সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ‘ইউনিয়ন পরিষদ সচিব' পদের বর্তমান নাম কী?
    Ans: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
    Last Updated: 08-07-2024
  • জাতিসংঘে পাস হওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব কতটি?
    Ans: ৩টি
    Last Updated: 11-06-2024
  • কোন জেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।?
    Ans: বরিশাল
    Last Updated: 11-06-2024
  • নারী টি-২০ বিশ্বকাপ
    Ans: • ৫ মে ২০২৪ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা ও ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর নারী টি-২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন ।

    • আয়োজন : নবম |
    • সময়কাল : ৩-২০ অক্টোবর ২০২৪ |
    • স্বাগতিক : বাংলাদেশ (দ্বিতীয়বারের মতো)
    • ভেন্যু : ২টি— শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
    • অংশগ্রহণকারী দল : ১০টি।
    • মোট ম্যাচ : ২৩টি।
    • খেলার ফরম্যাট : টি-২০।

    Last Updated: 10-06-2024
  • দেশে নদীবন্দর এখন ৪৮টি
    Ans: - ৯ সেপ্টেম্বর ১৯৬০ তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) প্রথম ৬টি স্থানকে নদীবন্দর ঘোষণা করা হয়।
    - এরপর বিভিন্ন সময়ে আরও ৪৬টি স্থান নদীবন্দর ঘোষিত হয়।
    - আর সর্বশেষ ২৮ এপ্রিল ২০২৪ বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী নদীবন্দরকে ৪৭তম এবং রাজশাহী নদীবন্দরকে দেশের ৪৮তম নদীবন্দর ঘোষণা করা হয় ।

      সর্বশেষ ঘোষিত ৫টি নদীবন্দরের
      তম ও নাম → ঘোষণার তারিখ → গেজেট প্রকাশঃ
    • ৪৪তম নরসিংহপুর নদীবন্দর, শরীয়তপুর → ২৮ ডিসেম্বর ২০২৩ → ৩১ ডিসেম্বর ২০২৩
    • ৪৫তম বাঞ্ছারামপুর নদীবন্দর, ব্রাহ্মণবাড়িয়া → ২৮ ডিসেম্বর ২০২৩ → ৩১ ডিসেম্বর ২০২৩
    • ৪৬তম সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী → ২৮ ডিসেম্বর ২০২৩ → ৩১ ডিসেম্বর ২০২৩
    • ৪৭তম মোংলা ঘষিয়াখালী নদীবন্দর, বাগেরহাট → ২৮ এপ্রিল ২০২৪ → ২৯ এপ্রিল ২০২৪
    • ৪৮তম রাজশাহী নদীবন্দর, রাজশাহী → ২৯ এপ্রিল ২০২৪ → ৩০ এপ্রিল ২০২৪

    Last Updated: 10-06-2024
  • টি-২০ বিশ্বকাপ ২০২৪
    Ans: • আয়োজনে : নবম
    • সময়কাল : ১-২৯ জুন ২০২৪
    • স্বাগতিক : যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
    • ভেন্যু: ৯টি
    • অংশগ্রহণকারী দল : ২০টি
    • ম্যাচ : ৫৫টি
    • খেলার ফরম্যাট : গ্রুপ পর্ব, সুপার ৮ ও নকআউট
    • উদ্বোধনী ম্যাচ : যুক্তরাষ্ট্র-কানাডা (গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, টেক্সাস, যুক্তরাষ্ট্র)
    • ফাইনাল ম্যাচ : কিংস্টন ওভাল, ব্রাইড টাউন, বার্বাডোস।

    বিশ্বকাপের ২০ দল
    - আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
    - ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে শীর্ষ ৮ দল ও ১৪ নভেম্বর ২০২২ আইসিসির র‍্যাংকিং তালিকার আরও দুটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে।
    - এছাড়া আইসিসির আঞ্চলিক বাছাইপর্ব থেকে বাকি আট দল বিশ্বকাপে খেলার সুযোগ পায়।
    - মূলপর্বে উত্তীর্ণ ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতি গ্রুপে পাঁচটি করে দল ।
    - A : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
    - B : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান
    - C: ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি; আফগানিস্তান ও উগান্ডা
    - D : দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল ।
    - প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ৮ পর্বে উন্নীত হবে ।


