সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ৯ জুলাই ২০২৪ চীন ও বেলারুশের যৌথ সামরিক মহড়ার নাম কী?
    Ans: ফ্যালকন অ্যাসাল্ট।
    Last Updated: 07-08-2024
  • ২৪ জুলাই ২০২৪ টাইফুন গেইমি কোন দেশে আঘাত হানে?
    Ans:  ফিলিপাইন।
    Last Updated: 07-08-2024
  • সম্প্রতি প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
    Ans: সিঙ্গাপুর সিটি।
    Last Updated: 07-08-2024
  • বিশ্বের ১৪৭টি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে?
    Ans: ৫,৪০০ টি।
    Last Updated: 07-08-2024
  • কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কী?
    Ans: জেনারেল জেনি ক্যারিগনান।
    Last Updated: 07-08-2024
  • দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কী?
    Ans: মান্দিসা মায়া।
    Last Updated: 07-08-2024
  • দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ২১ সেপ্টেম্বর ২০২৪।
    Last Updated: 07-08-2024
  • ২৫ জুলাই ২০২৪ এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে?
    Ans: ইন্দোনেশিয়া।
    Last Updated: 07-08-2024
  • ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর তালিকায় স্থান পায়?
    Ans: আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র।
    Last Updated: 07-08-2024
  • মালি-নাইজার-বুরকিনা ফাসো কনফেডারেশন কবে গঠিত হয়?
    Ans: ৬ জুলাই ২০২৪।
    Last Updated: 07-08-2024
  • ৯ জুলাই ২০২৪ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কী?
    Ans: তার্কসাত ৬এ।
    Last Updated: 07-08-2024
  • ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ?
    Ans:  ব্রাজিল।
    Last Updated: 07-08-2024
  • ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী? 
    Ans: মাসুদ পেজেশকিয়ান।
    Last Updated: 07-08-2024
  • বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে?
    Ans: ৭৮টি।
    Last Updated: 07-08-2024
  • মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? 
    Ans: প্রধানমন্ত্রীর কার্যালয়।
    Last Updated: 07-08-2024
  • বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কী হবে?
    Ans: পরিচালক (প্রশাসন ও অর্থ)।
    Last Updated: 07-08-2024
  • পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয়?
    Ans: ১ জুলাই ২০২৪।
    Last Updated: 07-08-2024
  • জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?
    Ans: তারেক মো. আরিফুল ইসলাম।
    Last Updated: 07-08-2024
  • দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে?
    Ans: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
    Last Updated: 07-08-2024
  • নৌপরিবহণ মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কী হবে?
    Ans: বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়।
    Last Updated: 07-08-2024
  • মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কী হবে? 
    Ans: নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
    Last Updated: 07-08-2024
  • দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে?
    Ans: মাদারীপুরের শিবচরে।
    Last Updated: 07-08-2024
  • বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (EU) ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
    Ans: ৮ জুলাই ২০২৪।
    Last Updated: 07-08-2024
  • ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (ICC) ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের ২০২৪-২৭ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি?
    Ans: আইনজীবী ব্যারিস্টার মঈন গনি।
    Last Updated: 07-08-2024
  • ২০২৫ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে?
    Ans: জাপানিজ এনকেফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন।
    Last Updated: 07-08-2024
  • বাংলাদেশ-ভারত সীমান্তে আসামের মানকাচর অভিবাসন কেন্দ্র কবে চালু হয়?
    Ans: ২৫ জুলাই ২০২৪।
    Last Updated: 07-08-2024
  • নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন কোন খেলোয়াড়?
    Ans:  জাসপ্রিত বুমরাহ (ভারত)।
    Last Updated: 08-07-2024
  • নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে ‘ম্যান অব দ্যা ম্যাচ' হন কোন খেলোয়াড়?
    Ans: বিরাট কোহলি (ভারত)।
    Last Updated: 08-07-2024
  • নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর চ্যাম্পিয়ন কোন দেশ?
    Ans: ভারত ।
    Last Updated: 08-07-2024
  • টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন?
    Ans: অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স
    Last Updated: 08-07-2024
Showing 2101 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events