সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ৩৩তম অলিম্পিক কবে শুরু হবে?
    Ans: ২৬ জুলাই ২০২৪।
    Last Updated: 08-07-2024
  • সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কী?
    Ans: এইচ৯এন২ (H9N2)।
    Last Updated: 08-07-2024
  • ‘ইয়ামাম টেরিজম ইউনিট' কোন দেশের স্পেশাল ফোর্স?
    Ans: ইসরায়েল ।
    Last Updated: 08-07-2024
  • বিশ্বে প্রথম কোন ধরনের ডিভাইস মৃগীরোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়?
    Ans: নিউরোস্টিমুলেটর।
    Last Updated: 08-07-2024
  • ২০ জুন ২০২৪ মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে?
    Ans: তাজিকিস্তান ।
    Last Updated: 08-07-2024
  • ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
    Ans: অ্যান্তনিও কস্তা ।
    Last Updated: 08-07-2024
  • বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
    Ans: যুক্তরাষ্ট্র ।
    Last Updated: 08-07-2024
  • ‘নাগাপালি' সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত?
    Ans: মিয়ানমার ।
    Last Updated: 08-07-2024
  • ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে?
    Ans:  কংগ্রেস নেতা রাহুল গান্ধী ।
    Last Updated: 08-07-2024
  • বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ?
    Ans: ডেনমার্ক ।
    Last Updated: 08-07-2024
  • যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান আসাঞ্জের কোথায় বিচার হয়?
    Ans:  প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে ।
    Last Updated: 08-07-2024
  • চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে?
    Ans: এজেন্ট হাসপাতাল ।
    Last Updated: 08-07-2024
  • অর্থনীতিবিদেরা কোন দেশকে 'দ্য নেক্সট এশিয়ান টাইগার' হিসেবে আখ্যায়িত করেন?
    Ans: ভিয়েতনাম ।
    Last Updated: 08-07-2024
  • রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
    Ans: ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) । 
    Last Updated: 08-07-2024
  • রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড গড়েন?
    Ans: ওলোগ কোনেনোনকো ।
    Last Updated: 08-07-2024
  • Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) সনদ কার্যকর হয় কবে?
    Ans: ২০ মে ২০২৪।
    Last Updated: 08-07-2024
  • বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে?
    Ans: ৩৮টি।
    Last Updated: 08-07-2024
  • কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
    Ans: ফরিদপুর ।
    Last Updated: 08-07-2024
  • বিশ্বে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে Foreign Direct Investment (FDI) প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?
    Ans: তৃতীয় ।
    Last Updated: 08-07-2024
  • ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ?
    Ans: ৯.০২% ।
    Last Updated: 08-07-2024
  • বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে?
    Ans:  চীন ।
    Last Updated: 08-07-2024
  • বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে?
    Ans: ২১০টি (৮২টির সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে)।
    Last Updated: 08-07-2024
  • ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র?
    Ans: ময়না ।
    Last Updated: 08-07-2024
  • খুলনা-মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে?
    Ans: ১ জুন ২০২৪।
    Last Updated: 08-07-2024
  • ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে?
    Ans: সেবক ।
    Last Updated: 08-07-2024
  • প্রথমবারের মতো ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর?
    Ans: চট্টগ্রাম বন্দর ।
    Last Updated: 08-07-2024
  • বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে?
    Ans: ৯টি ।
    Last Updated: 08-07-2024
  • জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি?
    Ans: মোহাম্মদ আবদুল মুহিত।
    Last Updated: 08-07-2024
  • বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
    Ans: মোহসেনা বেগম তনু।
    Last Updated: 08-07-2024
  • বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি?
    Ans: বুড়িগঙ্গা (প্রথম ইন্দোনেশিয়ার চিতারুম নদী)।
    Last Updated: 08-07-2024
Showing 2131 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events