সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • ৩ মে ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দু'টি রাষ্ট্রকে ‘জেনোফোবিক' বলে ঘোষণা করেন?
    Ans: ভারত ও জাপানকে । (যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব)।
    Last Updated: 08-06-2024
  • ১৯ মে ২০২৪ দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কী?
    Ans: মোহাম্মদ মোখবার ।
    Last Updated: 08-06-2024
  • 'কারেম আবু সালেম' সীমান্তে ক্রসিং কোথায় অবস্থিত?
    Ans: মিসর ও ইসরায়েল
    Last Updated: 08-06-2024
  • ৭ মে ২০২৪ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কোন দেশ?
    Ans: বাহামাস ।
    Last Updated: 08-06-2024
  • কতটি দেশ সৌদি আরবের ইলেক্ট্রোনিক ভিসা (ই-ভিসা) সুবিধা লাভ করে?
    Ans:  ৬৬টি ।
    Last Updated: 08-06-2024
  • ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন ২০২৪ কবে অনুষ্ঠিত হবে?
    Ans: ৬-৯ জুন ২০২৪।
    Last Updated: 08-06-2024
  • ২২ মে ২০২৪ দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কী?
    Ans: তো লাম ।
    Last Updated: 08-06-2024
  • ‘ইজেকশন সিট’ সিস্টেম কী?
    Ans: আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে ।
    Last Updated: 08-06-2024
  • রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
    Ans: ফেডারেল রিজার্ভ ব্যাংক, যুক্তরাষ্ট্র।
    Last Updated: 08-06-2024
  • বিশ্বের বৃহত্তম কার্বন ডাই-অক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ?
    Ans:  আইসল্যান্ড ।
    Last Updated: 08-06-2024
  • ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় কবে আঘাত হানে?
    Ans: ১০ মে ২০২৪।
    Last Updated: 08-06-2024
  • বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
    Ans: নেপাল (বাংলাদেশ তৃতীয়)।[আপডেট : ২৬ মে ২০২৪ পর্যন্ত।
    Last Updated: 08-06-2024
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মানুষের গড় আয়ু কত?
    Ans: ৭১ বছর ৪ মাস ।
    Last Updated: 08-06-2024
  • প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের 'আন সার্টেন রিগার্ড' বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে?
    Ans: অনসূয়া সেনগুপ্ত (ছবি : দ্য শেমলেস)।
    Last Updated: 08-06-2024
  • টাইম ম্যাগাজিনে স্বাস্থ্যখাতে অবদান রাখা ১০০ প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান?
    Ans: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ।
    Last Updated: 08-06-2024
  • বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করে?
    Ans: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU)।
    Last Updated: 08-06-2024
  • বিশ্ব অভিবাসন প্রতিবেদন ২০২৪ অনুযায়ী, রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
    Ans: ৮ম
    Last Updated: 08-06-2024
  • বাংলাদেশে ২৫০০ বছরের পুরোনো বাণিজ্যকেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়?
    Ans: রহনপুর, চাঁপাইনবাবগঞ্জে ।
    Last Updated: 08-06-2024
  • বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে কবে?
    Ans: ৬ মে ২০২৪ 
    Last Updated: 08-06-2024
  • ঘূর্ণিঝড় ‘রিমাল’ নামকরণ করে কোন দেশ?
    Ans:  ওমান ।
    Last Updated: 08-06-2024
  • সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড়ের নাম কী?
    Ans: রিমাল (Remal)। এটি আরবি শব্দ । যার অর্থ ‘বালু’ ।
    Last Updated: 08-06-2024
  • বাংলাদেশে মনোনিত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কী?
    Ans: ডেভিড স্লেটন মিল ।
    Last Updated: 08-06-2024
  • বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ায় চতুর্থ দেশ কোনটি?
    Ans: চীন ।
    Last Updated: 08-06-2024
  • বাংলাদেশের প্রথম ব্যাক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ 'লোৎসে' জয় করেন কে?
    Ans: বাবর আলী ।
    Last Updated: 08-06-2024
  • দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে?
    Ans: শিরীন পারভীন।
    Last Updated: 08-06-2024
  • সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রীড়াবিদ
    Ans: - খেলাধুলার আর্থিক বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান 'স্পোর্টিকো' খেলোয়াড়দের পারিশ্রমিক, পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ৫০ জনের তালিকা প্রকাশ করে ।

