'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় শব্দের ব্যবহার দুই প্রকার। যথা:
- বাচ্যার্থ: যেসকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত হয়। বাচ্যার্থ হলো শব্দের স্বাভাবিক ও সহজে বোধগম্য অর্থ, মুখ্যার্থ, অভিহিতার্থ।
- লক্ষ্যার্থ: যেসকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয়।