Solution
Correct Answer: Option D
William Shakespeare এর বিখ্যাত tragedy নাটক Othello এর নায়িকা Desdemona.
ভেনিসের কৃষ্ণাঙ্গ বীর সেনাপতি ওথেলোর বীরত্ব ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে ডিউক কন্যা Desdemona তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আবেগপ্রবণ ও রোমান্টিক চরিত্রের অধিকারী ডেসডিমোনা সম্পর্কে ইয়াগো ওথেলোর কানে তার বিরুদ্ধে সন্দেহের বিষ ঢেলে দেয়। ওথেলো সন্দেহপ্রবণ হয় এবং ডেসডিমোনাকে অবিশ্বাস করে। রাগের মাথায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে সত্য জানার পর অনুশোচনায় ওথেলো আত্মহত্যা করে।
Othello নাটকের অন্যান্য চরিত্র: Cassio, lago, Emilia, Roderigo প্রমুখ।
Macbeth নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Lady Macbeth, Duncan, Banquo, Three Witches প্রমুখ।
Hamlet নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: Hamlet, Ophelia, Horatio, Claudius, Gertrude, Laertes প্রমুখ।
King Lear নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র: King Lear, Goneril, Regan, Cordelia প্রমুখ।