    শীর্ষ ৫ ক্রীড়াবিদ
     নাম , দেশ , খেলা ও সম্পদ(কোটি মা.ড.):
    ১) মাইকেল জর্ডান(যুক্তরাষ্ট্র), বাস্কেটবল - ৩৭৫
    ২) টাইগার উডস(যুক্তরাষ্ট্র), গলফ - ২৬৬
    ৩) ক্রিস্টিয়ানো রোনালদো(পর্তুগাল), ফুটবল - ১৯২
    ৪) আর্নল্ড পালমার(যুক্তরাষ্ট্র), গলফ - ১৭৬
    ৫) লেব্রন জেমস(যুক্তরাষ্ট্র), বাস্কেটবল - ১৭০

    Last Updated: 15-05-2024
  • ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক
    Ans: • এরভিন হেলমখেন(জার্মানি) - ১৪১+
    • ফেরেঙ্ক ডিক(হাঙ্গেরি) - ১০০+
    • পেলে(ব্রাজিল) - ৯২
    • রোনালদো(পর্তুগাল) - ৬৫
    • লিওনেল মেসি(আর্জেন্টিনা) - ৫৭

    - ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা RSSSF'র হিসাবে হেলমখেন ও ডিকের হ্যাটট্রিক ১০০-এর বেশি হলেও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী হ্যাটট্রিকের বিশ্ব রেকর্ড পেলের।
    - বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ হ্যাটট্রিক ক্রিস্টিয়ানো রোনালদোর ।

    Last Updated: 15-05-2024
  • শরফুদ্দৌলার নতুন ইতিহাস
    Ans: - ১১ এপ্রিল ২০০২ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) আম্পায়ারদের এলিট প্যানেল চালু হয় ।
    - ২২ বছর পর প্রথম বাংলাদেশি হিসেবে শরফুদ্দৌলা ইবনে শহীদ আম্পায়ারদের এলিট প্যানেলে স্থান পান।
    - সর্বশেষ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে অনফিল্ড আম্পায়ার হিসেবে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
    - ২০০৬ সাল থেকে আন্তর্জাতিক প্যানেলে থাকলেও মাঠের আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার অভিষেক ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে।
    - এখন পর্যন্ত পুরুষদের ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৪৪টি টি-২০তে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন।
    - এর পাশাপাশি আম্পায়ারিং করেন মেয়েদের ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-২০তে।
    - ২৮ মার্চ ২০২৪ এলিট প্যানেলে অন্তর্ভুক্তির পর এখন থেকে শরফুদ্দৌলা নিয়মিতই নিরপেক্ষ আম্পায়ার হিসেবে বিভিন্ন দেশে টেস্ট ম্যাচ পরিচালনা করবে।

    Last Updated: 15-05-2024
  • শেনজেন এক ভিসায় ২৯ দেশ
    Ans: - ৩১ মার্চ ২০২৪ ইউরোপের শেনজেন অঞ্চলে যোগ দেয় রোমানিয়াবুলগেরিয়া
    - তবে দেশ দুটির এ অন্তর্ভুক্তি আংশিক, কারণ অস্ট্রিয়ার ভেটোয় এখনো শেনজেনের স্থলপথে যুক্ত হতে পারেনি।

    চুক্তির ইতিহাস
    - শেনজেন একটি গ্রামের নাম।
    - শেনজেন (Schengen) লুক্সেমবার্গের ছোট্ট একটি গ্রাম যা ফ্রান্স, জার্মানি ও লুক্সেমবার্গ সীমান্তে অবস্থিত।
    - গ্রামটি মোসেল নদীর তীরে অবস্থিত।
    - ১৯৮৫ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পাঁচটি দেশ এই গ্রামে বসে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সীমান্ত তুলে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।

    - ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবাধ চলাচলের ধারণাটি অনেক পুরোনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতির সম্মুখীন হওয়ার পর আধুনিক সময়ে এ ধারণাটি নেওয়া হয়।
    - ১৭ জুন ১৯৮৪ ফ্রান্স ও জার্মানি প্রথম মুক্ত চলাচলের ধারণার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নেয়।
    - পরবর্তীতে ১৪ জুন ১৯৮৫ ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্য দেশ— জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস সীমান্তমুক্ত অঞ্চল গড়তে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
    - এরপর ১৯ জুন ১৯৯০ শেনজেন চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য একটি কনভেনশন স্বাক্ষর করা হয়।
    - এ কনভেনশনে অভ্যন্তরীণ সীমানা বিলুপ্তি, অভিন্ন ভিসা প্রদান পদ্ধতির সংজ্ঞা, Schengen Information System (SIS) নামে একটি একক ডেটাবেস পরিচালনা এবং সেইসাথে অভ্যন্তরীণ এবং অভিবাসনের মধ্যে একটি সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।
    - ২৫ জুন ১৯৯১ পর্তুগাল ও স্পেন শেনজেনভুক্ত হয়।
    - ২৬ মার্চ ১৯৯৫ এ ৭টি দেশ শেনজেন চুক্তি কার্যকরের মাধ্যমে তাদের অভ্যন্তরীণ সীমান্ত চেকপোস্ট বাতিল করার সিদ্ধান্ত নেয়।
    - পরে ইউরোপের অন্যান্য দেশ শেনজেনে যুক্ত হয়।
    - লুক্সেমবার্গের শেনজেন নামক স্থানে চুক্তিটি স্বাক্ষর হয় বলে এ চুক্তির নাম শেনজেন চুক্তি ।

    শেনজেনভুক্ত দেশ
    - বর্তমানে শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২৯টি। এর মধ্যে EU'র ২৭ সদস্যের ২৫টি শেনজেনভুক্ত ।
    - EU'র সদস্য নয় এমন চারটি দেশ— সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিচটেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
    - EU'র ২৫টি দেশ— অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, মাল্টা, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন।
    - EU'র সদস্য দেশ সাইপ্রাস ও আয়ারল্যান্ড শেনজেনভুক্ত নয়। 

    Last Updated: 15-05-2024
  • মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২০২৪
    Ans: • প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, প্রকাশনা ৩২তম( জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-UNDP)। 
    • প্রতিবেদনের শিরোনাম : Human Development Report 2023/2024 : Breaking the gridlock Reimagining cooperation in a
    polarized world .
    • অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি । এর মধ্যে ২টি দেশ— উত্তর কোরিয়া ও মোনাকোকে প্রয়োজনীয় তথ্যের অভাবে দেওয়া হয়নি ।

    প্রতিবেদনে বিশ্ব
    • সূচক : ০.৭৩৯। 
    • গড় আয়ু : ৭২.০ বছর।
    • মাথাপিছু আয় : ১৭,২৫৪ মার্কিন ডলার ।
    • শীর্ষ দেশ : সুইজারল্যান্ড (সূচক ০.৯৬৭)। 
    • সর্বনিম্ন দেশ : সোমালিয়া (সূচক ০.৩৮০)। 
    • গড় আয়ু > শীর্ষে : জাপান (৮৪.৮ বছর) ও সর্বনিম্ন : শাদ ও লেসোথো (৫৩.০ বছর)।
    • মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) > শীর্ষে : লিচটেনস্টাইন (১,৪৬,৬৭৩ মার্কিন ডলার) ও সর্বনিম্ন : দক্ষিণ সুদান (৬৯১ মার্কিন ডলার) |
    • মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষে : কাতার (৩৯.৯ টন) ।

    প্রতিবেদনে বাংলাদেশ
    • সূচক : ০.৬৭০ ৷
    • বাংলাদেশের অবস্থান : ১২৯তম।
    • গড় আয়ু : ৭৩.৭ বছর > পুরুষ : ৭১.৫ বছর ও নারী : ৭৬.০ বছর।
    • মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) : ৬,৫১১ মার্কিন ডলার > পুরুষ : ৯,৩৮৭ মার্কিন ডলার ও নারী : ৩,৬৮৪ মার্কিন ডলার। 
    • মাতৃমৃত্যু (প্রতি ১,০০,০০০ জীবিত জন্মে) : ১২৩। 
    • শ্রমশক্তি অংশগ্রহণের হার > পুরুষ : ৮১.৪% ও  নারী : ৩৯.২% ।
    • দারিদ্রসীমার নিচে বসবাস : ২৪.৩%। 
    • মাথাপিছু কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ : ০.৬ টন।

    প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
    • সূচকে > শীর্ষ : শ্রীলংকা ও সর্বনিম্ন : আফগানিস্তান।
    • গড় আয়ুতে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান ।
    • মাথাপিছু আয়ে > শীর্ষ : মালদ্বীপ ও সর্বনিম্ন : আফগানিস্তান।

    Last Updated: 14-05-2024
Showing 2191 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events