    Last Updated: 10-06-2024
  • রাশিয়ার প্রধানমন্ত্রী
    Ans: - ১০ মে ২০২৪ রাশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুস্তিনের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    - দেশটির ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া পার্টি” সর্বসম্মতিক্রমে মিশুস্তিনকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেওয়ার পর পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমায় ৪২৪ ভোটের মধ্যে ৩৮৩ ভোট পান তিনি।
    - এর আগে ৭ মে ২০২৪ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নেন ভ্লাদিমির পুতিন।
    - মিখাইল মিশুস্তিন এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।
    - ৫৩ বছর বয়সি মিশুস্তিন ১৯৯৯ সাল থেকে আমলা হিসেবে দায়িত্বরত আছেন ।

    Last Updated: 09-06-2024
  • বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ 
    Ans: - ৮ মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে 'ক্রলিং পেগ' পদ্ধতি চালু করে।
    - ক্রলিং পেগ চালু করে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন করে।
    - প্রথম দিনেই ডলারের দাম ৭ টাকা বা ৬.৩৬% বাড়িয়ে মধ্যবর্তী এ দর নির্ধারণ করা হয় ১১৭ টাকা।

    বিনিময় হারের ইতিহাস
    - মানুষ যখন ব্যবসা-বাণিজ্য শুরু করে, তখন থেকেই বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থা চালু হয় ।
    - ৫০০ বছর আগে বিশ্বের প্রথম বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার চালু হয় আমস্টারডামে।
    - ১৮৭৫ সালে বিনিময় হার নির্ধারণে স্বর্ণ মান ব্যবস্থা চালু হয় ।
    - অর্থাৎ একটি দেশের মজুতে যত সোনা রয়েছে, ঠিক ততো মুদ্রাই তারা ছাপতে পারবে।
    - এ ব্যবস্থা ভেঙে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর।
    - ১৯৩১ সালে গোল্ড স্ট্যান্ডার্ড প্রথম পরিত্যাগ করে গ্রেট ব্রিটেন।
    - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১-১২ জুলাই ১৯৪৪ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরের অর্থনৈতিক সম্মেলন থেকে উদ্ভব হয় ব্রেটন উডস ব্যবস্থার ।
    - ১৫ আগস্ট ১৯৭১ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্রেটন উডস ব্যবস্থা বাতিল করে দেন।
    - মার্কিন ডলার সোনায় রূপান্তরের ক্ষমতা বাতিল করার এ পদক্ষেপকে বলা হয় ‘গোল্ডেন উইন্ডো' বন্ধ করা, যাকে অনেকে ‘নিক্সন শক’ বলে থাকেন।
    - এরপর ১ মার্চ ১৯৭৩ থেকে যে যার মতো করে বিনিময় ব্যবস্থা অনুসরণ করা শুরু করে।
    - আর এভাবেই বিশ্বে যাত্রা শুরু হয় ভাসমান বা ফ্লোটিং বিনিময় হারের । আর যারা দুর্বল, তারা বেছে নেয় স্থির বিনিময় হারকে।
    - সেই বিনিময় হারের আরেক সংস্করণ ‘ক্রলিং পেগ' ।

    বাংলাদেশ প্রেক্ষাপট
    - স্বাধীনতার পূর্বে বাংলাদেশের মধ্যবর্তী মুদ্রা ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
    - ১ জানুয়ারি ১৯৭২ পাকিস্তানি রুপির পরিবর্তে বাংলাদেশি মুদ্রা হিসেবে টাকাকে জাতীয় মুদ্রা করা হয়।
    - ১১ জানুয়ারি ১৯৮৩ সালের সময় পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলারকে মধ্যবর্তী মুদ্রা হিসেবে বেছে নেওয়া হয়।
    - সর্বশেষ ৮ মে ২০২৪ বাংলাদেশ ব্যাংক টাকা-ডলারের বিনিময় হার নির্ধারণে 'ক্রলিং পেগ’ পদ্ধতি চালু করে ।
    - উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে মুদ্রা ভাসমান করার পূর্ব পর্যন্ত বাংলাদেশে মোট ৮৬ বার টাকার অবমূল্যায়ন এবং ২ বার অতিমূল্যায়ন করা হয়।

    মুদ্রা বিনিময়ের পদ্ধতি
    সাধারণত ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ১) হার্ড পেগ (Hard Peg) এবং ২) সফট পেগ (Soft Peg) ।
    - হার্ড পেগ পদ্ধতিতে সরকার বৈদেশিক মুদ্রার মান নিজে ঠিক করে দেয় ।
    - সফট পেগ পদ্ধতিতে বাজারের ওপরে মুদ্রার মান ছেড়ে দেওয়া হয় । তবে সরকার বা ব্যাংক চাইলে সফট পেগ পদ্ধতিতে ডলারের একটি সম্ভাব্য দাম ধরে দিতে পারে ।
    - এছাড়া অনেক দেশে ডলারের মান সম্পূর্ণ বাজারমুখী রাখতে এবং হস্তক্ষেপবিহীন মান নির্ধারণে ভাসমান বিনিময় হার ব্যবহার করা হয় ৷

    ক্রলিং পেগ: ইংরেজি শব্দ 'ক্রলিং' (Crawling)-এর বাংলা অর্থ ‘হামাগুড়ি দেওয়া’, আর 'পেগ' (Peg) শব্দটির নানা অর্থ হলেও অর্থনীতির মুদ্রা ব্যবস্থায় এর অর্থ 'নির্দিষ্ট সীমা’।

    Last Updated: 09-06-2024
  • ৩১তম GI পণ্য টাঙ্গাইল শাড়ি
    Ans: - ৬ ফেব্রুয়ারি ২০২৪ টাঙ্গাইল জেলা প্রশাসক টাঙ্গাইল শাড়িকে GI পণ্যের জন্য আবেদন করে ।
    - এরপর ৭ ফেব্রুয়ারি ২০২৪ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (DPDT) তা GI জার্নালে প্রকাশ করে।
    - নিয়ম অনুযায়ী জার্নালে প্রকাশের দু'মাসের মধ্যে কেউ আপত্তি না করায় ৯ এপ্রিল ২০২৪ টাঙ্গাইল শাড়িকে ৩১তম GI পণ্যের স্বীকৃতি দিয়ে সনদ ইস্যু করা হয়।
    - ২৫ এপ্রিল ২০২৪ একটি অনুষ্ঠানের মাধ্যমে টাঙ্গাইল শাড়িসহ আরও ১৩টি GI সনদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ।

