Who translated The New Testament??

A John Wycliffe

B William congrave

C Samuel Richardson

D Jonathan swift

Solution

Correct Answer: Option A

John Wycliff (জন উইকলিফ, ১৩৩১–১৩৮৪): Middle English Period 

উল্লেখযোগ্য উপাধি ও অবদান:
- Morning Star of the Reformation (ধর্ম সংস্কারের প্রভাততারা)
- Reformer of the English Church (ইংরেজ চার্চ সংস্কারক)
- Evening Star of English Scholasticism (মধ্যযুগীয় ইংরেজ দর্শনিক মতবাদের সন্ধ্যাবেলা)
- Father of English prose / First prose writer in English (আধুনিক ইংরেজি গদ্যের জনক / প্রথম গদ্যকার)

জীবন ও কাজ:
- তিনি ছিলেন একজন ইংরেজ দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, বাইবেল অনুবাদক, সংস্কারক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
- তিনি ১৪শ শতকে রোমান ক্যাথলিক গির্জার একজন গুরুত্বপূর্ণ ভিন্নমতাবলম্বী (dissident) ছিলেন।
- তাঁর অনুসারীরা Lollards নামে পরিচিত, যারা পরবর্তীতে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের (Protestant Reformation) পথপ্রদর্শক হয়ে ওঠে।

বাইবেল অনুবাদে অবদান:
- তিনি প্রথমবারের মতো ইংরেজি ভাষায় New Testament (নতুন নিয়ম, ২৭টি গ্রন্থ) অনুবাদ করেন গদ্যরূপে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বাইবেল ও কোরআন অনুবাদক:
- জার্মান ভাষায় প্রথম Bible অনুবাদ করেন জার্মান ধর্ম সংস্কারক Martin Luther।
- বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃত, অসমিয়াসহ অনেক ভাষায় বাইবেল অনূদিত হয়েছে, যা খ্রিষ্টধর্ম বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- বাংলায় প্রথম বাইবেল অনুবাদ করেন ইংরেজ মিশনারি উইলিয়াম কেরি (১৮০১ সালে)।
- মহম্মদ আবদুল হাকিম বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করেন (নবজীবন সেল প্রকাশনী)।
- Marmaduke Pickthall ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions