কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি সভা) নির্বাচিত হতে পারেননি। নিউ হ্যাম্পশায়ার স্টেটের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)। এ ছাড়া ডেমোক্রেটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্য বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মো. মাসুদুর রহমান। পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহামে গৃহীত ভোটের ৬৭ শতাংশ পেয়েছেন। অন্যদিকে জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান ৬৭.৬ শতাংশ ভোট পেয়েছেন। একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মো. মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি- আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন। বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, পেনসিলভানিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারপারসন ও সিইও আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল কাদের মিয়া ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলীয় কমিটির সভাপতি এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক, লং আইল্যান্ড চেম্বার অব কমার্সের পরিচালক আকতার হোসেন বাদল, আমেরিকা- বাংলাদেশ অ্যালায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, টেক্সাস ডেমোক্রেটিক পার্টির রিফিউজি কাউন্টির চেয়াপারসন রহিম নিহাল প্রমুখ।
    Last Updated: 07-11-2024
  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের ভূমিকা কী
    Ans:

    ইলেকটোরাল কলেজ কী?
    ইলেকটোরাল কলেজ একটি ৫৩৮ সদস্যের সংস্থা যা মার্কিন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করে। প্রতিটি রাজ্যের ইলেকটোরাল ভোটের সংখ্যা তার কংগ্রেসনাল ডেলিগেশনের সমান, অর্থাৎ সেই রাজ্যের সেনেটর এবং প্রতিনিধি সংখ্যা মিলিয়ে।

    কীভাবে কাজ করে?
    সাধারণ নির্বাচনের পর, প্রতিটি রাজ্য তার ইলেকটরদের নির্বাচন করে। ইলেকটররা ডিসেম্বর মাসে তাদের নিজ নিজ রাজ্যে মিলিত হয়ে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের জন্য ভোট দেন। এই ভোটগুলি পরে কংগ্রেসে পাঠানো হয় এবং জানুয়ারি মাসে গণনা করা হয়।

    প্রয়োজনীয় ভোট সংখ্যা:
    প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০ ইলেকটোরাল ভোট পেতে হয়, যা মোট ৫৩৮ ভোটের অর্ধেকের বেশি।

    ইলেকটোরাল কলেজের সমালোচনা:
    ইলেকটোরাল কলেজের কারণে কখনও কখনও এমন হয় যে একজন প্রার্থী জনপ্রিয় ভোটে হারলেও ইলেকটোরাল ভোটে জয়ী হতে পারেন। উদাহরণস্বরূপ, ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় ভোটে হিলারি ক্লিনটনের চেয়ে কম ভোট পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    ইলেকটোরাল কলেজের পরিবর্তন:
    ইলেকটোরাল কলেজ প্রক্রিয়াটি মার্কিন সংবিধানে অন্তর্ভুক্ত, তাই এটি পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যা একটি জটিল প্রক্রিয়া।

    এই প্রক্রিয়াটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সিস্টেমের একটি অংশ, যা রাজ্যগুলিকে নির্বাচনে একটি নির্দিষ্ট ভূমিকা প্রদান করে এবং শুধুমাত্র জনমতের ভিত্তিতে নয় বরং রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন নিশ্চিত করে।


    Last Updated: 04-11-2024
  • মনিরুজ্জামান মনিরের গানের বই ‘সূর্যোদয়ে তুমি’-
    Ans: প্রথমবার বই প্রকাশ করতে যাচ্ছেন গীতিকার মনিরুজ্জামান মনির। তাঁর লেখা বিখ্যাত গান ‘সূর্যোদয়ে তুমি’র নামেই রাখা হয়েছে বইটির নাম। গত শতাব্দীর সত্তর-আশি ও নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল মনিরুজ্জামান মনিরের লেখা গান। ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘কী জাদু করিলা পিরিতি শিখাইলা’সহ বহু জনপ্রিয় গান লিখেছেন তিনি।সেই গানের ডালি থেকে বাছাই করা ৩০০টি গান নিয়ে এই বই। মনিরুজ্জামান মনির বলেন, ‘গত বছরই বইটি প্রকাশ করতে চেয়েছিলাম। তবে সম্পাদনা শেষ করতে পারিনি। এবারের বইমেলায় আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশ করব। চলচ্চিত্রের পাশাপাশি আধুনিক ও দেশের গান রয়েছে বইয়ে। এখনকার প্রজন্মের অনেকেই হয়তো জানে না গানগুলোর রচয়িতা আমি। তাদের জানানোর জন্যই এই প্রচেষ্টা। আগামী দিনে আমার অন্যান্য গান নিয়েও বই প্রকাশের ইচ্ছা রয়েছে।মনিরুজ্জামান মনির তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি ২০০৪ সালে পেয়েছেন একুশে পদক। এখনো নিয়মিত গান লেখেন মনির। চলচ্চিত্রের পাশাপাশি অডিওতেও গান করছেন। বলেন, ‘এটাই আমার পেশা। না লিখলে ভালো লাগে না।
    Last Updated: 04-11-2024
  • APEC এর ৩১তম শীর্ষ সম্মেলন ২০২৪-
    Ans: APEC এর ৩১তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালে পেরুতে অনুষ্ঠিত হবে। এটি পেরুর জন্য তৃতীয়বারের মতো APEC শীর্ষ সম্মেলনের আয়োজন, এর আগে ২০০৮ এবং ২০১৬ সালে পেরু এই সম্মেলনের আয়োজন করেছিল। ২০২৪ সালের APEC শীর্ষ সম্মেলন ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২১টি অর্থনীতির নেতারা অংশগ্রহণ করবেন।

