সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (IDF) কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়? 
    Ans: Netzah Yehuda Battalion ।
    Last Updated: 08-05-2024
  • জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে? 
    Ans: ২৬ মার্চ ২০২৪। 
    Last Updated: 08-05-2024
  • উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে? 
    Ans: ৮ এপ্রিল ২০২8।
    Last Updated: 08-05-2024
  • এপ্রিল ২০২৪ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? 
    Ans: কুশ।
    Last Updated: 08-05-2024
  • আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? 
    Ans: সংযুক্ত আরব আমিরাত।
    Last Updated: 08-05-2024
  • মায়াওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? 
    Ans: মিয়ানমার।
    Last Updated: 08-05-2024
  • পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তি কে? 
    Ans: সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
    Last Updated: 08-05-2024
  • আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত?   
    Ans: সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার।
    Last Updated: 08-05-2024
  • ২২ এপ্রিল ২০২৪ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট? 
    Ans: ১৬,২৩৩ মেগাওয়াট ।
    Last Updated: 08-05-2024
  • সর্বশেষ স্প্যান (৪৯তম) বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে?
    Ans: ১৯ এপ্রিল ২০২৪।
    Last Updated: 08-05-2024
  • সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি? 
    Ans: ফ্লাই ঢাকা ।
    Last Updated: 08-05-2024
  • দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়?
    Ans: কালিয়াকৈর, গাজীপুর। 
    Last Updated: 08-05-2024
  • ভাঙ্গা-যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? 
    Ans: ৩০ মার্চ ২০২৪ ।
    Last Updated: 08-05-2024
  • বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়? 
    Ans: উখিয়া, কক্সবাজার ।
    Last Updated: 08-05-2024
  • ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে? 
    Ans: মনীষা আব্রাহাম ।
    Last Updated: 08-05-2024
  • ভারত সরকার বাংলাদেশের রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পীকে পদ্মশ্রী পদকে ভূষিত করেছে-
    Ans: রেজওয়ানা চৌধুরী বন্যা
    Last Updated: 23-04-2024
  • সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল
    Ans: • আয়োজনে ষষ্ঠতম। 
    • আয়োজক: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (SAFF)। 
    • সময়কাল : ১-১০ মার্চ ২০২৪। 
    • স্বাগতিক : নেপাল(শহর - কাঠমন্ডু)। 
    • ভেন্যু: ১টি - ললিতপুরে আনফা একাডেমি, নেপাল। 
    • অংশগ্রহণকারী দল : ৪টি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। 
    • মোট ম্যাচ: ৭টি। 
    • চ্যাম্পিয়ন : বাংলাদেশ (প্রথমবার)। 
    • রানার্স আপ : ভারত । 
    • সেরা খেলোয়াড় : সুরভী আকন্দ প্রীতি (বাংলাদেশ)। 
    • সেরা গোলরক্ষক : ইয়ারজান বেগম (বাংলাদেশ) । 
    • সেরা গোলদাতা : সুরভী আকন্দ প্রীতি (বাংলাদেশ) ও আনুশকা কুমারী (ভারত); ৫টি।
    • ফেয়ার প্লে ট্রফি : বাংলাদেশ।
    • ১৯৯৯ সালে প্রথমবার সাফ গেমস ফুটবলে বাংলাদেশ স্বর্ণপদক পায়।
    • বাংলাদেশের নারী ফুটবলেও প্রথম আসে ২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে।

    Last Updated: 22-04-2024
  • জলদস্যুদের কবলে বাংলাদেশ
    Ans: - ১২ মার্চ ২০২৪ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশের জাহাজ 'এমডি আবদুল্লাহ'।
    - জাহাজটি মোজাম্বিক থেকে দুবাইয়ে যাচ্ছিল।
    - জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন।
    - গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড এ জাহাজ পরিচালনা করে।
    - জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি।
    - এর আগে ৫ ডিসেম্বর ২০১০ আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে একই প্রতিষ্ঠানের জাহাজ 'এমডি জাহান মনি' |
    - এক মাসেরও বেশি সময় ২৫ নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রীসহ মোট ২৬ জন মানুষ সমুদ্রে ছিলেন।
    - পরবর্তীতে নানা প্রক্রিয়া শেষে ১৪ মার্চ ২০১১ জিম্মিদের মুক্তি দেওয়া হয়।
    - ১৫ মার্চ ২০১১ তারা বাংলাদেশে ফিরে আসেন।

