Solution
Correct Answer: Option C
- Knead — সঠিক বানান। অর্থ: আটা বা ময়দা ইত্যাদিকে হাত দিয়ে মেখে নরম ও মসৃণ করা। যেমন: “She kneaded the dough for 10 minutes.”
- Kneed — সঠিক বানান। অর্থ: হাঁটু দিয়ে আঘাত করা। যেমন: “He kneed the ball in the air.”
- Kenead — ভুল বানান।
- Kind — সঠিক বানান। অর্থ: সদয়, দয়ালু; এছাড়াও “ধরন” অর্থেও ব্যবহৃত হয়। যেমন: “He is a kind person” বা “This kind of flower is rare.”