    এই বছরের সম্মেলনের মূল থিম হলো "Empower, Include, Grow," যা অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর জোর দেবে। সম্মেলনের আলোচ্যসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটালাইজেশন, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তি অন্তর্ভুক্ত থাকবে। পেরু এই সম্মেলনের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবে।

    এছাড়া, APEC CEO Summit 2024, ১৩ থেকে ১৫ নভেম্বর লিমাতে অনুষ্ঠিত হবে, যেখানে ১,০০০ এরও বেশি সি-লেভেল নির্বাহী, চিন্তাবিদ এবং সরকারী প্রতিনিধিরা অংশ নেবেন। এই সম্মেলনের থিম "People, Business, Prosperity" এবং এটি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার উপর দৃষ্টি নিবদ্ধ করবে।

    Last Updated: 03-11-2024
  • মৃত্যুর ১৩ বছর পরও যে কারণে গাদ্দাফি 'জীবন্ত'-
    Ans: ২০ অক্টোবর, ২০১১ সালের নিজের জন্মস্থান সির্তে শহর থেকে পালানোর সময় তিনি নিহত হন। শহরটি বিদ্রোহীরা ঘিরে ফেলেছিল। তারা প্রবল আক্রমণ করছিল। পাশাপাশি ন্যাটো বিমান থেকে অবিরাম বোমাবর্ষণ করছিল। ওই সময় শহরটিতে ঢোকা কঠিন ছিল। সেখান থেকে বের হওয়া ছিল প্রায় অসম্ভব। কারণ, গাদ্দাফিকে খুঁজতে তখন সবখানে তল্লাশি চলছিল। পরাশক্তি ড্রোন দিয়ে তাঁকে খুঁজছিল। 

    গাদ্দাফি নিহত হওয়ার আগমুহূর্ত পর্যন্ত তাঁর দেহরক্ষী মোহাম্মাদ খলিফা তাঁর সঙ্গেই ছিলেন। গাদ্দাফি নিহত হওয়ার পর খলিফা মিসরে পালিয়ে যান। তিনি এখন সেখানেই বসবাস করছেন। ব্যাপকভাবে ধারণা করা হয়, গাদ্দাফি ও তাঁর ঘনিষ্ঠ সঙ্গীরা ২০১১ সালের জুন মাসের শুরুতে ত্রিপোলি থেকে সির্তে শহরে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই বহুল প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে মোহাম্মাদ খলিফা বলেছেন, আসলে গাদ্দাফি সির্তে পৌঁছান ওই বছরের ২৩ আগষ্ট।

    সিতে শহরের ফ্রিল্যান্স ব্যবসায়ী ফারাজ ইব্রাহিম ওই দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে বলছিলেন, তিনি ও তাঁর ভাইয়েরা গাদ্দাফির পক্ষ নিয়ে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছিলেন। ওই সময় তাঁর দুই ভাই বিদ্রোহীদের হাতে নিহত হন। তিনি ভাইদের শোকে আচ্ছন্ন হয়েছিলেন। এ রকম সময় একদিন ভোরে তাঁর এক পরিচিত লোক এসে তাঁকে তাঁর সঙ্গে যেতে বলেন। তিনি ওই ব্যক্তির সঙ্গে রওনা হন। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
    ফারাজ বলেন, তাঁকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। ভবনটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে নেওয়ার পর তিনি দেখেন সেখানে স্বয়ং গাদ্দাফি বসে আছেন।

    ফারাজ উত্তেজিত কণ্ঠে বলছিলেন, 'আমি আমার নেতাকে চোখের সামনে এবং নিরাপদ দেখে যারপরনাই খুশি হয়েছিলাম।' এটি ছিল ২০১১ সালের ২৪ আগস্ট, অর্থাৎ গাদ্দাফি নিহত হওয়ার প্রায় দুই মাস আগের ঘটনা।