    Last Updated: 22-04-2024
  • সোমালিয়ার জলদস্যু
    Ans: - লোহিত সাগর ও আরব সাগরের তীরে অবস্থিত সোমালিয়া।
    - হর্ন অব আফ্রিকার এ দেশের নামটি শোনামাত্র মানসপটে ভেসে ওঠে পণ্যপরিবাহী জাহাজ লুটপাট, নাবিকদের অপহরণ, মুক্তিপণ আদায় ইত্যাদি সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ংকর চিত্রপট।
    - সর্বশেষ ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামে একটি বাংলাদেশি জাহাজ অপহরণের করে এ দেশটি।

    জলদস্যুতার পটভূমিঃ
    - আফ্রিকার সুইজারল্যান্ড নামে পরিচিত ছিল সোমালিয়া ।
    - প্রাচীনকালে সোমালিয়া ছিল জরুরি বাণিজ্যিক কেন্দ্র।
    - মধ্যযুগে বেশ কয়েকটি সোমালি সাম্রাজ্য আঞ্চলিক বাণিজ্যের নেতৃত্ব দেয়।
    - ২১ অক্টোবর ১৯৬৯ জেনারেল সিয়াদ বারের নেতৃত্বে সংঘটিত হয় এক সামরিক অভ্যুত্থান।
    - ১৬ জানুয়ারি ১৯৯১ দেশটির স্বৈরশাসক মোহাম্মদ সিয়ান বারের পতনের পর অরাজকতায় ভেঙে পড়ে সোমালিয়া।
    - লাখ লাখ মানুষ সর্বস্ব হারিয়ে আশ্রয় নেয় উদ্বান্ত শিবির অথবা প্রতিবেশী বিভিন্ন দেশে।
    - এরপর থেকেই উত্থান হয় সোমালিয়ার উপকূলে জলদস্যুতার।
    - সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত এ উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়।
    - বিদেশি জাহাজ থেকে সোমালি উপকূলে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের পরিবেশ বসবাসের জন্য হুমকি হয়ে ওঠে।
    - এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে এ অঞ্চলে বিদেশি জাহাজ প্রবেশ বন্ধ করার চেষ্টা করে।
    - এরপর বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই শুরু করে।
    - অন্যদিকে, বৃহৎ নুগাল পর্বত-ইয়েল (EyI) শহরটি সোমালিয়ার জলদস্যুদের রাজধানী হিসেবে পরিচিত।

    Last Updated: 22-04-2024
  • বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল
    Ans: - ৯ মার্চ ২০২৪ বিশ্বের দীর্ঘতম দুই লেনের টানেলের উদ্বোধন করা হয়।
    - ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের তাওয়াং-এ তৈরি হয় বিশ্বের দীর্ঘতম এ টানেলটি।
    - এটির নাম দেওয়া হয় 'সেলা টানেল'।
    - 'সেলা টানেল' নামের এ জোড়া সুড়ঙ্গের মাধ্যমে প্রতিবেশী রাজ্য আসামের রাজধানী গুয়াহাটি এবং তাওয়াংয়ের সঙ্গে অরুণাচলের সেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হয়।
    - ৯ ফেব্রুয়ারি ২০১৯ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এ সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
    - ১২ কিলোমিটার দৈর্ঘ্যের এ টানেলে ব্যবহার করা হয় সর্বাধুনিক প্রযুক্তি।
    উল্লেখ্য, সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত ৫৭ কিমি (৩৫.৫ মাইল) দীর্ঘ একক টানেলটি বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল টানেল।

    Last Updated: 22-04-2024
  • বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর
    Ans: - দুবাইয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর নির্মিত হচ্ছে। এটি হবে মূলত দুবাই ওয়ার্ল্ড সেন্টার (DWC) নামে পরিচিত আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণাঙ্গ রূপ।
    - দুবাই শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০ মাইল দক্ষিণ-পশ্চিমে বিশাল এলাকাজুড়ে এ বিমানবন্দরের অবস্থান।
    - বিমানবন্দরটি দুবাইয়ের ঠিক দক্ষিণে মরুভূমির ১৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে প্রসারিত 'দুবাই সাউথ' নামে একটি সম্পূর্ণ নতুন শহরের কেন্দ্রবিন্দু হবে।
    - ২০১০ সালের জুনে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়।
    - ২০২৭ সালে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গতা পাবে।