    সনদপ্রাপ্ত ৩১টি GI পণ্যঃ 

    নাম ও নিবন্ধিত তারিখঃ
    ১) জামদানি শাড়ি - ১ সেপ্টেম্বর ২০১৫
    ২) বাংলাদেশ ইলিশ - ১৩ নভেম্বর ২০১৬
    ৩) চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম - ২ ফেব্রুয়ারি ২০১৭
    ৪) বিজয়পুরের সাদা মাটি - ৬ ফেব্রুয়ারি ২০১৭
    ৫) দিনাজপুর কাটারীভোগ - ৬ ফেব্রুয়ারি ২০১৭
    ৬) বাংলাদেশ কালিজিরা - ৭ ফেব্রুয়ারি ২০১৭
    ৭) রংপুরের শতরঞ্জি - ১১ জুলাই ২০১৯
    ৮) রাজশাহী সিল্ক - ২৪ সেপ্টেম্বর ২০১৭
    ৯) ঢাকাই মসলিন - ২ জানুয়ারি ২০১৮
    ১০) রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম - ৯ মার্চ ২০১৭
    ১১) বাংলাদেশের বাগদা চিংড়ি - ৪ জুলাই ২০১৯
    ১২) বাংলাদেশের শীতলপাটি - ১৬ মার্চ ২০২১
    ১৩) বগুড়ার দই - ১ জানুয়ারি ২০১৮
    ১৪) শেরপুরের তুলশীমালা ধান - ১১ এপ্রিল ২০১৮
    ১৫) চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭
    ১৬) চাঁপাইনবাবগঞ্জের আশ্বিনা আম - ১৯ ফেব্রুয়ারি ২০১৭
    ১৭) নাটোরের কাঁচাগোল্লা - ৩০ মার্চ ২০২৩
    ১৮) বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল - ২৫ অক্টোবর ২০১৭
    ১৯) টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম - ৩০ মার্চ ২০২৩
    ২০) কুমিল্লার রসমালাই - ১৬ এপ্রিল ২০২৩
    ২১) কুষ্টিয়ার তিলের খাজা - ১৭ এপ্রিল ২০২৩
    ২২) রংপুরের হাঁড়িভাঙ্গা আম - ১৫ ফেব্রুয়ারি ২০১৭
    ২৩) মৌলভীবাজরের আগর - ১২ এপ্রিল ২০১৭
    ২৪) মৌলভীবাজরের আগর আতর - ১১ জুলাই ২০১৯
    ২৫) মুক্তাগাছার মণ্ডা - ২ মে ২০২৩
    ২৬) যশোরের খেজুরের গুড় - ২৩ মে ২০২৩
    ২৭) নরসিংদীর অমৃত সাগর কলা - ২৯ আগস্ট ২০২৩
    ২৮) রাজশাহীর মিষ্টি পান - ৩১ আগস্ট ২০২৩
    ২৯) গোপালগঞ্জের রসগোল্লা - ২২ আগষ্ট ২০২৩
    ৩০) জামালপুরের নকশিকাঁথা - ১৭ জুলাই ২০১৯
    ৩১) টাঙ্গাইল শাড়ি - ৬ ফেব্রুয়ারি ২০২৪

    Last Updated: 09-06-2024
  • বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য Sultana's Dream
    Ans: - ৮-১০ মে ২০২৪ মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে UNESCO'র Memory of the World Committee for Asia and the Pacific (MOWCAP) এর দশম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
    - সভায় নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনি 'Sultana's Dream'কৈ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (Memory of the World) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
    - বাংলাদেশের পক্ষ থেকে MOWCAP'র কাছে Sultana's Dream-এর নামের আবেদন করে মুক্তিযুদ্ধ জাদুঘর ।
    - এবারের তালিকায় ভারত, চীন, ইন্দোনেশিয়াসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৯টি দেশের আরও ১৯টি স্মরণীয় প্রামাণ্য দলিল অন্তর্ভুক্ত করা হয় ।
    - সেগুলোর মধ্যে রয়েছে ভারতের তুলসীদাস রচিত ‘রামচরিত মানস'-এর পাণ্ডুলিপি, চীনের ঐতিহ্যবাহী চেংরু টি হাউস মহাফেজখানা ও ইন্দোনেশিয়ার ইমাম বনজলের পাণ্ডুলিপি।
    - UNESCO'র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক দপ্তরের একটি বাছাই কমিটি রয়েছে।
    - ৩০ অক্টোবর ২০১৭ বাংলাদেশ থেকে UNESCO'র বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকায় স্থান পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ । 

    Last Updated: 09-06-2024
  • মেট্রোরেলের নতুন রুট টঙ্গী
    Ans: - ১৯ মে ২০২৪ রাজধানীতে এমআরটি, ৬ লাইনের বর্ধিতাংশে উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রোরেলের মোট ৫টি স্টেশন হবে বলে জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (MRT)।
    - দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার, টঙ্গী রেলওয়ে স্টেশনে হবে মেট্রোরেলের এই পাঁচ স্টেশন ।