    ওই বছরের এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে ফারাজের আপন ৪ ভাই এবং তাঁর ১৫ জন আত্মীয়স্বজন 'লিবিয়া ও শহীদ গাদ্দাফির' পক্ষে লড়াই করতে গিয়ে বিদ্রোহীদের হাতে নিহত হন।ফারাজের দুই ধরনের ভূমিকা ছিল। প্রথমত, সির্তে ও
    বানি ওয়ালিদে যোদ্ধাদের কাছে গাদ্দাফির নির্দেশ পৌঁছে দেওয়া; দ্বিতীয়ত, সরকারি বাহিনীর খাবার, জ্বালানি, ওষুধসহ জরুরি জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করা। গাদ্দাফির পাশে শেষ মুহূর্ত পর্যন্ত থাকা এবং আজও তাঁকে সমর্থন করা হাজার হাজার মানুষের মতো ফারাজ তাঁর সিদ্ধান্তের জন্য কোনো অনুশোচনা বোধ করেন না। তিনি বিশ্বাস করেন, তিনি যা করেছেন, তা 'ন্যাটো এবং বিদ্রোহীদের হাত থেকে লিবিয়াকে রক্ষা করার জন্য' করেছেন। ফারাজের মতো মানুষের লিবিয়ার প্রতি গভীর টান এবং বহিরাগত ন্যাটোর আক্রমণ প্রত্যাখ্যানের প্রেক্ষাপট বিবেচনায় না নিলে গাদ্দাফির প্রতি তাঁদের এই জ্বরের আনুগত্য এবং চূড়ান্ত আগস্বীকারের বিষয়টি সহজে ব্যাখ্যা করা বা বোঝা যাবে না।

    কায়রোতে স্বেচ্ছায় নির্বাসনের জীবন বেছে নেওয়া ফারাজ আমাকে ফোনে এ কথা বলেছেন। কায়রোতে পৌঁছানোর আগে তিনি মিসরাতায় বিদ্রোহীদের হাতে ছয় বছরের বেশি সময় ধরে বন্দী ছিলেন। সেখানে বিদ্রোহীদের হাতে তিনি চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। আসলে মৃত্যুর ১৩ বছর পরেও গাদ্দাফি লিবিয়ায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। অনেকের মতে, তিনি দেশটির বিভক্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ।দেখা যায়। তাঁকে ঘিরে জনতার উল্লাস দেখা যায়। লিবিয়ার বিশিষ্ট কবি, গীতিকার এবং সংগীতজ্ঞ আলী আল-কিলানি মনে করেন, গাদ্দাফি 'মারা যাননি'। কারণ, তিনি লিবিয়ার মানুষের মধ্যে সার্বভৌমত্ব ও মর্যাদার ধারণা সৃষ্টি করে গেছেন। মিসরে নির্বাসিত অবস্থায় থাকা আলী আল কিলানি আমাকে টেলিফোনে বলছিলেন, 'লিবিয়া আবার শত শত গাদ্দাফি সৃষ্টি করবে, যারা লিবিয়াকে গাদ্দাফির শাসনামলের মতোই স্বাধীন ও সার্বভৌম হিসেবে প্রতিষ্ঠিত করবে।'
    এই উদ্যাপনগুলো নতুন প্রজন্মের মধ্যে গাদ্দাফির প্রতি একটি বিশেষ আগ্রহের ইঙ্গিত দেয়।

    গাদ্দাফির সাবেক সহকারী ও লিবিয়ার সর্বজনশ্রদ্ধেয় প্লাস্টিক সার্জন মুস্তাফা এলজাইদি মনে করেন, 'পশ্চিমারা গাদ্দাফি-পরবর্তী লিবিয়া নিয়ে আগ্রহ দেখায়নি', তাদের একমাত্র লক্ষ্য ছিল গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরানো এবং এরপর যা-ই ঘটুক, সেটি তাদের কাছে 'ভালো'। তিনি মনে করেন, লিবিয়ায় এখন যে বিভাজন দেখা যাচ্ছে, তার প্রধান কারণ এই বিদেশি হস্তক্ষেপ।

    ২০১৪ সাল থেকে লিবিয়া দুটি প্রশাসনে বিভক্ত হয়ে রয়েছে। একটি ত্রিপোলিতে এবং একটি পূর্বের বেনগাজিতে। এই বিভাজন স্থায়ী রূপ নিতে পারে এবং একসময় একক লিবিয়ার পরিবর্তে দুটি দেশে পরিণত হতে পারে। এখানে বলে রাখি, গাদ্দাফি বিদেশি হস্তক্ষেপ কোনোভাবে বরদাশত করতেন না। এটিও তাঁর মরণোত্তর জনপ্রিয়তার আরেকটি বড় কারণ। এখন এটি স্পষ্ট যে ২০১১ সালের ন্যাটোর হস্তক্ষেপ যদি গাদ্দাফির সবকিছু মুছে ফেলার
    জন্যই হয়ে থাকে, তাহলে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