    Last Updated: 22-04-2024
  • পঞ্চমবার ক্ষমতায় পুতিন
    Ans: - ১৫-১৭ মার্চ ২০২৪ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় জয় পান বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    - এ নিয়ে পঞ্চমবারের মতো দেশটির চূড়ান্ত ক্ষমতা লাভ করেন তিনি।
    - পুতিন প্রায় ৭ কোটি ৬০ লাখ ভোট পান।
    - নির্বাচন কমিশনের মতে, দেশটিতে এর আগে কোনো প্রার্থীই এত ভোট পাননি।
    - মোট ভোটারের মধ্যে ৭৭.৪৪% নির্বাচনে অংশ নেয়, যা রাশিয়ার ইতিহাসে আগে কখনো ঘটেনি।
    - বিরোধী প্রার্থী মাত্র ৪% ভোট পায়।
    - ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন পুতিন।
    - নির্বাচনে জয় লাভ করার ফলে ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হিসেবে রেকর্ড গড়েন তিনি।
    - ১৯৯৯ সাল থেকে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। 

    Last Updated: 22-04-2024
  • অফশোর ব্যাংকিংয়ের যুগে বাংলাদেশ
    Ans: - দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রিজার্ভ সংকট ও Letter of Credit (LC) খোলার সংকট সমাধানসহ বিদেশি বিনিয়োগ আরও উৎসাহিত করতে ৫ মার্চ ২০২৪ জাতীয় সংসদে 'অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' পাস করা হয়।

    দেশে অফশোর ব্যাংকিংঃ
    - বাংলাদেশে বাইরে থেকে তহবিল সংগ্রহ করে ইপিজেডের বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়ার জন্য অফশোর ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।
    - ১২ নভেম্বর ১৯৮৫ বাংলাদেশ ব্যাংক এক আদেশের মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রমের অনুমোদন দেয়।
    - দীর্ঘ ৩৪ বছর পর ২৫ ফেব্রুয়ারি ২০১৯ বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মত নীতিমালা জারি করে।
    - অফশোর ব্যাংকিং হলো, দেশে কার্যরত ব্যাংকের আলাদা ইউনিট।

    Last Updated: 22-04-2024
  • অফশোর ব্যাংকিং আইন, ২০২৪
    Ans: - বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরদার করার লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ মন্ত্রিসভা 'অফশোর ব্যাংকিং আইন, ২০২৪' এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়।
    - তারপর ২ মার্চ ২০২৪ জাতীয় সংসদে 'অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' উত্থাপন করা হয়।
    আইনের উল্লেখযোগ্য অংশঃ
    - অফশোর ব্যাংকিংয়ে বিদেশের বিভিন্ন উৎস এবং অনুমোদিত বিশেষায়িত অঞ্চলে পরিচালিত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত উৎস থেকে বৈদেশিক মুদ্রায় তহবিল নিতে পারবে |
    - রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কসমূহের শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো থেকে আমানত সংগ্রহ করতে পারবে |
    অফশোর ব্যাংকিং লেনদেনঃ
    - মোট পাঁচটি বিদেশি মুদ্রা লেনদেন করা যাবে।
    - এগুলো হলোঃ মার্কিন ডলার, পাউন্ড স্টালিং, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান।

    Last Updated: 22-04-2024
  • সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন স্কিম
    Ans: - ২৪ জানুয়ারি ২০২৩ জাতীয় সংসদে 'সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩' পাস হয়।
    - ৩১ জানুয়ারি ২০২৩ রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করলে আইনে পরিণত হয়।
    - ১২ ফেব্রুয়ারি ২০২৩ প্রজ্ঞাপন দ্বারা জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হলেও ২ এপ্রিল সেটি রহিত করে প্রজ্ঞাপনের মাধ্যমে পুনরায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়।
    - ১৩ আগস্ট ২০২৩ সরকার 'সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩ জারি করে।
    - এরপর ১০ মার্চ ২০২৪ প্রজ্ঞাপনের মাধ্যমে বিধিমালা সংশোধন করে 'প্রত্যয়' নামক একটি নতুন স্কিম যুক্ত করা হয়। যা ১৩ মার্চ ২০২৪ গেজেট আকারে প্রকাশ করা হয়।
    - বিধিমালা পরিবর্তন হওয়ায় ১ জুলাই ২০২৪ থেকে নিয়োগ পাওয়া প্রত্যয় স্কিম মাসিক পেনশন সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের নতুন কর্মকর্তা বা কর্মচারীরা সরাসরি সরকারি কোনো পেনশন পাবেন না।
    - এর পরিবর্তে তাদেরকে বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালায় যুক্ত হওয়া 'প্রত্যয়' স্কিমে অন্তর্ভুক্ত হতে হবে।
    - প্রসঙ্গত, ১৭ আগস্ট ২০২৩ প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা এ চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয়।

    Last Updated: 22-04-2024
  • প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী
    Ans: - ১ মার্চ ২০২৪ দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান।
    - এর আগে কোনো নারী অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাননি।
    - ওয়াসিকা আয়শা খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে।
    - তিনি ২৪ জুলাই ১৯৭১ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
    - তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।

