Solution
Correct Answer: Option B
- "Flotilla" শব্দটি স্প্যানিশ ভাষা থেকে এসেছে।
- স্প্যানিশ ভাষায় 'Flota' শব্দের অর্থ হলো নৌবহর বা যুদ্ধজাহাজের সারি।
- 'Flota' শব্দটির ক্ষুদ্রার্থক রূপ হলো 'Flotilla', যার অর্থ ছোট নৌবহর।
- ইংরেজিতেও শব্দটি একই অর্থে, অর্থাৎ 'a small fleet of ships or boats' বোঝাতে ব্যবহৃত হয়।