    Last Updated: 01-11-2024
  • গ্রাফিতি কি-
    Ans: গ্রাফিতি হল একটি আর্বান আর্ট ফর্ম যা সাধারণত সার্বজনীন স্থানের দেয়ালে স্প্রে পেইন্ট বা মার্কার দ্বারা সৃষ্ট। এটি ১৯৬০-৭০ দশকে নিউইয়র্কে উদ্ভব হয়। হিপ হপ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত পরিচয় প্রকাশ ও সামাজিক বার্তা সম্প্রচার। শিল্পীরা তাদের নাম বা ট্যাগ ব্যবহার করে থাকে। বর্তমানে অনেক দেশে এর আইনি মর্যাদা রয়েছে এবং এটি এক ধরনের সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবে বিবেচিত হয়।
    Last Updated: 01-11-2024
  • ৪ হাজার বছরের পুরনো শহরের সন্ধান-
    Ans: প্রশ্ন: আধুনিক কোন দেশের মরূদ্যানে ৪ হাজার বছরের পুরনো সুরক্ষিত শহর আবিষ্কার হয়েছে?
    উত্তর: সৌদি আরব।
    প্রশ্ন: শহরটির নাম কী ছিল?
    উত্তর: আল-নাতাহ।
    প্রশ্ন: এই প্রাচীন শহরটি কত কিলোমিটার দীর্ঘ প্রাচীর দ্বারা ঘেরা ছিল?
    উত্তর: ১৪.৫ কিলোমিটার।
    প্রশ্ন: কোন প্রত্নতাত্ত্বিকের নেতৃত্বে এই শহর আবিষ্কৃত হয়েছে?
    উত্তর: গিলিয়াম শার্লক্স।
    প্রশ্ন: কোন সময়কালে আল-নাতাহ শহরটি গড়ে উঠেছিল?
    উত্তর: খ্রিস্টপূর্ব ২৪০০ অব্দে।

    Last Updated: 01-11-2024
  • ভারত ও চীনের মধ্য টহল চুক্তি-
    Ans: প্রশ্ন: সম্প্রতি ভারত ও চীনের মধ্য কোন চুক্তির জন্য সমঝোতা হয়?
    উত্তর: টহল চুক্তি।
    প্রশ্ন: ভারত ও চীনের মধ্যে সীমান্ত টহল ব্যবস্থা কার্যকর করার চুক্তি কত বছর পর হয়?
    উত্তর: চার বছর পর।
    প্রশ্ন: কোন সম্মেলনের আগে ভারত-চীন সীমান্ত চুক্তির ঘোষণা দেওয়া হয়?
    উত্তর: ব্রিকস শীর্ষ সম্মেলন।
    প্রশ্ন: ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল?
    উত্তর: ১৯৬২ সালে।
    প্রশ্ন: ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা কী নামে পরিচিত?
    উত্তর: LAC (Line of Actual Control)।
    প্রশ্ন: ২০২০ সালে কোন উপত্যকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়?
    উত্তর: গালওয়ান উপত্যকা।

    Last Updated: 26-10-2024
  • পলিথিন ব্যবহার ও আইন-
    Ans: ১. প্রশ্ন: কোন সরকার ২০০২ সালে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন করেছিল?
    উত্তর: বিএনপি সরকার
    ২. প্রশ্ন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টার নাম কী?
    উত্তর: সৈয়দা রিজওয়ানা হাসান
    ৩. প্রশ্ন: পরিবেশ অধিদপ্তর কবে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করেছে?
    উত্তর: ২৯ সেপ্টেম্বর
    ৪. প্রশ্ন: দেশের বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন কার্যক্রম কবে থেকে শুরু হবে?
    উত্তর: ১ অক্টোবর
    ৫. প্রশ্ন: দেশে প্রতিদিন কত পলিথিন ব্যাগ উৎপাদিত হয়?
    উত্তর: ১ কোটি ৪০ লাখ
    ৬. প্রশ্ন: পরিবেশ সুরক্ষার জন্য পলিথিনের বিকল্প হিসেবে কোন ধরনের ব্যাগ ব্যবহারের কথা বলা হয়েছে?
    উত্তর: পাট ও কাপড়ের ব্যাগ
    ৭. প্রশ্ন: পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের কারণে ঢাকার কোন নদীগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?
    উত্তর: বুড়িগঙ্গা ও ঢাকার চারপাশের নদীগুলো
    ৮. প্রশ্ন: প্রতি দিন শুধুমাত্র ঢাকায় কত পলিথিন ব্যাগ জমা হয়?
    উত্তর: প্রায় দুই কোটি
    ৯. প্রশ্ন: ১ নভেম্বর থেকে সরকার কোন কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে?
    উত্তর: পলিথিন কারখানাগুলোয় অভিযান
    ১০. প্রশ্ন: পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও কত শতাংশ মানুষ প্রতিদিন এই পণ্য ব্যবহার করেন? - উত্তর: ৮০ শতাংশ

