English is...language of....people of England.
Solution
Correct Answer: Option A
এই প্রশ্নে দুটি ফাঁকা স্থানের জন্য সঠিক উত্তর হলো "the, the"। ব্যাখ্যাটি নিচে দেওয়া হলো:
- English হলো ইংল্যান্ডের মানুষের ভাষা। যখন ভাষার আগে the বসে, তখন তা সেই ভাষায় কথা বলা সমগ্র জাতিকে নির্দেশ করে।
- People of England বোঝাতে the ব্যবহার করা হয়েছে কারণ এটি নির্দিষ্ট একটি জাতিকে বোঝায় যারা ইংল্যান্ডে বসবাস করে।
সম্পূর্ণ বাক্যটি হবে: "English is the language of the people of England." এখানে প্রথম the দিয়ে ভাষার ব্যবহার বোঝানো হয়েছে, আর দ্বিতীয় the দিয়ে নির্দিষ্ট জাতিকে বোঝানো হয়েছে।
অপশনগুলোর মধ্যে, Option 1: "the, the" সঠিক কারণ এটি বাক্যের অর্থকে সঠিকভাবে প্রকাশ করে।