Solution
Correct Answer: Option A
- "Talk over" একটি Phrasal Verb, যার অর্থ হলো কোনো বিষয় নিয়ে বিস্তারিতভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা।
- প্রদত্ত বাক্যটির অর্থ হলো, "আমরা এক ঘণ্টা ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু কোনো ফল হয়নি।"
- এখানে discussed শব্দটি talked over-এর সঠিক সমার্থক।
অন্যদিকে,
- fought about: ঝগড়া করা।
- surveyed: জরিপ করা বা পর্যবেক্ষণ করা।
- assessed: মূল্যায়ন করা।