    Last Updated: 19-10-2024
  • ২০২৪ শান্তিতে নোবেল তথ্য -
    Ans:
    ১. প্রশ্ন: ২০২৪ শান্তিতে নোবেল পেয়েছে কোন প্রতিষ্ঠান?
    উত্তর: নিহন হিদানকায়ো
    ২. প্রশ্ন: নিহন হিদানকায়ো সংগঠনটির সহপ্রধানের নাম কী?
    উত্তর: তোশিউকি মিমাকি
    ৩. প্রশ্ন: নিহন হিদানকায়ো সংগঠনটি কবে গঠিত হয়?
    উত্তর: ১৯৫৬ সালে, জাপানে পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে সংগঠনটি গঠিত হয়।
    ৪. প্রশ্ন: জাপানের কোন দুই শহরে পারমাণবিক বোমা হামলা হয়েছিল?
    উত্তর: হিরোশিমা ও নাগাসাকি
    ৫. প্রশ্ন: এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা কত ছিল?
    উত্তর: ৮৯টি
    ৬. প্রশ্ন: গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন কোন ব্যক্তি?
    উত্তর: নার্গিস মোহাম্মদি
    ৭. প্রশ্ন: নার্গিস মোহাম্মদি কোন দেশের মানবাধিকারকর্মী?
    উত্তর: ইরান

    Last Updated: 19-10-2024
  • ইরান–ইসরায়েল যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে কী পরিস্থিতি হবে-
    Ans: প্রশ্ন: মধ্যপ্রাচ্যের কৌশলগত তিনটি বাণিজ্যপথের নাম কী?
    উত্তর: হরমুজ প্রণালি, সুয়েজ খাল ও বাব এল-মান্দেব প্রণালি।
    প্রশ্ন: বাহরাইনের জাতীয় বাজেটের কত শতাংশ তেল রপ্তানির ওপর নির্ভরশীল?
    উত্তর: ৬০ শতাংশ।
    প্রশ্ন: সৌদি আরব প্রতিদিন কত ব্যারেল তেল রপ্তানি করে?
    উত্তর: ৬০ লাখ ব্যারেল।
    প্রশ্ন: সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন কত ব্যারেল তেল রপ্তানি করছে?
    উত্তর: ৩০ লাখ ব্যারেল।
    প্রশ্ন: কাতার প্রতিবছর কত বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে?
    উত্তর: ১০০ বিলিয়ন ডলার।
    প্রশ্ন: কুয়েতের আয়ের কত শতাংশ পেট্রোলিয়াম পণ্য থেকে আসে?
    উত্তর: ৯০ শতাংশ।
    প্রশ্ন: সৌদি আরবের রূপকল্প–২০৩০ বাস্তবায়নের জন্য কত বিলিয়ন বিদেশি বিনিয়োগ দরকার?
    উত্তর: ২৭০ বিলিয়ন ডলার
    প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ কোনটি?
    উত্তর: সৌদি আরব।
    প্রশ্ন: মধ্যপ্রাচ্যের দেশগুলো একক তেলনির্ভরতা থেকে বেরিয়ে আসতে সৌদি আরব কোন প্রকল্পটি হাতে নিয়েছে?
    উত্তর: রূপকল্প–২০৩০।

    Last Updated: 19-10-2024
  • অবৈধ পাখি–বাণিজ্য:
    Ans: প্রশ্নঃ অবৈধ পাখি–বাণিজ্য নিয়ন্ত্রণ করা ব্যর্থ হওয়াতে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করেছে?
    উত্তরঃ সাইটিস (CITES)
    প্রশ্নঃ সাইটিস (CITES) এর পূর্ণ রূপ কী?
    উত্তর: কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইনডেঞ্জারড স্পিসিস অব ওয়াইল্ড ফাউনা অ্যান্ড ফ্লোরা। অবৈধ পাখি–বাণিজ্য বিস্তার লাভ করায় বন্য প্রাণী ও উদ্ভিদ–বাণিজ্য নিয়ন্ত্রণ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে গত জুলাই মাসে।
    প্রশ্নঃ সাইটিস কোন সালে বাংলাদেশকে সতর্ক করে চিঠি দেয়?
    উত্তর: 2023
    প্রশ্নঃ বাংলাদেশের কোন নীতিমালা আধুনিকায়নের সুপারিশ করে সাইটিস?
    উত্তর: পোষা পাখি পালনের নীতিমালা 2020
    প্রশ্নঃ এখন পর্যন্ত বাংলাদেশে পোষা প্রাণী-বাণিজ্য সম্পর্কিত কতটি আন্তর্জাতিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে?
    উত্তর: দুটি

    Last Updated: 19-10-2024
  • ভাসমান জেটি প্রকল্প
    Ans:
    প্রশ্নঃ "সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন" প্রকল্পটি কোথায়?
    উত্তর: মহেশখালীর গভীর সমুদ্রে।
    প্রশ্ন: 'সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন বা ভাসমান জেটি' প্রকল্পের নির্মাণ (ইপিসি) ঠিকাদার কোন কোম্পানি ছিল?
    উত্তর: চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিপিপিইসি)।
    প্রশ্ন: ভাসমান জেটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল কবে?
    উত্তর: ৩০ আগস্ট ২০১৮।
    প্রশ্ন: ভাসমান জেটি প্রকল্পের প্রাথমিক বাজেট কত ছিল?
    উত্তর: ৫ হাজার কোটি টাকা।
    প্রশ্ন: ভাসমান জেটি প্রকল্পের পাইপলাইনের দৈর্ঘ্য কত?
    উত্তর: ১১০ কিলোমিটার।
    সোর্সঃ প্রথম-আলো।