    Last Updated: 22-04-2024
  • সম্প্রসারিত মন্ত্রিসভা
    Ans: - ১ মার্চ ২০২৪ বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় আরও সাতজন নতুন প্রতিমন্ত্রী স্থান পায়।
    - এর মধ্যে ৪ জন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য।
    - এর আগে ১১ জানুয়ারি ২০২৪ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ২৬ পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে।
    - মন্ত্রিসভায় মোট মন্ত্রী :৪৪ • পূর্ণমন্ত্রী : ২৬ • প্রতিমন্ত্রী : ১৮।
    - মন্ত্রিসভায় নারী মন্ত্রী : ৮ (পূর্ণমন্ত্রী ২ ও প্রতিমন্ত্রী ৬) টেকনোক্র্যাট মন্ত্রী : ২।

    Last Updated: 22-04-2024
  • দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
    Ans: • শুরু : ৩০ জানুয়ারি ২০২৪
    • শেষ: ৫ মার্চ ২০২৪
    • কার্যদিবস : ২২
    • বিল পাস: ২টি ।
    • ৫ মার্চ ২০২৪ জাতীয় সংসদে 'আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০২৪' ও "অফশোর ব্যাংকিং বিল, ২০২৪' পাস হয়।

    Last Updated: 22-04-2024
  • চূড়ান্ত ভোটার তালিকা
    Ans: - ২ মার্চ ২০২৪ বাংলাদেশ নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
    - হালনাগাদ তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ১২,১৮,৫০,১৬০ ।

    ভোটারের তালিকা হালনাগাদের তথ্যসমূহঃ
             ২ মার্চ ২০২৩ - ২ মার্চ ২০২৪
    পুরুষ: ৬,০৪,৪৫,৭২৪ - ৬,২১,৪৪,৫৮৭
    মহিলা: ৫,৮৭,০৪,৮৭৯ - ৫,৯৭,০৪,৬৪১
    হিজড়া:            ৮৩৭ - ৯৩২
    মোট:   ১১,৯১,৫১,৪৪০ - ১২,১৮,৫০,১৬০

    Last Updated: 22-04-2024
  • বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩
    Ans: • ২৪ মার্চ ২০২৪ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) 'বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স'-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। এর মাধ্যমে দেশের মানুষের জন্ম, মৃত্যু, আয়ুষ্কাল, বিয়ের মতো নানান বিষয়ের তথ্য উঠে আসে।

    • প্রাক্কলিত জাতীয় জনসংখ্যা ১ জুলাই ২০২৩ পর্যন্ত।
    • জনশুমারি ২০১১-এর ভিত্তিতে। ১৭২.৯২ মিলিয়ন।
    • পুরুষ - ৮৪.৮৫ ও মহিলা - ৮৮.০৭ মিলিয়ন।

    • জনশুমারি ২০২২-এর ভিত্তিতে। ১৭১.০০ মিলিয়ন।
    • পুরুষ - ৮৩.৯১ ও মহিলা - ৮৭.০৯ মিলিয়ন।

    • জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার (RNI) : ১.৩৩%
    • ধর্মভিত্তিক জনসংখ্যা : মুসলিম ৮৯.০৩% • হিন্দু ৯.৫৮% • বৌদ্ধ ১.০৯% • খ্রিষ্টান ০.২৪% • অন্যান্য .০৫%।
    • জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) : ১,১৭১ জন।
    • লিঙ্গানুপাত : ৯৬.৩ ।
    • প্রজনন হার (প্রতি হাজার নারীর বিপরীতে): ২.১৭।
    • স্থূল জন্মহার (প্রতি হাজারে/জন) : ১৯.৪।
    • স্থূল মৃত্যুহার (প্রতি হাজারে/ জন) : ৬.১।

    • প্রত্যাশিত আয়ুষ্কাল : ৭২.৩ বছর।
    > পুরুষ: ৭০.৮ বছর > মহিলা : ৭৩.৮ বছর ।

    • সাক্ষরতার হার (%); ৭ বছর' : ৭৭.৯।
    > পুরুষ : ৮০.১ বছর > মহিলা ৭৫.৮ বছর।

    • সাক্ষরতার হার (%); ১৫ বছর ও তদূর্ধ্ব : ৭৫.৬।
    > পুরুষ : ৭৮.৬ বছর > মহিলা : ৭২.৮ বছর ।

    • পাঁচ বছরের কমবয়সি শিশু মৃত্যুহার (প্রতি হাজারে) ৩৩ জন ।
    • ১৮ বছরের কম বয়সি মেয়ের বিবাহের হার ৪১.৬%
    • জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.১%।

    Last Updated: 22-04-2024
Showing 2251 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events