সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তজার্তিক বিষয়াবলী
  • CERN'র সহযোগী সদস্য ব্রাজিল
    Ans: - ১৩ মার্চ ২০২৪ ব্রাজিল ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN'র সহযোগী সদস্যপদ লাভ করে ।
    - এর মধ্য দিয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে সংস্থাটির সদস্য হয় ব্রাজিল।
    - সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত পরমাণু বিজ্ঞানের সবচেয়ে বড় গবেষণা সংস্থা European Organization for Nuclear Research (CERN)।
    - পশ্চিম ইউরোপের ১২টি দেশ মিলে ১৯৫২ সালে প্রথম CERN গঠন করে।
    - ২৯ সেপ্টেম্বর ১৯৫৪ CERN'র আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
    - ফরাসি ভাষার Conseil européen pour la Recherche nucléaire এর শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে CERN নামকরণ করা হয়।
    - আন্তঃদেশীয় সরকারি প্রতিষ্ঠান CERN পৃথিবীর সবচেয়ে বড় কণা পদার্থবিজ্ঞান (পার্টিকল ফিজিকস) গবেষণাগার পরিচালনা করে। এ CERN ইন্টারনেটের জন্মস্থান হিসেবেও খ্যাত।
    - বর্তমানে CERN'র সদস্য ২৩ দেশ ও সহযোগী সদস্য দেশ ১১টি।
    - একমাত্র অ-ইউরোপীয় দেশ হিসেবে ইসরায়েল ২০১৩ সালে CERN’র পূর্ণ সদস্য হয়।


    Last Updated: 14-05-2024
  • TIME'র প্রভাবশালীর তালিকায় মেরিনা তাবাস্সুম
    Ans: - ১৭ এপ্রিল ২০২৪ মার্কিন সাময়িকী TIME বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে ।
    - এবারের তালিকায় স্থান পান বাংলাদেশের মেরিনা তাবাস্সুম ।
    - তিনি একজন স্থপতি তিনি উদ্ভাবক শ্রেণিতে তালিকায় স্থান পান এবং তার সঙ্গে তালিকায় রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদি, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ অনেকে।
    - ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পী শ্রেণিতে এ তালিকায় স্থান পান ।

    Last Updated: 14-05-2024
  • বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ৯ কলেজ 
    Ans: - ৪ এপ্রিল ২০২৪ চট্টগ্রাম ও রাজশাহী জেলার ৯টি সরকারি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
    - এর আগে ২০১৭ সালে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া ৫টি কলেজঃ
    ১) চট্টগ্রাম সরকারি কলেজ,
    ২) হাজী মুহম্মদ মহসিন সরকারি কলেজ,
    ৩) স্যার আশুতোষ সরকারি কলেজ,
    ৪) সরকারি কমার্স কলেজ ও
    ৫) সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া ৪টি কলেজঃ
    ১) রাজশাহী সরকারি কলেজ,
    ২) রাজশাহী সরকারি সিটি কলেজ,
    ৩) রাজশাহী সরকারি মহিলা কলেজ ও
    ৪) নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ।

    Last Updated: 14-05-2024
  • দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট
    Ans: - ২০৩০ সালে ই-বর্জ্যের বার্ষিক পরিমাণ দাঁড়াবে প্রায় ১৬ লাখ টন।
    - দেশে এখনো ই-বর্জ্য ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ রিসাইকেলিং সিস্টেম গড়ে ওঠেনি।
    - এসব দিক বিবেচনায় রেখে দেশে প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট নির্মাণ করা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে।
    - পরিবেশসংক্রান্ত বিষয়ে সরকারের সক্ষমতা বাড়ানোর জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে Bangladesh Environmental Sustainability and Transformation (BEST) নামে একটি প্রকল্পের কাজ চলমান।