    Last Updated: 19-10-2024
  • ভারতের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে কোন সময় পর্যন্ত বাংলাদেশ থেকে আসামে যাওয়া ব্যক্তিদের বৈধ নাগরিক হিসেবে গণ্য করা হবে?
    Ans: ১৯৬৬ সালের ১ জানুয়ারি থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত।
    Last Updated: 18-10-2024
  • যুক্তরাষ্ট্রের নির্বাচন-
    Ans: প্রশ্ন: ‘সেভেন সিস্টার্স’ শব্দযুগলের উপস্থিতি কোন মিথলজিতে পাওয়া যায়?
    উত্তর: গ্রিক।
    প্রশ্ন: ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলোকে কী নামে পরিচিত করা হয়?
    উত্তর: সেভেন সিস্টার্স, এটি নামকরণ করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
    প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেভেন সিস্টার্স বলতে কাদের বোঝানো হয়?
    উত্তর: সাতটি কলেজ, যা নারীদের শিক্ষার জন্য।
    প্রশ্ন: ইলেকটোরাল কলেজে সর্বাধিক কয়টি ভোট থাকে?
    উত্তর: ৫৫।
    প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবচেয়ে কম ভোট কয়টি রাজ্যের থাকে?
    উত্তর: ৩।
    প্রশ্ন: সুইং স্টেট হিসেবে কতটি রাজ্য এবারের নির্বাচনে আছে?
    উত্তর: সাতটি। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষেত্রে ‘সেভেন সিস্টার্স’ বলেতে এইগুলোকে বুঝায়।
    প্রশ্ন: এই নির্বাচনে সুইং স্টেট কি কি?
    উত্তর: জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা।
    সোর্সঃ প্রথম-আলো

    Last Updated: 18-10-2024
  • সুচিনশান-অ্যাটলাস ধূমকেতু-
    Ans: প্রশ্ন: প্রতি কত বছর পর সুচিনশান-অ্যাটলাস ধূমকেতুটি দেখা যায়?
    উত্তর: প্রতি ৮০ হাজার বছর।
    প্রশ্ন: ২০২৩ সালে কোন দুটি মানমন্দির ধূমকেতুটি আবিষ্কার করেছিল?
    উত্তর: সুচিনশান অবজারভেটরি (চীন) এবং অ্যাটলাস (দক্ষিণ আফ্রিকা)।
    প্রশ্ন: সুচিনশান-অ্যাটলাস ধূমকেতু পৃথিবীর কত মাইলের মধ্যে এসেছিল?
    উত্তর: প্রায় ৪ কোটি ৪৯ লাখ মাইল।
    প্রশ্ন: ২০২৪ সালে ধূমকেতুটি সবচেয়ে কাছাকাছি কবে দেখা গেছে?
    উত্তর: ১২ অক্টোবর।
    প্রশ্ন: ধূমকেতুটি দেখা যাবে কবে পর্যন্ত?
    উত্তর: ৩০ অক্টোবর পর্যন্ত।

    Last Updated: 18-10-2024
  • আনুপাতিক পদ্ধতির নির্বাচন-
    Ans: সংখ্যানুপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলো আসনভিত্তিক কোনো প্রার্থী থাকবে না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেবেন। একটি দল যত শতাংশ ভোট পাবে, সে অনুপাতে সংসদের আসন বণ্টন হবে।
    ১. প্রশ্ন: আনুপাতিক পদ্ধতিতে ব্যালটে কিসের প্রতীকে ভোট দেওয়া হয়?
    উত্তর: দলীয়
    ২. প্রশ্ন: আসন বণ্টন কিসের উপর ভিত্তি করে হয়?
    উত্তর: অনুপাত
    ৩. প্রশ্ন: বিশ্বের কতটি দেশে আনুপাতিক নির্বাচনব্যবস্থা প্রচলিত?
    উত্তর: ৯১টি
    ৪. প্রশ্ন: বর্তমান সংবিধানে জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
    উত্তর: ৩৫০
    ৫. প্রশ্ন: OECD দেশগুলোর কত শতাংশ আনুপাতিক নির্বাচনব্যবস্থা অনুসরণ করে?
    উত্তর: ৭০%
    ৬. প্রশ্ন: OECD কি?
    উত্তর: অর্গানাইজেশন অব ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড কো–অপারেশন
    ৭. প্রশ্ন: বিশ্বব্যাপী কয় ধরনের নির্বাচনপদ্ধতি বেশি প্রচলিত?
    উত্তর: দুই
    ৮. প্রশ্ন: 'ফার্স্ট পাস্ট দ্য পোস্ট' পদ্ধতির সংক্ষিপ্ত নাম কী?
    উত্তর: এফপিটিপি
    ৯. প্রশ্ন: 'প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন' পদ্ধতির সংক্ষিপ্ত নাম কী?
    উত্তর: পিআর
    ১০. প্রশ্ন: বাংলাদেশের নির্বাচন কিসের ভিত্তিতে হয়?
    উত্তর: সংসদীয়
    ১১. প্রশ্ন: বাংলাদেশের বর্তমান নির্বাচন পদ্ধতি কী নামে পরিচিত?
    উত্তর: এফপিটিপি