    Last Updated: 09-06-2024
  • 'যুদ্ধশিশু'র রাষ্ট্রীয় স্বীকৃতি 
    Ans: - মে ২০২৪ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৮৯তম বৈঠকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মেরিনা খাতুনকে ‘যুদ্ধশিশু' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়।
    - ২০২২ সালে জামুকার ৮২তম বৈঠকে মেরিনা খাতুনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে নির্যাতিত বীরাঙ্গনার সন্তানদের ‘যুদ্ধশিশু' হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
    - গত ৫৩ বছরে যুদ্ধশিশু হিসেবে বাংলাদেশে কোনো শিশু রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
    - বীরাঙ্গনার সন্তানেরাই এখন থেকে যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন।
    - যুদ্ধশিশু মেরিনার কোথাও পিতার নাম লেখার প্রয়োজন হবে না। পিতার নাম ছাড়াই তিনি রাষ্ট্রের সকল সুবিধা বা অধিকার ভোগ করতে পারবেন।
    - উল্লেখ্য, ৪ জুলাই ২০১৮ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পান সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রয়াত পচি বেগম, যার গেজেট নম্বর ২০৫।

    Last Updated: 09-06-2024
  • রবীন্দ্র ও নজরুল পুরস্কার
    Ans: - রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় অবদানের জন্য অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও রবীন্দ্রসংগীত-চর্চায় অবদানের জন্য অধ্যাপক লাইসা আহমদ লিসাকে রবীন্দ্র পুরস্কার ২০২৪-এ ভূষিত করে বাংলা একাডেমি।
    - অন্যদিকে নজরুল- সাহিত্যে গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানাকে নজরুল পুরস্কার ২০২৪-এ ভূষিত করা হয়। 

    Last Updated: 09-06-2024
  • পোয়েট অব বঙ্গবন্ধু
    Ans: - ১৮ মে ২০২৪ সাহিত্যবিষয়ক পত্রিকা ‘লোক’ কবি নির্মলেন্দু গুণকে ‘পোয়েট অব বঙ্গবন্ধু' খেতাবে ভূষিত করে ।
    - বঙ্গবন্ধুকে নিয়ে সর্বাধিক সংখ্যক কবিতা লিখে ‘পোয়েট অব বঙ্গবন্ধু” খেতাব ও সম্মাননা পান তিনি। 

    Last Updated: 09-06-2024
  • আন্তর্জাতিক বুকার পুরস্কার
    Ans: - ২৩ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার।
    - Kairos উপন্যাসের জন্য ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জেনি এরপেনবেক (জার্মানি) ও অনুবাদক মাইকেল হফম্যান। এবারই প্রথম জামার্নির কোনো ব্যক্তি এ পুরস্কার লাভ করে।
    - ২০০৫ সাল থেকে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার দেওয়া হয় ।
    - পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০ পাউন্ড, যা লেখক ও অনুবাদক উভয়কে দেওয়া হয়। 

    Last Updated: 09-06-2024
  • পুলিৎজার পুরস্কার
    Ans: - পুলিৎজার পুরস্কারের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক ও লেখকদের সম্মাননা দেওয়া হয়।
    - ৬ মে ২০২৪ ঘোষণা করা হয় ২০২৪ সালের পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম ।
    • পাবলিক সার্ভিস : ProPublica
    • ব্রেকিং নিউজ রিপোর্টিং : Lookout Santa Cruz
    • তদন্তমূলক প্রতিবেদন : The New York Times
    • আন্তর্জাতিক প্রতিবেদন : The New York Times
    • ফিচার রচনা : The New York Times
    • সমালোচনা : Los Angeles Times