    Last Updated: 14-05-2024
  • দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক
    Ans: - ২০২৪ সালের মে মাসে একমি ল্যাবরেটরিজের চার ধরনের কাঁচামাল উৎপাদন শুরুর মাধ্যমে দেশের প্রথম API শিল্প পার্কের কার্যক্রম শুরু হবে।
    - দেশীয় ওষুধশিল্পের প্রসার, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি, পণ্যের বৈচিত্র্যকরণ, ওষুধের মান উন্নয়নে গবেষণা এবং সর্বোপরি প্রয়োজনীয় কাঁচামাল যেন বাংলাদেশেই উৎপাদন করা যায় সে লক্ষ্যে ২০০৮ সালে ‘এপিআই শিল্প পার্ক' স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয় ।
    - দেশে এ ধরনের বিশেষায়িত পার্ক এটিই প্রথম।
    - ৬ নভেম্বর ২০১৮ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২১৬ একর জমির ওপর Active Pharmaceutical Ingredients (API) শিল্প পার্ক প্রকল্পের উদ্বোধন করেন ।

    Last Updated: 14-05-2024
  • কাতারের আমিরের বাংলাদেশ সফর
    Ans: - ২২ এপ্রিল ২০২৪ দু'দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
    - এর আগে ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ সফর করেন।
    - ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
    চুক্তি :
    ১) পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা,
    ২) দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি প্রতিরোধ,
    ৩) আইনগত বিষয়ে সহযোগিতা,
    ৪) সমুদ্রপথে পণ্য পরিবহন এবং
    ৫) যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।
    সমঝোতা স্মারক :
    ১) কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা,
    ২) উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা,
    ৩) যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা,
    ৪) জনশক্তি ও কর্মসংস্থান এবং
    ৫) বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।

    • আমিরের নামে সড়ক : ২৩ এপ্রিল ২০২৪ মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়ালসড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হয় ।

    Last Updated: 14-05-2024
  • গ্লোবাল ট্রেড আউটলুক ও পরিসংখ্যান 
    Ans: প্রকাশঃ এপ্রিল ২০২৪ (বিশ্ব বাণিজ্য সংস্থা-WTO)।
    পরিসংখ্যান অনুযায়ী__

    রপ্তানিতে শীর্ষ ৫ দেশঃ
    • চীন - ৩,৩৮০
    • যুক্তরাষ্ট্র - ২,০২০
    • জার্মানি - ১,৬৮৮
    • নেদারল্যান্ডস - ৯৩৫
    • জাপান - ৭১৭
    আমদানিতে শীর্ষ ৫ দেশঃ
    • যুক্তরাষ্ট্র - ৩,১৭৩
    • চীন - ২,৫৫৭
    • জার্মানি - ১,৪৬৩
    • নেদারল্যান্ডস - ৮৪২
    • যুক্তরাজ্য - ৭৯১




    Last Updated: 14-05-2024
  • বৈশ্বিক শীর্ষ ধনী
    Ans: • প্রকাশ : ৩ এপ্রিল ২০২৪ (ফোর্বস ম্যাগাজিন) |
    • Forbes World's Billionaires List: The Richest In 2024 ।
    প্রতিবেদন অনুযায়ী—
    • তালিকায় ৭৮টি দেশের ২,৬৯২ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয় । এর মধ্যে সর্বোচ্চ ৭৩৫ জন যুক্তরাষ্ট্রের।
    • একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান পান সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান । তালিকায় তার অবস্থান ২,৫৪৫ এবং সম্পদ ১.১ বিলিয়ন মার্কিন ডলার ।

    শীর্ষ কয়েক জনের নাম (পরিচিতি- সম্পদ) নিম্নরূপঃ
    • বার্নার্ড আনন্ট ও তার পরিবার (ফ্রান্সের LVMH'র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী- ২২১.৪) 
    • ইলন মাস্ক  (SpaceX'র প্রতিষ্ঠাতা ও টেসলার প্রধান নির্বাহী- ২০০.৩)
    • জেফ বেজোস (ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান- ১৯১.২)
    • মার্ক জাকারবার্গ (সামাজিক মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা- ১৭৭.৬)
    • ল্যারি এলিসন (ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী চেয়ারম্যান- ১৫৫:৫)
    • ওয়ারেন বাফেট (বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী- ১৩৮.৪)
    • বিল গেটস (মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা- ১৩০.৭)।  

    Last Updated: 14-05-2024
  • বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪
    Ans: • এপ্রিল ২০২৪ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে। 
    প্রতিবেদনে বিশ্ব__ 
    • জনসংখ্যা : ৮১১.৯০ কোটি।
    • নারী প্রতি প্রজনন : ২.৩ জন ।
    • গড় আয়ু পুরুষ : ৭১ বছর ও নারী : ৭৬ বছর।
    • নারী প্রতি প্রজনন হার সর্বাধিক : নাইজার (৬.৬ জন) ও সর্বনিম্ন : হংকং (০.৮ জন)। 
    • জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ : ভারত।
    • জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান : অষ্টম।

    শীর্ষ ১০ জনবহুল দেশঃ
    দেশ  ও জনসংখ্যাঃ
    ১. ভারত - ১৪৪ কোটি ১৭ লাখ।
    ২. চীন - ১৪২ কোটি ৫২ লাখ। 
    ৩. যুক্তরাষ্ট্র - ৩৪ কোটি ১৮ লাখ। 
    ৪. ইন্দোনেশিয়া - ২৭ কোটি ৯৮ লাখ। 
    ৫. পাকিস্তান - ২৪ কোটি ৫২ লাখ। 
    ৬. নাইজেরিয়া - ২২ কোটি ৯২ লাখ। 
    ৭. ব্রাজিল - ২১ কোটি ৭৬ লাখ। 
    ৮. বাংলাদেশ - ১৭ কোটি ৪৭ লাখ। 
    ৯. রাশিয়া - ১৪ কোটি ৪০ লাখ। 
    ১০. ইথিওপিয়া - ১২ কোটি ৯৭ লাখ। 

    Last Updated: 14-05-2024
  • স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক
    Ans: • প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪ (যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিল)।
    • অন্তর্ভুক্ত দেশ : ১৬৪টি।
    • প্রতিবেদনে দুটি পৃথক সূচক রয়েছে। স্বাধীনতা সূচক ও সমৃদ্ধি সূচক।
     সূচক অনুযায়ী__
    • স্বাধীনতায় শীর্ষ দেশ - ডেনমার্ক ।
    • স্বাধীনতায় সর্বনিম্ন দেশ - আফগানিস্তান।
    • সমৃদ্ধি শীর্ষ দেশ - নরওয়ে।
    • সমৃদ্ধি সর্বনিম্ন দেশ - ইয়েমেন।
    • বাংলাদেশের অবস্থান (স্বাধীনতা-১৪১) ও (সমৃদ্দি-৯৯)। 

    Last Updated: 14-05-2024
  • নাইট ও ডেম উপাধি
    Ans: - চলচ্চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান ও তার স্ত্রী চলচ্চিত্র প্রযোজক এমা থমাস যুক্তরাজ্যের রাজার দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি নাইট ও ডেমহুড উপাধিতে ভূষিত হন।
    - চলচ্চিত্রে অবদানের জন্য এ সম্মানে ভূষিত করা হয়।
    - যুক্তরাজ্যের রাজার দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি হলো ‘নাইট” ।
    - “ডেম' উপাধি মূলত নারীদের দেওয়া হয় (এটি রাজকীয় 'নাইট' উপাধির সমতুল্য) । 

    Last Updated: 14-05-2024
  • স্কুল-বিএসপিএ পুরস্কার
    Ans: ২১ এপ্রিল ২০২৪ বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (BSPA) আয়োজিত কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ পুরস্কার ২০২৩ প্রদান করা হয়।
    • বর্ষসেরা বিজয়ীদের তালিকা—
    • রানার্সআপ : নাজমুল হোসেন শান্ত (ক্রিকেট) ও রাকিব হোসেন (ফুটবল)।
    • পপুলার চয়েজ অ্যাওয়ার্ড : শেখ মোরসালিন (ফুটবল) ।
    • ক্রিকেটার : পুরুষ- নাজমুল হোসেন শান্ত ও নারী- ফারজানা হক পিংকি।
    • অ্যাথলেট (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) : ইমরানুর রহমান ।
    • উদীয়মান ক্রীড়াবিদ : শেখ মোরসালিন (ফুটবল)। 