    Last Updated: 18-10-2024
  • বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে ২৬টি দরিদ্র দেশ-
    Ans: প্রশ্নঃ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কতটি অতি দরিদ্র দেশ সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে?
    উত্তর: 26টি
    প্রশ্নঃ এই দেশগুলোতে বিশ্বের কত শতাংশ দরিদ্র মানুষ বসবাস করে?
    উত্তরঃ 40%
    প্রশ্নঃ প্রাকৃতিক দুর্যোগের ফলে বছরে এই দেশ গুলোতে কত শতাংশ করে জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে?
    উত্তরঃ 2%
    প্রশ্নঃ আইডিএ-র মাধ্যমে এই দেশগুলোকে সাহায্য করতে বিশ্বব্যাংক কত ডলার সংগ্রহের পরিকল্পনা করছে?
    উত্তরঃ এক হাজার কোটি ডলার
    প্রশ্ন: বিশ্বব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কোন দুটি বিষয়ে পরামর্শ দিয়েছে?
    উত্তরঃ কর-সংগ্রহ-বৃদ্ধি, সরকারি-ব্যয়-দক্ষতা
    প্রশ্নঃ বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কত সাল থেকে অতি দরিদ্র দেশগুলো সবচেয়ে খারাপ অর্থনৈতিক অবস্থার মুখোমুখি হয়েছে?
    উত্তরঃ 2006
    প্রশ্নঃ অতি দরিদ্র দেশগুলোর ঋণের মাত্রা কত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে?
    উত্তরঃ 18
    প্রশ্নঃ আইডিএ কি?
    উত্তরঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা

    Last Updated: 18-10-2024
  • যুক্তরাষ্ট্র শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ দিচ্ছে ইসরায়েলকে
    Ans: প্রশ্ন ১: থাডের পুরো নাম কী?
    উত্তর: টারমিনাল হাই–অল্টিচিউড এরিয়া ডিফেন্স
    প্রশ্ন ২: থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কত কিলোমিটার দূরত্বে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে?
    উত্তর: ১৫০ থেকে ২০০ কিলোমিটার
    প্রশ্ন ৩: থাড কোন দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা?
    উত্তর: যুক্তরাষ্ট্র
    প্রশ্ন ৪: থাড কোন ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে?
    উত্তর: স্বল্প, মধ্য ও ইন্টারমিডিয়েট ক্ষেপণাস্ত্র
    প্রশ্ন ৫: থাডের রাডার ব্যবস্থার নাম কী?
    উত্তর: এএন/টিপিওয়াই–২
    প্রশ্ন ৬: কোন দেশে প্রথমবারের মতো থাড মোতায়েন করা হয়েছিল?
    উত্তর: ইসরায়েল, ২০১৯ সালে
    প্রশ্ন ৭: থাড কবে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল?
    উত্তর: ২০১৭, উত্তর কোরিয়ার বিপক্ষে।

    Last Updated: 18-10-2024
  • অন্তঃসত্ত্বা মায়ের থেকে মাইক্রোপ্লাস্টিক চলে যেতে পারে গর্ভস্থ শিশুর শরীরেও-
    Ans: প্রশ্ন: কোন উপায়ে মাইক্রোপ্লাস্টিক গর্ভস্থ শিশুর শরীরে প্রবেশ করতে পারে?
    উত্তর: অন্তঃসত্ত্বা মায়ের শরীর থেকে।
    প্রশ্ন: পরীক্ষায় ইঁদুর মায়েদের শরীরে কোন মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো হয়েছিল?
    উত্তর: পলিঅ্যামাইড-১২।
    প্রশ্ন: ইঁদুর মায়েদের শরীরে কীভাবে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো হয়েছিল?
    উত্তর: শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে।

    Last Updated: 18-10-2024
  • ভিমরুলের কামড় বিপজ্জনক কেন?
    Ans:
    ভিমরুলের কামড় সাধারণত বিপজ্জনক হয় তার বিষের কারণে। ভিমরুলের দংশন থেকে বিষ মানুষের শরীরে প্রবেশ করে, যা অ্যালার্জি বা অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কয়েকটি কারণ:

    1. অ্যানাফাইল্যাকটিক শক: কিছু মানুষ ভিমরুলের বিষের প্রতি অ্যালার্জিক হতে পারে। এতে শরীরে হঠাৎ করে তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া (anaphylaxis) দেখা দেয়, যার ফলে শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া, এবং এমনকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে এটি প্রাণঘাতী হতে পারে।

    2. বিষের প্রভাব: ভিমরুলের বিষে প্রোটিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, যা সরাসরি স্নায়ুতন্ত্র ও কোষের ক্ষতি করতে পারে। অতিরিক্ত কামড়ের ফলে এই বিষের পরিমাণ বেড়ে গেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।

