Tennyson’s poem ‘In Memoriam’ Was written in memory of?
Solution
Correct Answer: Option A
- Tennyson's poem "In Memoriam" তাঁর ঘনিষ্ঠ বন্ধু Arthur Henry Hallam এর স্মরণে রচিত একটি এলিজি বা শোককাব্য।
- Hallam হঠাৎ করেই মারা যাওয়ার পর Tennyson তাঁর গভীর শোকে বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি রচনা করেন।
- কবিতাটিতে শোক, সন্দেহ, ধর্ম, বিজ্ঞান এবং জীবনের অর্থ খোঁজার বিষয়গুলো গভীরভাবে উঠে এসেছে।
- এটি প্রায় সতেরো বছর (1833 থেকে 1850) সময় ধরে রচিত হয় এবং ভিক্টোরিয়ান যুগের ধর্ম-বিজ্ঞান দ্বন্দ্ব ও মানবিক বিশ্বাসকে একত্রিত করার চেষ্টা করে।
অর্থাৎ, কবিতাটি Arthur Henry Hallam এর স্মৃতিতে লেখা হয়েছে।