    Last Updated: 14-05-2024
  • ভুটানি ভাষায় অসমাপ্ত আত্মজাবনী
    Ans: - বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' এবার ভুটানের জংখা (Dzongkha) ভাষায় অনূদিত হয়েছে।
    - ৩১ মার্চ ২০২৪ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় ।
    - ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের (CBS) কমিশনার ও ভুটানের দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ করা হয় ।

    Last Updated: 14-05-2024
  • আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? 
    Ans: ২০টি।
    Last Updated: 08-05-2024
  • আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? 
    Ans: ৫৫টি।
    Last Updated: 08-05-2024
  • আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 
    Ans: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
    Last Updated: 08-05-2024
  • আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ আয়োজনের সময়কাল— 
    Ans: ১-২৯ জুন ২০২৪।
    Last Updated: 08-05-2024
  • দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? 
    Ans: জিনাত ফেরদৌস।
    Last Updated: 08-05-2024
  • বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? 
    Ans: শরফুদ্দৌলা ইবনে শহীদ।
    Last Updated: 08-05-2024
  • ১৬ এপ্রিল ২০২৪ Wisden বর্ষসেরা লিডিং ক্রিকেটার (পুরুষ) নির্বাচিত হন কে? 
    Ans: প্যাট কমিন্স। 
    Last Updated: 08-05-2024
  • মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪ অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? 
    Ans: কাতার (০.৬ টন)।
    Last Updated: 08-05-2024
  • Global Development Institute (GDI)-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কত? 
    Ans: ২০.৭% ।
    Last Updated: 08-05-2024
  • ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্যানুযায়ী, ২০২২ সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? 
    Ans: ফ্রান্স। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
    Last Updated: 08-05-2024
  • IMF'র পূর্বভাস অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে?
    Ans: ৫.৭% । 
    Last Updated: 08-05-2024
  • ২০২৪ সালে SIPRI'র প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? 
    Ans: যুক্তরাষ্ট্র। 
    Last Updated: 08-05-2024
  • WHO'র প্রতিবেদন অনুযায়ী, হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি? 
    Ans: চীন (বাংলাদেশ সপ্তম)। 
    Last Updated: 08-05-2024
  • ইসরায়েল ইরানে কবে হামলা চালায়? 
    Ans: ১৯ এপ্রিল ২০২৪ ।
    Last Updated: 08-05-2024
  • যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর সংক্রান্ত Safety of Rwanda (Asylum and Immigration) Act 2024 পাস হয় কবে? 
    Ans: ২২ এপ্রিল ২০২৪ ।
    Last Updated: 08-05-2024
  • ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) প্রথম নারী উপাচার্য কে? 
    Ans: অধ্যাপক নাইমা খাতুন ।
    Last Updated: 08-05-2024
  • UN2.0 কী? 
    Ans: UN2.0 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে অঙ্গসংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা ।
    Last Updated: 08-05-2024
Showing 2221 to 30 of 4174 entries


Tags

current affairs pdf, current affairs bangladesh, current affairs bangla, current affairs বাংলা, সাম্প্রতিক তথ্য, সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক খবর, অতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, অতি সাম্প্রতিক প্রশ্ন,বাংলাদেশ ও সাম্প্রতিক বিশ্ব, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ, বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ pdf, সাম্প্রতিক প্রশ্ন ও উত্তর, সাম্প্রতিক প্রশ্ন ও সমাধান, সাম্প্রতিক আন্তর্জাতিক, সাম্প্রতিক ইস্যু, সাম্প্রতিক প্রশ্নোত্তর, সাম্প্রতিক এম সি কিউ, সাম্প্রতিক বিশ্বের খবর, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান,সাম্প্রতিক চুক্তি, সাম্প্রতিক চাকরির পরীক্ষার প্রশ্ন

Latest News & Events