    3. মাল্টিপল কামড়: ভিমরুল আক্রমণ করলে সাধারণত একাধিক কামড় দেয়। ফলে বিষের পরিমাণ বেশি হয়, যা স্বাভাবিক শারীরিক প্রতিরোধ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে। বেশি কামড়ের কারণে বিষ দ্রুত ছড়িয়ে পড়লে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।

    তবে, সবার ক্ষেত্রে ভিমরুলের কামড় প্রাণঘাতী হয় না। যারা অ্যালার্জিক বা একাধিক কামড়ের শিকার হন, তাদের জন্য এটি বেশি বিপজ্জনক হয়ে ওঠে।

    Last Updated: 14-10-2024
  • বাংলাদেশের জিডিপিতে প্রায় কতটি খাত আছে?
    Ans: ১৯টি
    Last Updated: 14-10-2024
  • দানিউব নদীর পাশে সুন্দর সভ্যতা তৈরি করতে পারে, আমরা কেন পারি না-
    Ans:
    পৃথিবীর প্রাচীনতম সভ্যতার উন্মেষ ঘটিয়াছিল যেই সকল স্থানে, সেই সকল স্থানের মধ্যে দানিউব উপত্যকা অন্যতম। পৃথিবী বিখ্যাত বিভিন্ন গল্পে, কবিতায় দানিউব নদীর উপস্থিতিই সবচাইতে অধিক। এমনকি দানিউবের কথা উঠিয়া আসিয়াছে আমাদের বাংলা সাহিত্যের অনেক কবি-লেখকের ভ্রমণকাহিনিতেও। দানিউব হইল ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। ভলগা নদীর পর ইহার অবস্থান। এই নদীর তীরে গড়িয়া উঠিয়াছে প্রাচীন রোম সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অসংখ্য নিদর্শন। ইহা ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। উৎপত্তি জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে। সেইখান হইতে ইহা পূর্বদিকে প্রায় ২ হাজার ৮৫০ কিলোমিটার প্রবাহিত হইয়া রোমানিয়ার উপকূলে কৃষ্ণসাগরে পতিত হইয়াছে। দানিউব ১০টি দেশের সীমান্ত জুড়িয়া রহিয়াছে। দেশগুলি হইল-ইউক্রেন, মলদোভা, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও জার্মানি। এই নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আছে জার্মানির উল্ল্য, রেগেন্সবুর্গ ও পাসাউ; অস্ট্রিয়ার লিঙ্গ ও রাজধানী ভিয়েনা; স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা; হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট: সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং রুমানিয়ার গালাতি ও ব্রাইলা: কিন্তু এই নদীর পানি বণ্টন বা বাণিজ্যপথ লইয়া শুনা যায় না তেমন কোনো অভিযোগ। নাই দখল-দূষণের উৎপাত। বরং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত দানিউব। পাহাড়, বন, জঙ্গল, উঁচুনিচু ও সমতল ভূমির পথে বহিয়া চলিয়াছে এই নদী। নিরাপদে ও নির্ঝঞ্ঝাটে। ইহার তীর জুড়িয়া গড়িয়া উঠিয়াছে আধুনিক সভ্যতার সকল স্থাপনা। ইহার দুই পার্শ্ব এত শক্ত করিয়া বাঁধাই করা যে, প্রবল স্রোতের বন্যায় বাঁধ ভাঙার কোনো আশঙ্কা নাই। দানিউবের তীর ঘেঁষিয়া রহিয়াছে সুন্দর রাস্তা। ইহা প্রায় ২ কোটি মানুষের পানীয় জল, জলবিদ্যুৎ, সেচ ও শিল্প, মৎস্যসম্পদ প্রভৃতির বড় উৎস; কিন্তু ইহা লইয়া নাই কোনো দ্বন্দ্ব বা সংঘাত-সংঘর্ষ।
     
    বাংলাদেশে ছোট-বড় মিলাইয়া রহিয়াছে সাড়ে ৭০০ নদী; কিন্তু আমরা কি তাহার নাব্য ও পরিবেশ রক্ষা করিতে পারিতেছি? ব্রিটিশ আমলে আমাদের দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল ১৪ হাজার ৩৮ কিলোমিটার। ২ হাজার কিলোমিটার কমিয়া পাকিস্তান আমলে ইহার পরিমাণ দাঁড়ায় ১২ হাজার কিলোমিটার, শুকনা মৌসুমে যাহা দাঁড়ায় ৮ হাজার কিলোমিটারে। এখন স্বাধীন বাংলাদেশে নদী খননের পরও তাহা প্রায় ৪ হাজার কিলোমিটারে ঠেকিয়াছে। ইহা ছাড়া আমাদের ৫৭টি আন্তঃসীমান্ত নদী রহিয়াছে যাহার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং তিনটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। ইহা ছাড়া এই সকল নদীর অন্যান্য অববাহিকাভুক্ত দেশ হইতেছে ভারত, নেপাল, ভুটান ও চীন।

    Last Updated: 12-10-2024
Showing 2041 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events