    Last Updated: 09-06-2024
  • ডিজিটাল লেনদেনের বৈশ্বিক চিত্র
    Ans: • প্রকাশক : বিশ্বব্যাংক । 
    • অন্তর্ভুক্ত দেশ : ১৫৭টি ।
    প্রতিবেদন অনুযায়ী —
    • ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে ডেনমার্ক ও আইসল্যান্ড । দেশ দু'টির সব মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় রয়েছে।
    • ডিজিটাল লেনদেনের তালিকায় সর্বনিম্নে জিবুতি; দেশটিতে এখনো ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়নি ।
    • ডিজিটাল লেনদেনে বাংলাদেশের অবস্থান ১০২তম ।
    • শতভাগ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করে, এমন দেশ— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, আইসল্যান্ড ও বাহরাইন।
    • বাংলাদেশের ১৫ বছরের বেশি বয়সি জনগোষ্ঠীর ৪৫ শতাংশ ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত।
    • বাংলাদেশের ৫.৩৫ লাখ মানুষ ডিজিটাল লেনদেন করেন।
    • বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ৩৯% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ৩২% বাকি ৭% ব্রডব্যান্ড ।

    Last Updated: 09-06-2024
  • বিশ্ব অভিবাসন প্রতিবেদন
    Ans: প্রকাশ : ৭ মে ২০২৪ (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-IOM) | 
    প্ৰতিবেদনের ধরণ : দ্বিবার্ষিক ।
    প্রতিবেদন অনুযায়ী __২০২২ সালে রেমিটেন্স প্রাপ্তিতে ও উৎসে শীর্ষ দেশ।
    • অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র।
    • অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ : ভারত । বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ।

    Last Updated: 09-06-2024
  • বাংলাদেশে বিদেশি বিনিয়োগ
    Ans: বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ২০২৩ সালে মোট বিদেশি বিনিয়োগ ৩,০০৪.৪০ মিলিয়ন মার্কিন ডলার ।

    বিনিয়োগে শীর্ষ ১০ দেশঃ
    দেশ -  বিনিয়োগ (মি.মা.ড.)
    যুক্তরাজ্য - ৬১৩.৯৩
    নেদারল্যান্ডস - ৩৬৬.৯৬
    যুক্তরাষ্ট্র - ৩১৪.৯০
    চীন - ২৫৯.৫৪
    দক্ষিণ কোরিয়া - ১৮১.৪৩
    নরওয়ে - ১৭৬.৮৭
    সিঙ্গাপুর - ১৬৯.৮১
    হংকং - ১৫৩.১৮
    ভারত - ১৩৩.২৪
    জাপান - ৮২.০৩

    Last Updated: 09-06-2024
  • দুদকের প্রথম নারী মহাপরিচালক
    Ans: - দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক শিরীন পারভীন ।
    - ৩০ এপ্রিল ২০২৪ তাকে পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক করা হয় ।
    - দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
    - দুদকের প্রথম প্রথম নারী কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন ও প্রথম নারী সচিব খোরশেদা ইয়াসমিন ।

    Last Updated: 09-06-2024
  • নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭ অনুষ্ঠিত হবে কোথায়?
    Ans: ব্রাজিলে (প্রথমবার)।
    Last Updated: 08-06-2024
  • নবম টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে?
    Ans: নাজমুল হোসেন শান্ত ।
    Last Updated: 08-06-2024
  • মেজর লিগ সকারে (MLS) এপ্রিল মাসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে?
    Ans: লিওনেল মেসি ।
    Last Updated: 08-06-2024
  • যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ৪ জুলাই ২০২৪।
    Last Updated: 08-06-2024
  • উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
    Ans: গোদানা সিলজানভস্কা-দাভকোভা ।
    Last Updated: 08-06-2024
  • সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন?
    Ans: চৌম্বক ক্ষেত্রের ।
    Last Updated: 08-06-2024
  • আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে?
    Ans: ২৪ মে ২০২৪
    Last Updated: 08-06-2024
  • চীনের অত্যাধুনিক রণতরী 'দ্য ফুজিয়ান' প্রথমবারের মতো কবে সমুদ্রে নামে?
    Ans: ১ মে ২০২৪
    Last Updated: 08-06-2024
  • ১ মে ২০২৪ কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র 'সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো'র সফল পরীক্ষা চালায়?
    Ans: ভারত ।
    Last Updated: 08-06-2024
  • ‘টোবোল' কোন দেশের তৈরি সামরিক অস্ত্র?
    Ans: রাশিয়া ।
    Last Updated: 08-06-2024
Showing 2161 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events